সংস্কার হয়নি নওগাঁর চার খাল। ভোগান্তি কমেনি এমনকি কৃষকের কোনো উপকারে আসছে না। জেলার ধামইরহাটে চারটি খাল সংস্কার না করায় কৃষকের ভোগান্তি দিন দিন বাড়ছে। এসব খাল আংশিক খনন করা হলেও বাকি অংশ খনন না করায় কৃষক কাক্সিক্ষত সুবিধা ভোগ করতে পারছে না। বর্ষার আগে চারটি খালের অখননকৃত অংশ খননের জন্য জোর দাবি জানিয়েছেন কৃষক। জানা যায়, উপজেলার চারটি খালকে পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিমিটেডের আওতায় এবং এলজিইডির মাধ্যমে টেকসহ ক্ষুদ্রাকার পানিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় খাল পুনর্খনন করা হয়। খালগুলো হলো- টুটিকাটা খাল, মঙ্গল খাল, ঘুকসি খাল এবং লোদিপুর-ধনঞ্জয়নগর খাল পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিমিটেড। খালের দুই পাড়ের শত শত কৃষক এসব সমবায় সমিতির সদস্য। খালগুলো ১৫-২০ বছর আগে খনন করা হয়। খননের কয়েক বছরের মধ্যে খালে পলি জমে ভরাট হয়ে যাচ্ছে। ফলে বর্ষা মৌসুমে খালে পানি সংরক্ষণ করে রবি মৌসুমে সেই পানি ব্যবহার করা সম্ভব হচ্ছে না। ফলে খালের দুই পাড়ের কৃষক কাক্সিক্ষত সুবিধা ভোগ করতে পারছে না। ধামইরহাট মূলত বরেন্দ্র অঞ্চল। বরেন্দ্র অঞ্চলে খাল বিলের সংখ্যা কম। তার উপরন্তু দীর্ঘদিন ধরে এসব খালে পলি জমে ভরাট হওয়ার কারণে কৃষকদের ফসল উৎপাদন ব্যাহত হচ্ছে। এসব খাল পুনর্খনন করলে সারা বছর খালে পানি সংরক্ষিত থাকত। ফলে কৃষক সুবিধা মতো ফসলে সেচ দিতে পারত। এ ছাড়া এসব খালে মাছচাষ ও হাঁস পালন করা সম্ভব। চারটি খালের সমিতির মোট সদস্য সংখ্যা ১ হাজার ৫৭৬ জন। মঙ্গলখাল পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিমিটেডের সম্পাদক নুরুজ্জামান হোসেন বলেন, ২০১৮-১৯ অর্থবছরে মঙ্গলখালের পৌনে ১০ কিলোমিটারের মধ্যে ১ কোটি ৭ লাখ টাকা ব্যয়ে ৪ কিলোমিটার পুনর্খনন করা হয়। খালের বাকি অংশ খনন না করায় কৃষক কাক্সিক্ষত সুবিধা ভোগ করতে পারছে না। নওগাঁ এলজিইডির নির্বাহী প্রকৌশলী তোফায়েল আহমেদ বলেন, খালগুলো খনন করা হয়েছিল। পলি জমার কারণে ভরাট হয়ে যাচ্ছে। যেসব খাল ভরাট হয়েছে সেগুলো পুনর্খননের জন্য প্রস্তাব পাঠানো হয়েছে। পর্যায়ক্রমে গ্রেডিং পয়েন্ট অনুসারে খনন করা হবে।
শিরোনাম
- পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনতাই, গ্রেপ্তার ১১
- ভূমিকম্প আতঙ্কে ৬ দিনের জন্য বন্ধ জবি
- বিশাল জয়ে মুশফিকের শততম টেস্ট রাঙালো বাংলাদেশ
- ঢাবির প্রভোস্ট কমিটির জরুরি সভায় তিন সিদ্ধান্ত
- রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৮
- নতুন করে ন্যান্সি-ইমরান গাইলেন সেই কালজয়ী গান
- খুচরা সার ডিলার বহাল রাখার দাবিতে সুনামগঞ্জে মানববন্ধন
- শেখ হাসিনা-জয়-পুতুলের বিরুদ্ধে পৃথক তিন মামলার রায় ২৭ নভেম্বর
- কুলাউড়ায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ-সার বিতরণ
- বগুড়ায় ট্রাক চাপায় অটোরিকশা চালক নিহত
- টুঙ্গিপাড়ায় সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগের ৪৬ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
- রাজশাহীতে মাদকসহ ৬ কারবারি গ্রেপ্তার
- ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১০৪৫ মামলা
- ৪৮ ঘন্টার জন্য দেশের জ্বালানি কূপগুলোতে ড্রিলিং কার্যক্রম বন্ধ
- হবিগঞ্জে কৃষককে কুপিয়ে হত্যা
- শেখ হাসিনা-রেহানার মামলার যুক্তিতর্ক ২৫ নভেম্বর
- রণবীরের সঙ্গে ট্রাম্পের হবু পুত্রবধূর নাচের ভিডিও ভাইরাল
- বড় ভূমিকম্প মোকাবিলায় কী পরিস্থিতি হবে, বলা যায় না : স্বরাষ্ট্র উপদেষ্টা
- নির্বাচন পরিচালনায় সহযোগিতা করতে প্রস্তুত কমনওয়েলথভুক্ত ৫৬ দেশ
- বিসিএস পরীক্ষা পেছানোর দাবিতে ট্রেন আটকে রাখল শিক্ষার্থীরা
সংস্কার হয়নি চার খাল
বাবুল আখতার রানা, নওগাঁ
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর