প্রতিষ্ঠার পর থেকে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে মনোহরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কার্যক্রম। উপজেলায় সরকারি একমাত্র হাসপাতালটিতে স্বাস্থ্যসেবার মান বৃদ্ধি পেলেও এখনো রয়ে গেছে নানা সমস্যা। এতে কাক্সিক্ষত সেবাবঞ্চিত রোগীরা। হাসপাতালটিকে দ্রুত ৩১ থেকে ৫০ শয্যায় উন্নীত করার পাশাপাশি পূর্ণাঙ্গ স্বাস্থ্যসেবার দাবি জানিয়েছেন উপজেলাবাসী। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ২০০৬ সালে ৩১ শয্যাবিশিষ্ট মনোহরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। মামলা জটিলতায় ও নির্মাণকাজে ধীরগতির কারণে নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্ন না হওয়ায় স্বাস্থ্যসেবা নিয়ে বছরের পর বছর বিড়ম্বনায় পড়তে হয় উপজেলাবাসীকে। ভিত্তিপ্রস্তর স্থাপনের প্রায় ১০ বছর পর ২০১৬ সালের ২ মার্চ স্বাস্থ্যসেবা কার্যক্রম (আউটডোর) বহির্বিভাগ, ২০১৮ সালের ২২ এপ্রিল ইনডোর (আন্তবিভাগ) উদ্বোধন করেন তৎকালীন সংসদ সদস্য ও বর্তমান স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম। করোকালীন অক্সিজেন সংকটে রোগীদের সুবিধার্থে ২০২১ সালের ৩০ জুলাই নিজস্ব অর্থায়নে সেন্ট্রাল অক্সিজেন প্লান্টও উদ্বোধন করেন তিনি। ৩ লক্ষাধিক জনপদের এ উপজেলায় হাসপাতালটি এ অঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবার একমাত্র ভরসা। হাসপাতালটিতে স্বাস্থ্যসেবার মান বৃদ্ধি পেলেও প্রয়োজনীয় শয্যা না থাকার পাশাপাশি নানা সমস্যায় রোগীরা পূর্ণাঙ্গ সেবাবঞ্চিত। ভিত্তিপ্রস্তর স্থাপনের প্রায় দেড় যুগ পার হলেও মামলা জটিলতায় নির্মাণ হয়নি স্বাস্থ্য কমপ্লেক্সটির অগ্রভাগের সীমানা প্রাচীর। ফলে রাতের বেলা অরক্ষিত থাকে গোটা হাসপাতাল এলাকা। পর্যাপ্ত নিরাপত্তা সংকট উল্লেখ করে নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন কর্মকর্তা রাতের বেলা নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেন। তাছাড়া স্বাস্থ্য কমপ্লেক্সটিতে নেই প্রয়োজনীয় সারঞ্জামাদি। জনবল সংকটে ব্যাহত হচ্ছে স্বাস্থ্যসেবা কার্যক্রম। এদিকে, জলাঞ্চলখ্যাত মনোহরগঞ্জ উপজেলার মানুষের শতভাগ স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে স্থানীয় সরকারমন্ত্রী ইতোমধ্যে স্বাস্থ্য কমপ্লেক্সটি ৩১ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নীত করার বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন।
শিরোনাম
- বিএনপির রাজনীতিতে সব ধর্মের প্রতি সম্মান আছে : এ্যানী
- আমরা কোন রাজনীতির কথা ভাবছি
- রাজধানীতে বায়তুল মোকাররম মসজিদের সামনে বৈদ্যুতিক খুঁটিতে আগুন, পুড়ল দোকান
- ঢাকায় ভূমিকম্পে জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রের সমবেদনা
- ভূমিকম্পে ঢাকায় ক্ষতিগ্রস্ত ভবনের তালিকা প্রকাশ
- নারায়ণগঞ্জ জেলায় ভূমিকম্পে শিশুর মৃত্যু, আহত ২৪
- যাত্রাবাড়ীতে নবীউল্লাহ নবীর গণসংযোগ
- রাজধানীতে পরিবার পরিকল্পনা কর্মীদের অবস্থান কর্মসূচি
- ‘তথ্য প্রমাণের ভিত্তিতে হাসিনার বিচার হয়েছে, তবে আপিলের সুযোগ আছে’
- পোস্টাল ভোটিং: দুই দিনে সাড়ে ৬ হাজার নিবন্ধন
- একসঙ্গে সহকারী অধ্যাপক হলেন ১৮৭০ শিক্ষক
- হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন সতর্কবার্তা
- ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদী জেলায় যে ক্ষয়ক্ষতি হয়েছে
- রাজশাহীতে বদ্ধ ঘর থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার
- ‘ঢাকার পুরনো ভবনগুলোর ৯০ শতাংশ বিল্ডিং কোড না মেনে নির্মিত’
- ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১০
- ধানের শীষে দেশের মানুষের আস্থা রয়েছে: দুলু
- ডেঙ্গুতে মৃত্যুহীন দিনে হাসপাতালে আরও ৪৩৬ জন
- যেভাবে স্মার্টফোনেই মিলবে ভূমিকম্পের সতর্কবার্তা
- এমন ভূমিকম্প আগে কখনও অনুভব করিনি : ফারুকী
খুঁড়িয়ে চলছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স
ফারুক আল শারাহ, লাকসাম
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর