চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় ঝড়ে ব্যাপক ক্ষতি হয়েছে। প্রায় ২০ মিনিটের ঝড়ে আম, কলা, ভুট্টাসহ কাঁচা-আধাপাকা বাড়িঘর ও দোকান ভেঙে গেছে। উড়ে গেছে টিনের ছাউনি। রবিবার রাত ৯টার দিকে এ ঝড়বৃষ্টি শুরু হয়। এ সময় গাছ ভেঙে রাস্তায় পড়লে যানবাহনসহ মানুষের চলাচল বন্ধ হয়ে যায়। ফায়ার সার্ভিস কর্মীরা রাস্তার গাছ সরিয়ে ফেললে চলাচল স্বাভাবিক হয়। ঝড়ে বেশি ক্ষতি হয়েছে আমের। কয়েক লাখ টাকার অপরিপক্ব আম পড়ে গেছে। ভোলাহাট কৃষি অফিস সূত্রে জানা যায়, উপজেলায় মোট ৩ হাজার ৬৬২ হেক্টর জমির আম বাগানের মধ্যে ১ হাজার ৪২৫ হেক্টর ঝড়ে আক্রান্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় ৪০ শতাংশ আম। আমের ক্ষতির পরিমাণ ২৭ কোটি ৩৬ লাখ টাকা বলে জানায় কৃষি বিভাগ। এ ছাড়া প্রায় ১৮ লাখ টাকার ভুট্টা ও ৬০ লাখ টাকার কলার ক্ষতি হয়েছে। ভোলাহাট সদর, গোহালবাড়ি ও দলদলী ইউনিয়নে ব্যাপক ক্ষতি হয়েছে ঘরবাড়ির। ঝড়ের কবলে পড়ে দলদলী ইউনিয়নের পোল্লাডাঙ্গা নামটোলা গ্রামের মহবুল হক, রেহেনা খাতুন, ঘোনটোলা গ্রামের জালাল, সেতারা, উলাডাঙ্গা গ্রামের কাদির আহত হন। এ ছাড়া ভোলাহাট আম ফাউন্ডেশন চত্বরে ১১০টি আড়তের মধ্যে ৬০-৭০টির টিন ও বেড়া উড়ে গেছে। এতে কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন আম ফাউন্ডেশন ভোলাহাটের সাধারণ সম্পাদক মুনসুর আলী। দলদলী ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক চুটু জানান, ঝড়ে আমের ব্যাপক ক্ষতি হয়েছে। বহু কাঁচা ঘর ভেঙে গেছে। গাছ উপড়ে পড়ে এবং ঘরের টিন উড়ে লোকজন আহত হয়েছেন। গোহালবাড়ী ইউপি চেয়ারম্যান ইয়াসিন আলী শাহ জানান, তার ইউনিয়নে ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বাড়িঘরের টিন উড়ে গেছে। এমনকি শত বছর বয়সী বট গাছও উপড়ে পড়েছে। অনেক পাকা ঘরের ছাদ ফেটে গেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে তাবাসসুম বলেন, ক্ষয়ক্ষতির পরিমাণ নিরুপণের জন্য তালিকা করার প্রক্রিয়া চলছে। তালিকা হাতে পেলে জেলা প্রশাসনের মাধ্যমে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা দেওয়া হবে।
শিরোনাম
- প্রধান উপদেষ্টার সঙ্গে জামায়াতের বৈঠক বুধবার
- গুপ্তচরবৃত্তির অভিযোগে পোল্যান্ডে অর্ধশতাধিক সন্দেহভাজন আটক
- আরও দুই জিম্মির মরদেহ ফেরত দিচ্ছে হামাস
- জুয়ার বিজ্ঞাপন প্রচার করলে বিনা নোটিশে বন্ধ হবে গণমাধ্যমের পোর্টাল : ফয়েজ আহমদ
- প্রথমবার মশা শনাক্ত হলো যেদেশে
- ফেসবুকে অপপ্রচারের অভিযোগে ফেনীতে বিএনপি নেতা বহিষ্কার
- প্রথমবারের মতো ফিফা টিডিএস ওয়ার্কশপ আয়োজন বাফুফে’র
- নাইক্ষ্যংছড়ি সীমান্তের ওপারে তীব্র গোলাগুলি, এপারে আতঙ্ক
- আরও ১৫ ফিলিস্তিনির মরদেহ ফেরত দিল ইসরায়েল
- সিটি কর্পোরেশন হচ্ছে সাভার, কেরানীগঞ্জ পৌরসভা
- ভারতের সঙ্গে ১০ চুক্তি ‘বাতিলের’ তথ্য সঠিক নয়: পররাষ্ট্র উপদেষ্টা
- ছাগলনাইয়ায় ধানের শীষের পথসভা অনুষ্ঠিত
- চট্টগ্রাম বন্দরে আমদানি-নিষিদ্ধ ৬০ টন ঘনচিনি জব্দ
- রাজশাহী স্টেশনে ঢালারচর এক্সপ্রেসের বগি লাইনচ্যুত
- সার্টিফিকেট নয়, দক্ষ মানবসম্পদ গড়াই বাউবির লক্ষ্য: উপাচার্য
- বাগেরহাটে উন্নত পদ্ধতিতে চিংড়ি চাষ ও খাদ্য ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা
- গাজা চুক্তি নিয়ে আলোচনা করতে ইসরায়েল যাচ্ছেন মিসরের গোয়েন্দা প্রধান
- নারায়ণগঞ্জে শহীদ জিয়া হল পুনঃনির্মাণের দাবি
- যুদ্ধবিরতি টিকিয়ে রাখতে ইসরায়েলে উড়ে গেলেন জেডি ভ্যান্স
- প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে যমুনায় বিএনপি প্রতিনিধি দল
চাঁপাইনবাবগঞ্জে ঝড়ে ব্যাপক ক্ষতি
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর