মঙ্গলবার, ৪ এপ্রিল, ২০২৩ ০০:০০ টা
সংক্ষিপ্ত

বাঁচানো গেল না গলা কাটা শিশুটিকে

হবিগঞ্জ প্রতিনিধি

বাঁচানো গেল না হবিগঞ্জের চুনারুঘাটে গলা কাটা অবস্থায় উদ্ধার ১০ বছরের শিশু স্বপন মিয়াকে। সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে গতকাল সকালে সে মৃত্যুর কোলে ঢলে পড়ে। স্বপন চুনারুঘাট পৌর এলাকার পাকুরিয়া গ্রামের কবির মিয়ার ছেলে। চুনারুঘাট থানার ওসি  রাশেদুল হক জানান, ২৭ মার্চ দক্ষিণাচরণ পাইলট উচ্চবিদ্যালয়ের পেছনের জঙ্গলে স্বপনকে গলা কাটা অবস্থায় দেখতে পান স্থানীয়রা। পরে তাকে ওসমানী মেডিকেলে নেওয়া হয়। এ ঘটনায় শান্ত মিয়া নামে এক কিশোরকে আটক করে পুলিশ।

 

সর্বশেষ খবর