বগুড়ার শিবগঞ্জ উপজেলায় সাইদুল ইসলাম (২৫) নামে ওয়েল্ডিং মিস্ত্রিকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। গতকাল সকাল সাড়ে ৬টায় উপজেলার কিচক ইউনিয়নের বেলাই মোলামগাড়ী মাঠ থেকে স্থানীয়দের খবরে পুলিশ লাশটি উদ্ধার করে। সাইদুল ইসলাম শিবগঞ্জ উপজেলার বেলাই কারুন্ডা পাড়া গ্রামের শাহাদত হোসেনের ছেলে। সাইদুলের স্ত্রী শাকিলা বেগম জানান, শুক্রবার সকাল ৯টায় ওয়েল্ডিংয়ের কাজ করার উদ্দেশে পার্শ¦বর্তী গোবিন্দগঞ্জ উপজেলার রাজা বিরাট এলাকায় যান। কিন্তু কাজ শেষ করে সেখান থেকে তার স্বামী রাতে বাড়ি ফিরেননি। তার মোবাইলে একাধিকবার ফোন দিলে বন্ধ পাওয়া যায়। তিনি আরও জানান, গতকাল সকাল সাড়ে ৬টায় এলাকায় খবর পেয়ে জানতে পারি আমার স্বামীকে ছুরিকাঘাত করে হত্যা করে ফেলে রেখে যায়। আমি প্রশাসনসহ সংশ্লিষ্ট সবার কাছে আমার স্বামী হত্যার বিচার চাই। শিবগঞ্জ থানার ওসি মঞ্জুরুল আলম জানান, সাইদুল নেশায় আসক্ত ছিলেন। ধারণা করা হচ্ছে- এসব নিয়ে কোনো ঝামেলায় তাকে হত্যা করা হতে পারে। বেলাই গ্রামের কাঁচা রাস্তায় সাইদুলের লাশ পড়েছিল। তার পাজর ও কাঁধে ছুরিকাঘাতের চিহ্ন পাওয়া গেছে। এ ঘটনায় একজনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে। লাশটি ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। জেলার অতিরিক্ত পুলিশ সুপার স্নিগ্ধ আখতার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় শিবগঞ্জ থানায় হত্যা মামলা হয়েছে। থানা পুলিশের পক্ষ থেকে হত্যাকারীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
শিরোনাম
- ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদী জেলায় যে ক্ষয়ক্ষতি হয়েছে
- রাজশাহীতে বদ্ধ ঘর থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার
- ‘ঢাকার পুরনো ভবনগুলোর ৯০ শতাংশ বিল্ডিং কোড না মেনে নির্মিত’
- ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১০
- ধানের শীষে দেশের মানুষের আস্থা রয়েছে: দুলু
- ডেঙ্গুতে মৃত্যুহীন দিনে হাসপাতালে আরও ৪৩৬ জন
- যেভাবে স্মার্টফোনেই মিলবে ভূমিকম্পের সতর্কবার্তা
- এমন ভূমিকম্প আগে কখনও অনুভব করিনি : ফারুকী
- ভূমিকম্পে ক্ষয়ক্ষতি নিরূপণের নির্দেশনা
- ‘শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সশস্ত্র বাহিনীকে সর্বোচ্চ দক্ষতা-পেশাদারিত্ব দেখাতে হবে’
- ঝিনাইদহে পৃথক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বৃদ্ধ ও কিশোরের
- এটি বড় ভূমিকম্পের আগাম বার্তা: গবেষক আনসারী
- নরসিংদীতে ভূমিকম্পে বাবা-ছেলেসহ তিনজনের মৃত্যু, অর্ধশতাধিক আহত
- চাটমোহরে রেললাইনে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু
- ভূমিকম্পে হতাহতদের জন্য তারেক রহমানের শোক
- সেনাকুঞ্জে প্রধান উপদেষ্টা ও বিএনপি চেয়ারপারসনের সৌজন্য সাক্ষাৎ
- গাইবান্ধা স্টেডিয়াম পরিদর্শনে বিসিবি পরিচালক আসিফ আকবর
- ৩০ নভেম্বর থেকে ফের কর্মবিরতির ঘোষণা প্রাথমিকের শিক্ষকদের
- ভূমিকম্পের ক্ষয়ক্ষতি নিরূপণে কন্ট্রোল রুম চালু করলো সরকার
- মেট্রোরেলের ট্র্যাক থেকে অবিস্ফোরিত ককটেল উদ্ধার
ওয়েল্ডিং মিস্ত্রিকে ছুরিকাঘাতে হত্যা
নিজস্ব প্রতিবেদক, বগুড়া
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর