সংস্কার হয়নি নওগাঁর চার খাল। ভোগান্তি কমেনি এমনকি কৃষকের কোনো উপকারে আসছে না। জেলার ধামইরহাটে চারটি খাল সংস্কার না করায় কৃষকের ভোগান্তি দিন দিন বাড়ছে। এসব খাল আংশিক খনন করা হলেও বাকি অংশ খনন না করায় কৃষক কাক্সিক্ষত সুবিধা ভোগ করতে পারছে না। বর্ষার আগে চারটি খালের অখননকৃত অংশ খননের জন্য জোর দাবি জানিয়েছেন কৃষক। জানা যায়, উপজেলার চারটি খালকে পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিমিটেডের আওতায় এবং এলজিইডির মাধ্যমে টেকসহ ক্ষুদ্রাকার পানিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় খাল পুনর্খনন করা হয়। খালগুলো হলো- টুটিকাটা খাল, মঙ্গল খাল, ঘুকসি খাল এবং লোদিপুর-ধনঞ্জয়নগর খাল পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিমিটেড। খালের দুই পাড়ের শত শত কৃষক এসব সমবায় সমিতির সদস্য। খালগুলো ১৫-২০ বছর আগে খনন করা হয়। খননের কয়েক বছরের মধ্যে খালে পলি জমে ভরাট হয়ে যাচ্ছে। ফলে বর্ষা মৌসুমে খালে পানি সংরক্ষণ করে রবি মৌসুমে সেই পানি ব্যবহার করা সম্ভব হচ্ছে না। ফলে খালের দুই পাড়ের কৃষক কাক্সিক্ষত সুবিধা ভোগ করতে পারছে না। ধামইরহাট মূলত বরেন্দ্র অঞ্চল। বরেন্দ্র অঞ্চলে খাল বিলের সংখ্যা কম। তার উপরন্তু দীর্ঘদিন ধরে এসব খালে পলি জমে ভরাট হওয়ার কারণে কৃষকদের ফসল উৎপাদন ব্যাহত হচ্ছে। এসব খাল পুনর্খনন করলে সারা বছর খালে পানি সংরক্ষিত থাকত। ফলে কৃষক সুবিধা মতো ফসলে সেচ দিতে পারত। এ ছাড়া এসব খালে মাছচাষ ও হাঁস পালন করা সম্ভব। চারটি খালের সমিতির মোট সদস্য সংখ্যা ১ হাজার ৫৭৬ জন। মঙ্গলখাল পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিমিটেডের সম্পাদক নুরুজ্জামান হোসেন বলেন, ২০১৮-১৯ অর্থবছরে মঙ্গলখালের পৌনে ১০ কিলোমিটারের মধ্যে ১ কোটি ৭ লাখ টাকা ব্যয়ে ৪ কিলোমিটার পুনর্খনন করা হয়। খালের বাকি অংশ খনন না করায় কৃষক কাক্সিক্ষত সুবিধা ভোগ করতে পারছে না। নওগাঁ এলজিইডির নির্বাহী প্রকৌশলী তোফায়েল আহমেদ বলেন, খালগুলো খনন করা হয়েছিল। পলি জমার কারণে ভরাট হয়ে যাচ্ছে। যেসব খাল ভরাট হয়েছে সেগুলো পুনর্খননের জন্য প্রস্তাব পাঠানো হয়েছে। পর্যায়ক্রমে গ্রেডিং পয়েন্ট অনুসারে খনন করা হবে।
শিরোনাম
- দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন ফের গ্রেপ্তার
- দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ব্যবসায়ী নিহত
- এসএসসিতে ফেল : বরিশালে পাঁচ ছাত্রীর আত্মহত্যার চেষ্টা, দুইজনের মৃত্যু
- এসএসসিতে গোল্ডেন এ প্লাস না পেয়ে বগুড়ায় শিক্ষার্থীর আত্মহত্যা
- টানা বৃষ্টির প্রভাব রাজধানীর বাজারে
- এসএসসিতে অকৃতকার্য হওয়ায় গেন্ডারিয়ায় শিক্ষার্থীর 'আত্মহত্যা'
- সেই আলফি পাস করেছে
- এনবিআরের প্রথম সচিব তানজিনা বরখাস্ত
- ফ্যাসিবাদবিরোধীদের ঐক্য অটুট রাখার আহ্বান মামুনুল হকের
- দুদকের মামলায় জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান আবুল বারকাত গ্রেফতার
- মাকে মারধর করায় যুবককে পিটিয়ে হত্যা করল স্বজনরা
- ইউক্রেনের প্রতিরক্ষা খাতে আরও বিনিয়োগে জেলেনস্কির আহ্বান
- আবারও ইসরায়েলি বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের
- কুয়ালালামপুরে রাশিয়া-যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীদের বিরল বৈঠক
- লঙ্কানদের ১৫৫ রানের চ্যালেঞ্জ ছুড়ে দিল টাইগাররা
- ট্রাম্পের লবিস্টদের লাখ লাখ ডলার দিচ্ছে দরিদ্র দেশগুলো
- নিরাপত্তা খাতে যুক্তরাষ্ট্রকে আরও সহযোগিতার আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার
- জনস্বার্থকে প্রাধান্য দিয়ে সম্প্রচার-ব্যবস্থা যুগোপযোগী করা হবে : তথ্য উপদেষ্টা
- ইয়েমেন থেকে ইসরায়েলি বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা
- কারাগারে একক সেলে নেওয়া হলো সাবেক আইজিপি মামুনকে