বৃহস্পতিবার, ১৮ মে, ২০২৩ ০০:০০ টা

রাতের আঁধারে মধুমতি চরের বালু লুট

বোয়ালমারী প্রতিনিধি

রাতের আঁধারে মধুমতি চরের বালু লুট

চরের বালু কেটে তোলা হচ্ছে ট্রাকে -বাংলাদেশ প্রতিদিন

ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালী ইউনিয়নে মধুমতি নদীর চরের দয়ারামপুর ও জারজরনগর খেওয়াঘাট এলাকায় রাতের আঁধারে লুট হচ্ছে বালু। রাতের বেলা পাঁচ চাকার বালুবাহী ট্রাক চলায় ক্ষতিগ্রস্ত হচ্ছে গ্রামীণ সড়ক। দিনের পর দিন বালু লুট হলেও কোনোভাবেই তাদের ঠেকানো যাচ্ছে না। মধুমতি নদীর দুই ঘাটে গিয়ে জানা যায়, স্থানীয় একটি চক্র গভীর রাতে বালি কেটে ট্রাকে বিভিন্ন এলাকায় ও ইটভাটায় বিক্রি করেন। এলাকা ঘুরে দেখা যায়, দয়ারামপুর আশ্রয়ণ প্রকল্প রক্ষা বাঁধের পাশে বালি কাটায় ঝুঁকিতে রয়েছে দয়ারামপুর ও জারজরনগর গ্রাম এবং আশ্রয়ণ প্রকল্প। বর্ষা মৌসুমে বাঁধ যেকোনো সময় ধসে যেতে পারে। বালি কাটায় জড়িত রহিম শেখ, ইউসুফ শেখ ও আলম মৃধা বলেন, আমরা এর সঙ্গে জড়িত না। দিন মুজর হিসেবে কাজ করছি। বালু কাটায় জড়িত চক্রের সদস্য পলাশ বিশ্বাস বলেন, ওই এলাকায় চরে তাদের পৈতৃক জমি রয়েছে। সেখান থেকে মাটি কাটছেন তিনি। আরেক অভিযুক্ত আলমের সঙ্গে যোগাযোগ করে তার বক্তব্য জানা যায়নি। মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিকুর রহমান চৌধুরী বলেন, দয়ারামপুর ও জারজরনগর চরে বালি কাটার অভিযোগ পেয়েছি। খুব দ্রুত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করা হবে। বালু ও মাটি খেকোদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ খবর