বগুড়ার শিবগঞ্জ উপজেলায় সাইদুল ইসলাম (২৫) নামে ওয়েল্ডিং মিস্ত্রিকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। গতকাল সকাল সাড়ে ৬টায় উপজেলার কিচক ইউনিয়নের বেলাই মোলামগাড়ী মাঠ থেকে স্থানীয়দের খবরে পুলিশ লাশটি উদ্ধার করে। সাইদুল ইসলাম শিবগঞ্জ উপজেলার বেলাই কারুন্ডা পাড়া গ্রামের শাহাদত হোসেনের ছেলে। সাইদুলের স্ত্রী শাকিলা বেগম জানান, শুক্রবার সকাল ৯টায় ওয়েল্ডিংয়ের কাজ করার উদ্দেশে পার্শ¦বর্তী গোবিন্দগঞ্জ উপজেলার রাজা বিরাট এলাকায় যান। কিন্তু কাজ শেষ করে সেখান থেকে তার স্বামী রাতে বাড়ি ফিরেননি। তার মোবাইলে একাধিকবার ফোন দিলে বন্ধ পাওয়া যায়। তিনি আরও জানান, গতকাল সকাল সাড়ে ৬টায় এলাকায় খবর পেয়ে জানতে পারি আমার স্বামীকে ছুরিকাঘাত করে হত্যা করে ফেলে রেখে যায়। আমি প্রশাসনসহ সংশ্লিষ্ট সবার কাছে আমার স্বামী হত্যার বিচার চাই। শিবগঞ্জ থানার ওসি মঞ্জুরুল আলম জানান, সাইদুল নেশায় আসক্ত ছিলেন। ধারণা করা হচ্ছে- এসব নিয়ে কোনো ঝামেলায় তাকে হত্যা করা হতে পারে। বেলাই গ্রামের কাঁচা রাস্তায় সাইদুলের লাশ পড়েছিল। তার পাজর ও কাঁধে ছুরিকাঘাতের চিহ্ন পাওয়া গেছে। এ ঘটনায় একজনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে। লাশটি ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। জেলার অতিরিক্ত পুলিশ সুপার স্নিগ্ধ আখতার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় শিবগঞ্জ থানায় হত্যা মামলা হয়েছে। থানা পুলিশের পক্ষ থেকে হত্যাকারীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
শিরোনাম
- মানুষের মৌলিক মানবাধিকার নিশ্চিত করতে হবে : তারেক রহমান
- সন্ত্রাসবিরোধী আইনের মামলায় লতিফ সিদ্দিকীর জামিন
- স্কুল-কলেজের সিসি ক্যামেরাগুলো ভোটকেন্দ্রে ব্যবহার করতে চায় ইসি
- সংসদ নির্বাচনে প্রতিবন্ধীদের ভাবনা জানতে চায় ইসি
- জেতার সম্ভাবনা আছে এমন শরিকদের জন্য আসন ছাড়বে বিএনপি : আমীর খসরু
- ‘যে বাংলাদেশের স্বপ্ন দেখেছিলাম, সেই বাংলাদেশ পাইনি’
- বাকৃবির উদ্ভাবন: দেশের প্রথম হাঁসের ডাক প্লেগ ভ্যাকসিন
- ফোনে অশ্লীল বার্তা পাঠালে দুই বছরের দণ্ড ও জরিমানা
- খুলনায় নবায়নযোগ্য শক্তি বিষয়ক বিতর্ক উৎসব শুক্রবার
- চুক্তির আমলাদের হাতেই প্রশাসনের লাগাম
- জাতিসংঘের প্রতিনিধিদল ঢাকায় আসছে
- কুমার বিশ্বজিতের সুরে কিশোরের নতুন গান
- লাবুশেনের ব্যাটে রানের ফোয়ারা
- বায়ুদূষণের শীর্ষে দিল্লি, ঢাকার অবস্থান কত?
- সিরাজগঞ্জে অটোচালক হত্যার রহস্য উদঘাটন, তিনজন গ্রেফতার
- শাবিপ্রবি ছাত্রদল সভাপতির উদ্যোগে মুক্ত দুই ছাত্র ইউনিয়ন নেতা
- আশুলিয়ায় গুঁড়িয়ে দেওয়া হলো ৬ ইটভাটা
- নাফ নদে ৬ রোহিঙ্গা জেলেকে অপহরণ
- আরও এক ইসরায়েলি বন্দির মরদেহ হস্তান্তর করল হামাস
- টিভিতে আজকের কোন খেলা কোথায় দেখবেন
ওয়েল্ডিং মিস্ত্রিকে ছুরিকাঘাতে হত্যা
নিজস্ব প্রতিবেদক, বগুড়া
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর