কমলগঞ্জ উপজেলায় গতকাল ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক নারীর মৃত্যু হয়েছে। ভানুগাছ রেলস্টেশন সূত্রে জানা যায়, সিলেট থেকে ঢাকাগামী আন্তনগর কালনি এক্সপ্রেস সকাল ৮টার দিকে ভানুগাছ স্টেশনে প্রবেশের আগে কমলগঞ্জ উপজেলা প্রশাসনসংলগ্ন রেল লেভেল ক্রসিং এলাকায় ট্রেনে কাটা পড়ে ওই নারীর মৃত্যু হয়। রেলওয়ে পুলিশ লাশটি উদ্ধার করে।