নাটোরের লালপুরে শিক্ষককে লাঞ্ছনার প্রতিবাদ ও অভিযুক্ত বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতির অপসারণ দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। উপজেলার এবি ইউনিয়নের বরমহাটী সমবায় উচ্চবিদ্যালয়ে এ ঘটনা ঘটে। শিক্ষার্থীরা জানান, গত রবিবার সহকারী শিক্ষক ফরহাদ হোসেনকে ম্যানেজিং কমিটির সভাপতি রাজু আহমেদ মারধর করেন।