বগুড়ার শিবগঞ্জ উপজেলায় সাইদুল ইসলাম (২৫) নামে ওয়েল্ডিং মিস্ত্রিকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। গতকাল সকাল সাড়ে ৬টায় উপজেলার কিচক ইউনিয়নের বেলাই মোলামগাড়ী মাঠ থেকে স্থানীয়দের খবরে পুলিশ লাশটি উদ্ধার করে। সাইদুল ইসলাম শিবগঞ্জ উপজেলার বেলাই কারুন্ডা পাড়া গ্রামের শাহাদত হোসেনের ছেলে। সাইদুলের স্ত্রী শাকিলা বেগম জানান, শুক্রবার সকাল ৯টায় ওয়েল্ডিংয়ের কাজ করার উদ্দেশে পার্শ¦বর্তী গোবিন্দগঞ্জ উপজেলার রাজা বিরাট এলাকায় যান। কিন্তু কাজ শেষ করে সেখান থেকে তার স্বামী রাতে বাড়ি ফিরেননি। তার মোবাইলে একাধিকবার ফোন দিলে বন্ধ পাওয়া যায়। তিনি আরও জানান, গতকাল সকাল সাড়ে ৬টায় এলাকায় খবর পেয়ে জানতে পারি আমার স্বামীকে ছুরিকাঘাত করে হত্যা করে ফেলে রেখে যায়। আমি প্রশাসনসহ সংশ্লিষ্ট সবার কাছে আমার স্বামী হত্যার বিচার চাই। শিবগঞ্জ থানার ওসি মঞ্জুরুল আলম জানান, সাইদুল নেশায় আসক্ত ছিলেন। ধারণা করা হচ্ছে- এসব নিয়ে কোনো ঝামেলায় তাকে হত্যা করা হতে পারে। বেলাই গ্রামের কাঁচা রাস্তায় সাইদুলের লাশ পড়েছিল। তার পাজর ও কাঁধে ছুরিকাঘাতের চিহ্ন পাওয়া গেছে। এ ঘটনায় একজনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে। লাশটি ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। জেলার অতিরিক্ত পুলিশ সুপার স্নিগ্ধ আখতার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় শিবগঞ্জ থানায় হত্যা মামলা হয়েছে। থানা পুলিশের পক্ষ থেকে হত্যাকারীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
শিরোনাম
- ঢাকায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের আরও ৫ নেতাকর্মী গ্রেপ্তার
- মোহাম্মদপুরে বিশেষ অভিযানে গ্রেপ্তার ২০
- পরিবারসহ কাজী জাফরের আয়কর নথি সিআইডিকে দেওয়ার নির্দেশ
- ন্যূনতম ২০ জন শ্রমিকেই করা যাবে ট্রেড ইউনিয়ন, গেজেট প্রকাশ
- সারাদেশে পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ১৬৪৯ জন
- চীনে অবস্থানরত নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ জাপানের
- এমবিবিএস ডাক্তারের টেবিলের ড্রয়ারে মিলল ইয়াবা
- সাবেক মেয়র আইভীকে ৫ মামলায় শ্যোন অ্যারেস্ট
- লালমনিরহাটে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ মাদক জব্দ
- খুলনার নতুন জেলা প্রশাসক জামশেদ খোন্দকারের যোগদান
- শিক্ষকের শূন্যপদের চাহিদা চেয়ে এনটিআরসিএর বিজ্ঞপ্তি
- মেক্সিকোতে সামরিক অভিযান চালাতে পারে যুক্তরাষ্ট্র: ট্রাম্প
- লালমনিরহাটে সাংবাদিকদের সংগঠন ‘প্রেস ফাইভ’-এর আত্মপ্রকাশ
- ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৩৯৫ মামলা
- পাচারের অভিযোগ, ভারতীয় নাগরিকদের ভিসামুক্ত প্রবেশ বন্ধ করল ইরান
- ছাত্রশক্তির ‘ঐক্যবদ্ধ জবিয়ান’ প্যানেল ঘোষণা, কে কোন পদে লড়ছেন
- মেলবোর্নে আন্তর্জাতিক বাণিজ্য প্রদর্শনীতে ১২ বাংলাদেশি প্রতিষ্ঠান
- রাজধানীতে অস্ত্র-মাদকসহ একটি চক্রের সবাই গ্রেফতার: ডিবি
- দুই সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে নতুন পরিচালক
- সৌদির এফ-৩৫ পাওয়া নিয়ে ইসরায়েল কেন উদ্বিগ্ন?