রবিবার, ২১ মে, ২০২৩ ০০:০০ টা

তিনি খাদ্য কর্মকর্তা

দাউদকান্দি প্রতিনিধি

কুমিল্লা জেলার হোমনার খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে নিজে ব্যবসায়ী সেজে চাল ও গম কেনার অভিযোগ উঠেছে। তার অনিয়মের বিষয়টি মেঘনা উপজেলা চেয়ারম্যানসহ কয়েকজন জনপ্রতিনিধি গণমাধ্যমের কাছে অবহিত করেন। অভিযোগে তারা জানান, মেঘনা, তিতাস, হোমনা উপজেলার মসজিদ, মাদরাসা, ঈদগাহ, এতিমখানা, শ্মশান, রাস্তার উন্নয়নের (টিআর) বরাদ্দকৃত সরকারি অনুদানের চালের বা গমের ডিও স্থানীয় চেয়ারম্যান, মেম্বার ও জনপ্রতিনিধিরা নামে বরাদ্দ হয়ে থাকে। এ বরাদ্দকৃত চালের বা গমের ডিও বাজার দরের চেয়ে ৯-১০ হাজার টাকার কমে তিনি বরাদ্দ পাওয়া ব্যক্তিদের কাছ থেকে কৌশলের মাধ্যমে নিজেই কিনে থাকেন। এ কারণে

বরাদ্দকৃত ব্যক্তিরা মাঠপর্যায়ে তাদের নামে বরাদ্দকৃত অনুদান দিয়ে সঠিক ভাবে কাজ করতে পারছেন না। খাদ্য গুদামের ৫০ কেজি চালের বস্তা ৪৮-৪৯ কেজি চাল ধরে ডিলার বা জনপ্রতিনিধিদের কাছে গুদামের কর্তৃপক্ষরা বুঝিয়ে দেন। এগুলো স্থানীয় চেয়ারম্যান মেম্বাররা মাঠপর্যায়ে বিতরণ করতে গিয়ে আরও দুই থেকে তিন বস্তা চাল কম হয়। এ কারণে জনপ্রতিনিধিরা মাঠপর্যায়ে

জবাবদিহি করতে হয়। মেঘনা উপজেলার বড়কান্দা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান রফিকুল ইসলাম বলেন, আমি হোমনা চাউলের গুদামে চাউল আনতে গেলে চালের পরিবর্তে উক্ত কর্মকর্তা নিজেও চাউলের ডিও কেনার প্রস্তাব দেয় এবং কৌশলে আমার কাছ থেকে কিনেন। মেঘনা উপজেলার লুটেরচর তালিমুল কোরআন মাদরাসার সভাপতি মাহবুব আলম শিকদার বলেছেন, ঈদুল ফিতর উপলক্ষে আমাদের প্রতিষ্ঠানের নামে ৩ টন চাল বরাদ্দ দেওয়া হয়। সেই বরাদ্দকৃত চালের ডিও কিনতে উক্ত গুদামের কর্মকর্তা আমার সঙ্গে বারবার যোগাযোগ করেছেন তার কাছে বাজারের চেয়ে কম মূল্যে বিক্রয় করতে হয়েছে। ভাওরখোলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাব মিয়া মেম্বার বলেছেন, গুদামের চাউলের বস্তার মাপ সঠিক নয়। মেঘনা উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল্লাহ মিয়া রতন শিকদার বলেন, আবদুর রহমান একজন সরকারি কর্মচারী হয়ে নিজে আমার কাছে দুর্যোগ মন্ত্রণালয়ের বরাদ্দকৃত চালের ডিও কেনার প্রস্তাব করেছেন। যা নিয়মবহির্ভূত। তিনি সরকারি কর্মকর্তা হয়ে ব্যবসায়ীর আচরণ করছেন। তার মতো দুর্নীতিপরায়ণ খাদ্য কর্মকর্তা আর দেখিনি। তার প্রত্যাহার দাবি করছি। হোমনার খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার আবদুর রহমান বলেন, তার বিরুদ্ধে আনীত সব অভিযোগ মিথ্যা ভিত্তিহীন। আমি কারও কাছ থেকে এক কেজি চাল এবং গমও কিনি না। এটা আমার বিরুদ্দে অপপ্রচার।

 

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর