চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় ঝড়ে ব্যাপক ক্ষতি হয়েছে। প্রায় ২০ মিনিটের ঝড়ে আম, কলা, ভুট্টাসহ কাঁচা-আধাপাকা বাড়িঘর ও দোকান ভেঙে গেছে। উড়ে গেছে টিনের ছাউনি। রবিবার রাত ৯টার দিকে এ ঝড়বৃষ্টি শুরু হয়। এ সময় গাছ ভেঙে রাস্তায় পড়লে যানবাহনসহ মানুষের চলাচল বন্ধ হয়ে যায়। ফায়ার সার্ভিস কর্মীরা রাস্তার গাছ সরিয়ে ফেললে চলাচল স্বাভাবিক হয়। ঝড়ে বেশি ক্ষতি হয়েছে আমের। কয়েক লাখ টাকার অপরিপক্ব আম পড়ে গেছে। ভোলাহাট কৃষি অফিস সূত্রে জানা যায়, উপজেলায় মোট ৩ হাজার ৬৬২ হেক্টর জমির আম বাগানের মধ্যে ১ হাজার ৪২৫ হেক্টর ঝড়ে আক্রান্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় ৪০ শতাংশ আম। আমের ক্ষতির পরিমাণ ২৭ কোটি ৩৬ লাখ টাকা বলে জানায় কৃষি বিভাগ। এ ছাড়া প্রায় ১৮ লাখ টাকার ভুট্টা ও ৬০ লাখ টাকার কলার ক্ষতি হয়েছে। ভোলাহাট সদর, গোহালবাড়ি ও দলদলী ইউনিয়নে ব্যাপক ক্ষতি হয়েছে ঘরবাড়ির। ঝড়ের কবলে পড়ে দলদলী ইউনিয়নের পোল্লাডাঙ্গা নামটোলা গ্রামের মহবুল হক, রেহেনা খাতুন, ঘোনটোলা গ্রামের জালাল, সেতারা, উলাডাঙ্গা গ্রামের কাদির আহত হন। এ ছাড়া ভোলাহাট আম ফাউন্ডেশন চত্বরে ১১০টি আড়তের মধ্যে ৬০-৭০টির টিন ও বেড়া উড়ে গেছে। এতে কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন আম ফাউন্ডেশন ভোলাহাটের সাধারণ সম্পাদক মুনসুর আলী। দলদলী ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক চুটু জানান, ঝড়ে আমের ব্যাপক ক্ষতি হয়েছে। বহু কাঁচা ঘর ভেঙে গেছে। গাছ উপড়ে পড়ে এবং ঘরের টিন উড়ে লোকজন আহত হয়েছেন। গোহালবাড়ী ইউপি চেয়ারম্যান ইয়াসিন আলী শাহ জানান, তার ইউনিয়নে ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বাড়িঘরের টিন উড়ে গেছে। এমনকি শত বছর বয়সী বট গাছও উপড়ে পড়েছে। অনেক পাকা ঘরের ছাদ ফেটে গেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে তাবাসসুম বলেন, ক্ষয়ক্ষতির পরিমাণ নিরুপণের জন্য তালিকা করার প্রক্রিয়া চলছে। তালিকা হাতে পেলে জেলা প্রশাসনের মাধ্যমে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা দেওয়া হবে।
শিরোনাম
- টুঙ্গিপাড়ায় সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগের ৪৬ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
- রাজশাহীতে মাদকসহ ৬ কারবারি গ্রেপ্তার
- ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১০৪৫ মামলা
- ৪৮ ঘন্টার জন্য দেশের জ্বালানি কূপগুলোতে ড্রিলিং কার্যক্রম বন্ধ
- হবিগঞ্জে কৃষককে কুপিয়ে হত্যা
- শেখ হাসিনা-রেহানার মামলার যুক্তিতর্ক ২৫ নভেম্বর
- রণবীরের সঙ্গে ট্রাম্পের হবু পুত্রবধূর নাচের ভিডিও ভাইরাল
- বড় ভূমিকম্প মোকাবিলায় কী পরিস্থিতি হবে, বলা যায় না : স্বরাষ্ট্র উপদেষ্টা
- নির্বাচন পরিচালনায় সহযোগিতা করতে প্রস্তুত কমনওয়েলথভুক্ত ৫৬ দেশ
- বিসিএস পরীক্ষা পেছানোর দাবিতে ট্রেন আটকে রাখল শিক্ষার্থীরা
- সব ধরনের কাউন্টার সেবা বন্ধ করলো বাংলাদেশ ব্যাংক
- শীতের দিনেও ব্যায়াম, যা খেয়াল রাখা জরুরি
- প্রশাসন আমাদের কথায় উঠবে, আমাদের কথায় বসবে: জামায়াত নেতা শাহাজাহান
- মুখে বলিরেখা সমস্যার প্রাকৃতিক সমাধান
- বিশ্বকাপ : বাংলাদেশের সামনে পড়তে পারে ইতালি
- শুল্কের হুমকি দিয়ে আট যুদ্ধের পাঁচটিই থামিয়েছি: ট্রাম্প
- নির্বাচনী হলফনামায় বিদেশি সম্পদের বিবরণীও বাধ্যতামূলক: দুদক চেয়ারম্যান
- হল ছাড়তে শুরু করেছেন ঢাবি শিক্ষার্থীরা
- ভারতীয় খাসিয়াদের গুলিতে প্রাণ গেল সিলেটের যুবকের
- বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার
চাঁপাইনবাবগঞ্জে ঝড়ে ব্যাপক ক্ষতি
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর