বগুড়ার শিবগঞ্জ উপজেলায় সাইদুল ইসলাম (২৫) নামে ওয়েল্ডিং মিস্ত্রিকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। গতকাল সকাল সাড়ে ৬টায় উপজেলার কিচক ইউনিয়নের বেলাই মোলামগাড়ী মাঠ থেকে স্থানীয়দের খবরে পুলিশ লাশটি উদ্ধার করে। সাইদুল ইসলাম শিবগঞ্জ উপজেলার বেলাই কারুন্ডা পাড়া গ্রামের শাহাদত হোসেনের ছেলে। সাইদুলের স্ত্রী শাকিলা বেগম জানান, শুক্রবার সকাল ৯টায় ওয়েল্ডিংয়ের কাজ করার উদ্দেশে পার্শ¦বর্তী গোবিন্দগঞ্জ উপজেলার রাজা বিরাট এলাকায় যান। কিন্তু কাজ শেষ করে সেখান থেকে তার স্বামী রাতে বাড়ি ফিরেননি। তার মোবাইলে একাধিকবার ফোন দিলে বন্ধ পাওয়া যায়। তিনি আরও জানান, গতকাল সকাল সাড়ে ৬টায় এলাকায় খবর পেয়ে জানতে পারি আমার স্বামীকে ছুরিকাঘাত করে হত্যা করে ফেলে রেখে যায়। আমি প্রশাসনসহ সংশ্লিষ্ট সবার কাছে আমার স্বামী হত্যার বিচার চাই। শিবগঞ্জ থানার ওসি মঞ্জুরুল আলম জানান, সাইদুল নেশায় আসক্ত ছিলেন। ধারণা করা হচ্ছে- এসব নিয়ে কোনো ঝামেলায় তাকে হত্যা করা হতে পারে। বেলাই গ্রামের কাঁচা রাস্তায় সাইদুলের লাশ পড়েছিল। তার পাজর ও কাঁধে ছুরিকাঘাতের চিহ্ন পাওয়া গেছে। এ ঘটনায় একজনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে। লাশটি ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। জেলার অতিরিক্ত পুলিশ সুপার স্নিগ্ধ আখতার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় শিবগঞ্জ থানায় হত্যা মামলা হয়েছে। থানা পুলিশের পক্ষ থেকে হত্যাকারীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
শিরোনাম
- সাড়ে ৯ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল স্বাভাবিক
- নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে খালেদা জিয়া
- সাদিয়া আয়মানের অভিনয়ে মুগ্ধ অনিরুদ্ধ রায়
- গাইবান্ধা কারাগারে অসুস্থ হয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু
- আদাবরের শীর্ষ ছিনতাইকারী ‘চোরা রুবেল’ গ্রেপ্তার
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
- শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দিতে বিভাগীয় শহরে বাস দিল জবি
- ভূমিকম্প অনিশ্চিত তাই বিদ্যালয় বন্ধের সুযোগ নেই: প্রাথমিক শিক্ষা উপদেষ্টা
- ঢাকা মেডিকেলে একাডেমিক কার্যক্রম আগামী ২৯ নভেম্বর পর্যন্ত বন্ধ
- বাগেরহাটে ৩ বান্ধবীকে শ্লীলতাহানি ও একজনকে ধর্ষণের অভিযোগে মামলা
- হাসিনা-কামালকে ফেরাতে ভারতকে চিঠি দেওয়া হয়েছে : পররাষ্ট্র উপদেষ্টা
- পুণ্ড্র ইউনিভার্সিটিতে বিবিএ কার্নিভাল-৩ অনুষ্ঠিত
- নভেম্বরের ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৩ কোটি ডলার
- ফ্যাসিজম সহ্য করা হবে না, নিজেরাও ফ্যাসিষ্ট হবো না: তানিয়া রব
- বন্ধ কারখানা চালুর দাবিতে শ্রমিকদের মানববন্ধন
- ৮১ দেশি পর্যবেক্ষকের সঙ্গে ইসির সংলাপ ২৫ নভেম্বর
- ‘ফ্যামিলি ম্যান থ্রি’: মনোজ নয়, জয়দীপের সিজন?
- টিকটক ইউজারদের জন্য চালু হলো টাইম অ্যান্ড ওয়েল-বিয়িং ফিচার
- পটুয়াখালীতে হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন
- বাংলাদেশের কাল ব্রুনাই চ্যালেঞ্জ