চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় ঝড়ে ব্যাপক ক্ষতি হয়েছে। প্রায় ২০ মিনিটের ঝড়ে আম, কলা, ভুট্টাসহ কাঁচা-আধাপাকা বাড়িঘর ও দোকান ভেঙে গেছে। উড়ে গেছে টিনের ছাউনি। রবিবার রাত ৯টার দিকে এ ঝড়বৃষ্টি শুরু হয়। এ সময় গাছ ভেঙে রাস্তায় পড়লে যানবাহনসহ মানুষের চলাচল বন্ধ হয়ে যায়। ফায়ার সার্ভিস কর্মীরা রাস্তার গাছ সরিয়ে ফেললে চলাচল স্বাভাবিক হয়। ঝড়ে বেশি ক্ষতি হয়েছে আমের। কয়েক লাখ টাকার অপরিপক্ব আম পড়ে গেছে। ভোলাহাট কৃষি অফিস সূত্রে জানা যায়, উপজেলায় মোট ৩ হাজার ৬৬২ হেক্টর জমির আম বাগানের মধ্যে ১ হাজার ৪২৫ হেক্টর ঝড়ে আক্রান্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় ৪০ শতাংশ আম। আমের ক্ষতির পরিমাণ ২৭ কোটি ৩৬ লাখ টাকা বলে জানায় কৃষি বিভাগ। এ ছাড়া প্রায় ১৮ লাখ টাকার ভুট্টা ও ৬০ লাখ টাকার কলার ক্ষতি হয়েছে। ভোলাহাট সদর, গোহালবাড়ি ও দলদলী ইউনিয়নে ব্যাপক ক্ষতি হয়েছে ঘরবাড়ির। ঝড়ের কবলে পড়ে দলদলী ইউনিয়নের পোল্লাডাঙ্গা নামটোলা গ্রামের মহবুল হক, রেহেনা খাতুন, ঘোনটোলা গ্রামের জালাল, সেতারা, উলাডাঙ্গা গ্রামের কাদির আহত হন। এ ছাড়া ভোলাহাট আম ফাউন্ডেশন চত্বরে ১১০টি আড়তের মধ্যে ৬০-৭০টির টিন ও বেড়া উড়ে গেছে। এতে কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন আম ফাউন্ডেশন ভোলাহাটের সাধারণ সম্পাদক মুনসুর আলী। দলদলী ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক চুটু জানান, ঝড়ে আমের ব্যাপক ক্ষতি হয়েছে। বহু কাঁচা ঘর ভেঙে গেছে। গাছ উপড়ে পড়ে এবং ঘরের টিন উড়ে লোকজন আহত হয়েছেন। গোহালবাড়ী ইউপি চেয়ারম্যান ইয়াসিন আলী শাহ জানান, তার ইউনিয়নে ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বাড়িঘরের টিন উড়ে গেছে। এমনকি শত বছর বয়সী বট গাছও উপড়ে পড়েছে। অনেক পাকা ঘরের ছাদ ফেটে গেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে তাবাসসুম বলেন, ক্ষয়ক্ষতির পরিমাণ নিরুপণের জন্য তালিকা করার প্রক্রিয়া চলছে। তালিকা হাতে পেলে জেলা প্রশাসনের মাধ্যমে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা দেওয়া হবে।
শিরোনাম
- হামজাদের জন্য দুই কোটি টাকা বোনাস ঘোষণা করলেন ক্রীড়া উপদেষ্টা
- ১৩০০ কোটি আয়, বক্স অফিসে রাশমিকার রাজত্ব
- যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থী ভর্তি কমেছে ১৭ শতাংশ, বেশি ক্ষতি ভারতের
- দক্ষিণ আফ্রিকা নিতে ফিলিস্তিনিদের কাছে ২ হাজার ডলার করে নিয়েছে রহস্যময় সংস্থা
- ট্রাম্পের আমন্ত্রণে রোনালদো, একই দিনে আসছেন সৌদি যুবরাজ
- ভারতকে হারিয়ে ২২ বছরের আক্ষেপ ঘোচালো বাংলাদেশ
- বাংলাদেশ ব্যাংকের মতিঝিল কার্যালয়ে সঞ্চয়পত্র বিক্রি ও ছেঁড়া নোট বদল বন্ধ
- হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় তার কৃতকর্মের ফল : প্রিন্স
- ‘ফ্যাসিস্ট হাসিনার পতন দেখে যেতে পারেননি মওদুদ, এটা দুঃখজনক’
- ফেব্রুয়ারির প্রথমার্ধে সুষ্ঠু নির্বাচন আয়োজনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধান উপদেষ্টা
- রাজধানীর কুড়াতলীতে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট
- হাসিনার পক্ষে অবস্থানকারী শিক্ষকদের চাকরিচ্যুতের দাবি চার বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের
- জার্মানিকে উড়িয়ে টানা দ্বিতীয় জয় বাংলাদেশের
- যুক্তরাষ্ট্রের স্বার্থের পরিপন্থি তৎপরতায় লিপ্ত ৮০ হাজার বিদেশীর ভিসা বাতিল
- ট্রাম্পের শুল্ক সত্ত্বেও যুক্তরাষ্ট্রে ভারতের রপ্তানি বেড়েছে ১৪ শতাংশ
- ঢাবির সেই ডেপুটি রেজিস্ট্রার কারাগারে
- রংপুর সদর আসনে বিএনপির সামু’র নির্বাচনী প্রচারণা
- বগুড়ার সাবেক ডিসির বিরুদ্ধে চাকরিপ্রার্থীর মামলা
- নারায়ণগঞ্জে যৌথ অভিযানে ৩ কোটি টাকার চায়না দুয়ারি জাল জব্দ
- চট্টগ্রামে শিশু ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেপ্তার
চাঁপাইনবাবগঞ্জে ঝড়ে ব্যাপক ক্ষতি
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর