প্রতিষ্ঠার পর থেকে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে মনোহরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কার্যক্রম। উপজেলায় সরকারি একমাত্র হাসপাতালটিতে স্বাস্থ্যসেবার মান বৃদ্ধি পেলেও এখনো রয়ে গেছে নানা সমস্যা। এতে কাক্সিক্ষত সেবাবঞ্চিত রোগীরা। হাসপাতালটিকে দ্রুত ৩১ থেকে ৫০ শয্যায় উন্নীত করার পাশাপাশি পূর্ণাঙ্গ স্বাস্থ্যসেবার দাবি জানিয়েছেন উপজেলাবাসী। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ২০০৬ সালে ৩১ শয্যাবিশিষ্ট মনোহরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। মামলা জটিলতায় ও নির্মাণকাজে ধীরগতির কারণে নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্ন না হওয়ায় স্বাস্থ্যসেবা নিয়ে বছরের পর বছর বিড়ম্বনায় পড়তে হয় উপজেলাবাসীকে। ভিত্তিপ্রস্তর স্থাপনের প্রায় ১০ বছর পর ২০১৬ সালের ২ মার্চ স্বাস্থ্যসেবা কার্যক্রম (আউটডোর) বহির্বিভাগ, ২০১৮ সালের ২২ এপ্রিল ইনডোর (আন্তবিভাগ) উদ্বোধন করেন তৎকালীন সংসদ সদস্য ও বর্তমান স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম। করোকালীন অক্সিজেন সংকটে রোগীদের সুবিধার্থে ২০২১ সালের ৩০ জুলাই নিজস্ব অর্থায়নে সেন্ট্রাল অক্সিজেন প্লান্টও উদ্বোধন করেন তিনি। ৩ লক্ষাধিক জনপদের এ উপজেলায় হাসপাতালটি এ অঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবার একমাত্র ভরসা। হাসপাতালটিতে স্বাস্থ্যসেবার মান বৃদ্ধি পেলেও প্রয়োজনীয় শয্যা না থাকার পাশাপাশি নানা সমস্যায় রোগীরা পূর্ণাঙ্গ সেবাবঞ্চিত। ভিত্তিপ্রস্তর স্থাপনের প্রায় দেড় যুগ পার হলেও মামলা জটিলতায় নির্মাণ হয়নি স্বাস্থ্য কমপ্লেক্সটির অগ্রভাগের সীমানা প্রাচীর। ফলে রাতের বেলা অরক্ষিত থাকে গোটা হাসপাতাল এলাকা। পর্যাপ্ত নিরাপত্তা সংকট উল্লেখ করে নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন কর্মকর্তা রাতের বেলা নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেন। তাছাড়া স্বাস্থ্য কমপ্লেক্সটিতে নেই প্রয়োজনীয় সারঞ্জামাদি। জনবল সংকটে ব্যাহত হচ্ছে স্বাস্থ্যসেবা কার্যক্রম। এদিকে, জলাঞ্চলখ্যাত মনোহরগঞ্জ উপজেলার মানুষের শতভাগ স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে স্থানীয় সরকারমন্ত্রী ইতোমধ্যে স্বাস্থ্য কমপ্লেক্সটি ৩১ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নীত করার বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন।
শিরোনাম
- চাকসুর নতুন ভিপি-জিএস শিবিরের, এজিএস ছাত্রদলের
- ভারতের ত্রিপুরায় তিন বাংলাদেশিকে নির্মমভাবে হত্যা
- ১ ও ২ টাকার কয়েন নিয়ে নতুন যে নির্দেশনা দিলো বাংলাদেশ ব্যাংক
- চিকিৎসকদের পরামর্শে হাসপাতালে ভর্তি খালেদা জিয়া
- পাকিস্তান ও আফগানিস্তান ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতিতে সম্মত: ইসলামাবাদ
- আরও ৪৫ ফিলিস্তিনির মরদেহ ফেরত দিল ইসরায়েল
- ইস্ট বেঙ্গল রেজিমেন্ট ও আর্মার্ড কোরের রিক্রুট ব্যাচের কুচকাওয়াজ অনুষ্ঠিত
- সশস্ত্র ডাকাতির দায়ে ইরানে তিনজনের মৃত্যুদণ্ড কার্যকর
- সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিয়োগ পেলেন ১১১ প্রধান শিক্ষক
- চলতি মাসেই মসজিদ ব্যবস্থাপনা নীতিমালার গেজেট : ধর্ম উপদেষ্টা
- জুলাই সনদে স্বাক্ষর করব, তবে ‘নোট অব ডিসেন্ট’ উল্লেখ থাকতে হবে
- রেলওয়ের ১৮ কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা
- আসাদকে হস্তান্তরে মস্কোকে অনুরোধ করবে সিরিয়ার প্রেসিডেন্ট
- হেলিকপ্টার থেকে গুলির নির্দেশ দেন হাসিনা, তা প্রমাণিত : চিফ প্রসিকিউটর
- ওডেসার মেয়রের নাগরিকত্ব কেড়ে নিলেন জেলেনস্কি
- পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা
- ‘আমরা আশাবাদী আনন্দমুখর পরিবেশে জুলাই সনদে স্বাক্ষর হবে’
- রাশিয়ার সঙ্গে সম্পর্ক পুনরুদ্ধার করতে চান সিরিয়ার নতুন প্রেসিডেন্ট
- এইচএসসি পরীক্ষার ফল কাল : যেভাবে রেজাল্ট জানবেন
- সাবেক পুলিশ কমিশনার সাইফুলকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ
খুঁড়িয়ে চলছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স
ফারুক আল শারাহ, লাকসাম
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর