চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় ঝড়ে ব্যাপক ক্ষতি হয়েছে। প্রায় ২০ মিনিটের ঝড়ে আম, কলা, ভুট্টাসহ কাঁচা-আধাপাকা বাড়িঘর ও দোকান ভেঙে গেছে। উড়ে গেছে টিনের ছাউনি। রবিবার রাত ৯টার দিকে এ ঝড়বৃষ্টি শুরু হয়। এ সময় গাছ ভেঙে রাস্তায় পড়লে যানবাহনসহ মানুষের চলাচল বন্ধ হয়ে যায়। ফায়ার সার্ভিস কর্মীরা রাস্তার গাছ সরিয়ে ফেললে চলাচল স্বাভাবিক হয়। ঝড়ে বেশি ক্ষতি হয়েছে আমের। কয়েক লাখ টাকার অপরিপক্ব আম পড়ে গেছে। ভোলাহাট কৃষি অফিস সূত্রে জানা যায়, উপজেলায় মোট ৩ হাজার ৬৬২ হেক্টর জমির আম বাগানের মধ্যে ১ হাজার ৪২৫ হেক্টর ঝড়ে আক্রান্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় ৪০ শতাংশ আম। আমের ক্ষতির পরিমাণ ২৭ কোটি ৩৬ লাখ টাকা বলে জানায় কৃষি বিভাগ। এ ছাড়া প্রায় ১৮ লাখ টাকার ভুট্টা ও ৬০ লাখ টাকার কলার ক্ষতি হয়েছে। ভোলাহাট সদর, গোহালবাড়ি ও দলদলী ইউনিয়নে ব্যাপক ক্ষতি হয়েছে ঘরবাড়ির। ঝড়ের কবলে পড়ে দলদলী ইউনিয়নের পোল্লাডাঙ্গা নামটোলা গ্রামের মহবুল হক, রেহেনা খাতুন, ঘোনটোলা গ্রামের জালাল, সেতারা, উলাডাঙ্গা গ্রামের কাদির আহত হন। এ ছাড়া ভোলাহাট আম ফাউন্ডেশন চত্বরে ১১০টি আড়তের মধ্যে ৬০-৭০টির টিন ও বেড়া উড়ে গেছে। এতে কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন আম ফাউন্ডেশন ভোলাহাটের সাধারণ সম্পাদক মুনসুর আলী। দলদলী ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক চুটু জানান, ঝড়ে আমের ব্যাপক ক্ষতি হয়েছে। বহু কাঁচা ঘর ভেঙে গেছে। গাছ উপড়ে পড়ে এবং ঘরের টিন উড়ে লোকজন আহত হয়েছেন। গোহালবাড়ী ইউপি চেয়ারম্যান ইয়াসিন আলী শাহ জানান, তার ইউনিয়নে ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বাড়িঘরের টিন উড়ে গেছে। এমনকি শত বছর বয়সী বট গাছও উপড়ে পড়েছে। অনেক পাকা ঘরের ছাদ ফেটে গেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে তাবাসসুম বলেন, ক্ষয়ক্ষতির পরিমাণ নিরুপণের জন্য তালিকা করার প্রক্রিয়া চলছে। তালিকা হাতে পেলে জেলা প্রশাসনের মাধ্যমে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা দেওয়া হবে।
শিরোনাম
- তিন রাজস্ব আইনের ইংরেজি সংস্করণের গেজেট প্রকাশ
- রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৪
- শনিবার ঢাকায় আসছেন ভুটানের প্রধানমন্ত্রী
- উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত
- হাসিনা পালানোতেই তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফিরে এলো : জয়নুল আবেদীন
- পুলিশের মনোবল ভাঙার চেষ্টা করবেন না : ডিএমপি কমিশনার
- গাজায় ৪০ হাজার শিশুকে টিকা দিবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা
- ১৩ লাখ রোহিঙ্গার ভার আর বহন করা সম্ভব নয়: জাতিসংঘে বাংলাদেশ
- মার্কিন নির্বাচনে হামলার পরিকল্পনায় আফগান নাগরিকের ১৫ বছরের দণ্ড
- নারীদের নিরাপত্তা ও সুরক্ষায় ৫ প্রতিশ্রুতি তারেক রহমানের
- ‘শততম’ ম্যাচে শতক হাঁকালেন লিটনও
- শুক্রবার মামদানির সঙ্গে বৈঠকে বসছেন ট্রাম্প
- বায়ুদূষণের শীর্ষে দিল্লি, ঢাকার অবস্থান কত?
- তিন নির্বাহী ম্যাজিস্ট্রেট চাকরিচ্যুত
- মুশফিক ছাড়াও শততম টেস্টে শতক হাঁকিয়েছেন যারা
- শততম টেস্টে শতক হাঁকালেন মুশফিক
- প্রথম মরক্কান হিসেবে আফ্রিকার বর্ষসেরা হাকিমি
- ভারতকে হারিয়ে র্যাঙ্কিংয়ে তিন ধাপ এগুলো বাংলাদেশ
- ভারতের সঙ্গে পূর্ণমাত্রায় যুদ্ধ শুরুর আশঙ্কা পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
- জাতীয় পুনর্জাগরণের নেতা
চাঁপাইনবাবগঞ্জে ঝড়ে ব্যাপক ক্ষতি
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর