কক্সবাজারে ইয়াবা পাচারের মামলায় ফয়েজ আহমদ নামে এক রোহিঙ্গাকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদন্ড দেওয়া হয়েছে। গতকাল দুপুরে কক্সবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক নিশাত সুলতানা এ রায় দেন। দন্ডপ্রাপ্ত আসামি ফয়েজ উখিয়া উপজেলার বালুখালী ১৮-নম্বর রোহিঙ্গা ক্যাম্পের মৃত সিরাজুল ইসলামের ছেলে।