সিরাজগঞ্জে ১৪০ কেজি গাঁজাসহ জসিম উদ্দিন (৩২) নামে এক মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। এ সময় গাঁজা পাচার কাজে ব্যবহৃত একটি জিপগাড়ি জব্দ করা হয়েছে। গ্রেফতার জসিম কুমিল্লার সদরের উলুরচর এলাকার রফিকুল ইসলামের ছেলে। এ ছাড়া পুলিশের আরেক অভিযানে ১৪৫ পিস ইয়াবাসহ আরও দুজন গ্রেফতার হয়েছে। তারা হলেন সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার তারেক রহমান সোহেল (২৭) ও আল আমিন (২৬)। গতকাল পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) সামিউল আলম।