কলাপাড়ায় শুক্রবার রাতে বিদ্যুৎস্পৃষ্টে বায়েজীদ প্যাদা (২৬) নামে এক অটোচালকের মৃত্যু হয়েছে। নিহত বায়েজীদ উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পূর্ব সোনাতলা গ্রামের বেল্লাল প্যাদার ছেলে। বাড়ির লোকজন জানান, রাত ৯টার দিকে নিজ ঘরে অটোবাইকের ব্যাটারি চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন বায়েজীদ। পরে বাড়ির লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। কলাপাড়া থানার ওসি জসিম জানান, এ ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে।