পিরোজপুরের ভান্ডারিয়ায় মায়ের সঙ্গে পার্কে গিয়ে সেতু থেকে নদীতে পড়ে নিখোঁজ শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন ব্যাপারী বাড়ির পাশে খালে গতকাল লাশটি পাওয়া যায়। নদীতে ডুবে মারা যাওয়া শিশুর নাম সিনথিয়া আক্তার (৪)। সে কাউখালী উপজেলার জোলাগাতি গ্রামের কাওছার খান ও হাফসা দম্পতির একমাত্র মেয়ে।
ভান্ডারিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার পারভেজ আহম্মেদ পলাশ জানান, লাশটি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। শিশুটি সেতু থেকে পোনা নদীতে পড়ে যাওয়ার খবর পেয়ে বুধবার রাতেই উদ্ধার কাজ শুরু করেছিল ফায়ার সার্ভিস।
ভান্ডারিয়া থানার ওসি আশিকুজ্জামান জানান, শিশুটির পরিবারকে খবর দেওয়া হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। উল্লেখ্য, গত বুধবার সন্ধ্যায় ভান্ডারিয়া শিশুপার্কে মায়ের সঙ্গে বেড়াতে গিয়ে পোনা নদীর ওপর বেইলি ব্রিজের ভাঙা অংশ দিয়ে নদীতে পড়ে নিখোঁজ হয়েছিল শিশু সিনথিয়া।