নাটোরের সিংড়ায় জমি নিয়ে বিরোধে সংঘর্ষে মামাতো ভাইয়ের হাতে ফুফাতো ভাই আবদুর রহমান খুন হয়েছেন। এ ঘটনায় শহিদুল ইসলাম নামে আহত আরও একজনকে নাটোর সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। রবিবার সন্ধ্যায় উপজেলার ছোট কালিকাপুর গ্রামে এ ঘটনা ঘটে। গতকাল রাজশাহী মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় রহমানের মৃত্যু হয়। তিনি ওই গ্রামের মৃত লোকমান ফকিরের ছেলে।
স্থানীয়রা জানান, রবিবার ইফতারের পর আবদুল করিম ও তার ফুফাতো ভাই আবদুর রহমানের মধ্যে বাগবিতন্ডা হয়। এ সময় আবদুল করিমের কাছে থাকা ধারালো ছুরির আঘাতে গুরুতর আহত হন আবদুর রহমান। সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, এ বিষয়ে নিহতের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।