তিস্তার বালুচরে নানা সবজি উৎপাদন করছেন চাষিরা। এক সময়ের পরিত্যক্ত জমি এখন কৃষকদের জন্য আশীর্বাদ। কৃষকরা বলছেন, এক সময় তাদের মঙ্গা ছিল। সেই মঙ্গা এখন জয় করেছি। চরের ফসলে আমরা দেখছি মঙ্গা জয়ের হাসি। লালমনিরহাট, রংপুর, নীলফামারী, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলার বুক চিরে বয়ে যাওয়া তিস্তার তিন শতাধিক বালুচরে কয়েক বছর ধরে সবুজ বিপ্লব ঘটছে। চরের জমিতে এখন চাষ হচ্ছে আলু, মিষ্টি কুমড়া, মরিচ, পিঁয়াজ, রসুন, স্কোয়াস, ওলকপি, গম, বাদম, ভুট্টা, গাজরসহ নানা সবজি। তপ্ত বালুচরে সবজির আবাদ করে তাই কৃষকরা দেখছেন অর্থনৈতিক মুক্তির পথ। তিস্তার চরে বেলে দোআঁশ মাটিতে চাষিরা স্বল্প খরচে ফলিয়েছেন সোনার ফসল। বাজারে চাহিদা ভালো থাকায় লাভবান হবে এমন স্বপ্ন বুনছেন তারা। কৃষকরা জানান, বেলে-দোআঁশ মাটিতে বেশি সার দেওয়ার প্রয়োজন হয় না। পোকামাকড়ের আক্রমণও কম। শুধু পানি পেলেই চরে সব ফসলের আবাদ ভালো হয়। উপসহকারী কৃষি কর্মকর্তা ফরিদুল ইসলাম বলেন, কৃষি বিভাগের পক্ষ থেকে ক্ষুদ্র, মাঝারি ও প্রান্তিক কৃষকদের সার-বীজসহ সব রকম সহায়তা করা হয়। বিশেষ করে চরের কৃষকরা প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী এক ইঞ্চি জমিও অনাবাদি রাখছেন না। তথ্যমতে, লালমনিরহাটের পাঁচ উপজেলায় তিস্তায় জেগে ওঠা চরের জমির পরিমাণ ২৬ হাজার ৬৩ হেক্টর। এর মধ্যে আবাদি ২১ হাজার ৯৪৮ হেক্টর। আদিতমারীর নদী তীরবর্তী মহিষখোচা ইউনিয়নের বালাপাড়া, কুটিরপাড়, কালমাটি, আনন্দবাজার, কালিগঞ্জের রুদ্রেশ্বর, কাকিনা, মহিষামুরি, ইশোরকুল এসব চরে প্রচুর পরিমাণে আবাদ হয়েছে। ভুট্টা চরের প্রধান ফসল। নদী গবেষক ড. তুহিন ওয়াদুদ বলছেন, বৈশ্বিক মন্দার এ সময়ে চরের কৃষক সংগ্রাম করেই ঘুরে দাঁড়িয়েছে। যদি নদী বিজ্ঞানসম্মত উপায়ে খনন করা যেত তাহলে কৃষকের পাশাপাশি সব পেশার মানুষ তিস্তার সুফল পেত। তিস্তার চরে চাষাবাদ করা কৃষক হেলাল মিয়া বলেন, খরস্রোতা তিস্তার কারণে অনেকে এলাকা ছেড়েছেন। প্রতি বছর বর্ষা মৌসুমে বন্যা আর নদীভাঙন ও শুষ্ক মৌসমে ধু-ধু বালু চরের কারণে অনেকে নিঃস্ব হয়েছেন। লোকজন তিস্তার হাত থেকে রক্ষা পেতে বহুদূরে গিয়ে বসতি গড়েছেন। এখন তিস্তা মরা খালে পরিণত হওয়ায় প্রচুর চর জেগেছে। চরগুলোতে বিভিন্ন ফসল ফলছে। পরিমল চন্দ্র নামে একজন বলেন- পাঁচ বছর ধরে চরে মিষ্টি কুমড়া চাষ করছি। আট টাকা ভার শ্রমিক খরচ দিয়ে বালুর মধ্যে মাটি ফেলেছেন। সেই মাটিতে লাগিয়েছেন মিষ্টি কুমড়া।
শিরোনাম
- ভাঙারি ব্যবসায়ী সোহাগ হত্যায় আরও দুই আসামি গ্রেফতার
- হবিগঞ্জে সংঘর্ষের ছয় দিন পর আহত রিমনের মৃত্যু
- মোদিকে আম উপহার পাঠাচ্ছেন প্রধান উপদেষ্টা
- কার্বন ডাই–অক্সাইড ও তাপমাত্রা বৃদ্ধিতে ফসলে পুষ্টিহানি
- মুকসুদপুরে সড়ক সংস্কারের দাবিতে স্থানীয়দের মানববন্ধন
- মহাবিশ্বের গহ্বরে আটকে আছে পৃথিবী? সম্প্রসারণ বাড়ছে দ্রুতগতিতে
- ‘আজ থেকে সারা দেশে চিরুনি অভিযান’
- পাকিস্তানের সঙ্গে শিল্প চুক্তি স্বাক্ষর রাশিয়ার
- অগণতান্ত্রিক অপশক্তির প্রধান টার্গেট তারেক রহমান
- সোহাগ হত্যার তদন্তে বিচারিক কমিশন গঠনের নির্দেশনা চেয়ে রিট
- অবশেষে দাদির কোলে ফিরলো হারিয়ে যাওয়া শিশু রোজামনি
- প্যারিসের প্রেমের সেতুতে তালা দিলেন মেহজাবীন
- সেনা কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেসির ক্ষমতা বাড়িয়ে প্রজ্ঞাপন
- বেসরকারি শিক্ষক নিয়োগে পুলিশ ভেরিফিকেশনের নতুন পরিপত্র
- নোয়াখালীতে জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন
- ক্লাস-পরীক্ষা বর্জন করে জবির ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগে তালা
- ক্যালগেরির সংগীত সন্ধ্যায় প্রবাসীদের মাতালেন মিনার-মিলা
- মিটফোর্ড হাসপাতাল ‘শাটডাউন’ ঘোষণা
- ভারতের রাজ্যসভায় মনোনীত চার সাংসদের নাম ঘোষণা
- জামিন পেলেন চিত্রনায়িকা অপু বিশ্বাস