দেশের বিভিন্ন এলাকায় সড়ক দুর্ঘটনায় দুই কলেজছাত্রসহ ছয়জন নিহত হয়েছেন। বুধবার রাত থেকে গতকাল দুপুর পর্যন্ত এ দুর্ঘটনা ঘটে।
কুষ্টিয়া : খোকসায় কলেজ শেষে ঘুরতে বের হয়ে যাত্রীবাহী বাসের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী দুই ছাত্র নিহত হয়েছেন। গতকাল দুপুরে কুষ্টিয়া-রাজবাড়ী সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন শোমসপুর আবু তালেব ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ছাত্র আবু মুছা (১৮) ও পারভেজ হোসেন (১৮)। ঝালকাঠি : ঝালকাঠি-বরিশাল আঞ্চলিক সড়কে ষাট পাকিয়া এলাকায় সকালে গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। নিহত মামুন (৪৫) নলছিটি উপজেলার বাসিন্দা। মেহেরপুর : গাংনীতে শ্যালো ইঞ্জিনচালিত গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে সাজ্জাদ হোসেন (১৪) নামে এক কিশোর নিহত ও একজন আহত হয়েছেন দিনাজপুর : বুধবার রাতে চিরিরবন্দর-রানীরবন্দর সড়কে ট্রাক্টরকে পেছন দিকে মোটরসাইকেল নিহত হয়েছেন মোটরসাইকেল চালক রিপন (১৮)। কুড়িগ্রাম : ফুলবাড়ীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে আলম বাদশা (৩২) নামে এক চালকের মৃত্যু হয়েছে।