চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় ঝড়ে ব্যাপক ক্ষতি হয়েছে। প্রায় ২০ মিনিটের ঝড়ে আম, কলা, ভুট্টাসহ কাঁচা-আধাপাকা বাড়িঘর ও দোকান ভেঙে গেছে। উড়ে গেছে টিনের ছাউনি। রবিবার রাত ৯টার দিকে এ ঝড়বৃষ্টি শুরু হয়। এ সময় গাছ ভেঙে রাস্তায় পড়লে যানবাহনসহ মানুষের চলাচল বন্ধ হয়ে যায়। ফায়ার সার্ভিস কর্মীরা রাস্তার গাছ সরিয়ে ফেললে চলাচল স্বাভাবিক হয়। ঝড়ে বেশি ক্ষতি হয়েছে আমের। কয়েক লাখ টাকার অপরিপক্ব আম পড়ে গেছে। ভোলাহাট কৃষি অফিস সূত্রে জানা যায়, উপজেলায় মোট ৩ হাজার ৬৬২ হেক্টর জমির আম বাগানের মধ্যে ১ হাজার ৪২৫ হেক্টর ঝড়ে আক্রান্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় ৪০ শতাংশ আম। আমের ক্ষতির পরিমাণ ২৭ কোটি ৩৬ লাখ টাকা বলে জানায় কৃষি বিভাগ। এ ছাড়া প্রায় ১৮ লাখ টাকার ভুট্টা ও ৬০ লাখ টাকার কলার ক্ষতি হয়েছে। ভোলাহাট সদর, গোহালবাড়ি ও দলদলী ইউনিয়নে ব্যাপক ক্ষতি হয়েছে ঘরবাড়ির। ঝড়ের কবলে পড়ে দলদলী ইউনিয়নের পোল্লাডাঙ্গা নামটোলা গ্রামের মহবুল হক, রেহেনা খাতুন, ঘোনটোলা গ্রামের জালাল, সেতারা, উলাডাঙ্গা গ্রামের কাদির আহত হন। এ ছাড়া ভোলাহাট আম ফাউন্ডেশন চত্বরে ১১০টি আড়তের মধ্যে ৬০-৭০টির টিন ও বেড়া উড়ে গেছে। এতে কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন আম ফাউন্ডেশন ভোলাহাটের সাধারণ সম্পাদক মুনসুর আলী। দলদলী ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক চুটু জানান, ঝড়ে আমের ব্যাপক ক্ষতি হয়েছে। বহু কাঁচা ঘর ভেঙে গেছে। গাছ উপড়ে পড়ে এবং ঘরের টিন উড়ে লোকজন আহত হয়েছেন। গোহালবাড়ী ইউপি চেয়ারম্যান ইয়াসিন আলী শাহ জানান, তার ইউনিয়নে ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বাড়িঘরের টিন উড়ে গেছে। এমনকি শত বছর বয়সী বট গাছও উপড়ে পড়েছে। অনেক পাকা ঘরের ছাদ ফেটে গেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে তাবাসসুম বলেন, ক্ষয়ক্ষতির পরিমাণ নিরুপণের জন্য তালিকা করার প্রক্রিয়া চলছে। তালিকা হাতে পেলে জেলা প্রশাসনের মাধ্যমে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা দেওয়া হবে।
শিরোনাম
- দুই সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে নতুন পরিচালক
- সৌদির এফ-৩৫ পাওয়া নিয়ে ইসরায়েল কেন উদ্বিগ্ন?
- সহজ জয়ে বিশ্বকাপের মূল পর্বে নেদারল্যান্ডস
- সেই পিয়ন জাহাঙ্গীরের স্ত্রীর আয়কর নথি জব্দের আদেশ
- ট্রাইব্যুনাল এলাকায় আজও কঠোর নিরাপত্তা
- বড় জয়ে বিশ্বকাপ নিশ্চিত করলো জার্মানি
- জাতিসংঘের গাজা প্রস্তাব ফিলিস্তিনিদের অধিকার পূরণে ব্যর্থ : হামাস
- বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার
- লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭০ বাংলাদেশি
- আরাকান আর্মির অতর্কিত হামলায় ৩০ মিয়ানমার সেনা নিহত
- বাংলাদেশ-ভারত মর্যাদার লড়াই : কখন কোথায় কিভাবে দেখা যাবে
- ১৫ মাসে অন্তর্বর্তী সরকার যা করেছে, অতীতে কেউ করতে পারেনি : প্রেস সচিব
- শেখ হাসিনার মৃত্যুদণ্ড ‘খুবই উদ্বেগজনক’ ঘটনা: শশী থারুর
- পারমাণবিক শক্তি অর্জনের পথে সৌদি আরব?
- সরকারের সমালোচনা: ভেনেজুয়েলায় নারী চিকিৎসকের ৩০ বছরের কারাদণ্ড
- রুশ ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে হতাহত ১৮
- শেখ হাসিনার বিরুদ্ধে আরও যেসব মামলা আছে ট্রাইব্যুনালে
- শেখ হাসিনার রায় নিয়ে যা বলল জাতিসংঘ
- গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনে জাতিসংঘের অনুমোদন, হামাসের প্রত্যাখ্যান
- আমার ছেলের খুনীর ফাঁসি যেন দেখে যেতে পারি: আবু সাঈদের বাবা
চাঁপাইনবাবগঞ্জে ঝড়ে ব্যাপক ক্ষতি
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর