কেন্দ্রীয় ছাত্রলীগের কর্মসূচির অংশ হিসেবে ঠাকুরগাঁওয়ে কৃষকের এক বিঘা জমির ধান কেটে দিয়েছেন জেলা ছাত্রলীগ নেতা-কর্মীরা। গতকাল সদর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নে কৃষক আফতাব উদ্দিনের জমির ধান কেটে দেন তারা। জমির ধান কেটে দেওয়ায় খুশি হয়ে কৃষক আফতাব উদ্দিন বলেন, এক বিঘা জমিতে ধান কাটতে আর মাড়াই করতে কয়েকজন শ্রমিক প্রয়োজন ছিল। এতে খরচ বেশি হতো। ছাত্রলীগের ছেলেরা ধান কাটা ও মাড়াই করে দেওয়ায় খুব উপকার হয়েছে। আজহারুল ইসলাম বলেন, কেন্দ্রীয় নির্দেশে আমাদের জেলায় কৃষকের ধান কাটার এই কার্যক্রম উদ্বোধন করলাম। এই ধারা অব্যাহত থাকবে। কোনো কৃষক ধান কাটতে না পাড়লে ছাত্রলীগ তাদের পাশে দাঁড়াবে।