প্রতিষ্ঠার পর থেকে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে মনোহরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কার্যক্রম। উপজেলায় সরকারি একমাত্র হাসপাতালটিতে স্বাস্থ্যসেবার মান বৃদ্ধি পেলেও এখনো রয়ে গেছে নানা সমস্যা। এতে কাক্সিক্ষত সেবাবঞ্চিত রোগীরা। হাসপাতালটিকে দ্রুত ৩১ থেকে ৫০ শয্যায় উন্নীত করার পাশাপাশি পূর্ণাঙ্গ স্বাস্থ্যসেবার দাবি জানিয়েছেন উপজেলাবাসী। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ২০০৬ সালে ৩১ শয্যাবিশিষ্ট মনোহরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। মামলা জটিলতায় ও নির্মাণকাজে ধীরগতির কারণে নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্ন না হওয়ায় স্বাস্থ্যসেবা নিয়ে বছরের পর বছর বিড়ম্বনায় পড়তে হয় উপজেলাবাসীকে। ভিত্তিপ্রস্তর স্থাপনের প্রায় ১০ বছর পর ২০১৬ সালের ২ মার্চ স্বাস্থ্যসেবা কার্যক্রম (আউটডোর) বহির্বিভাগ, ২০১৮ সালের ২২ এপ্রিল ইনডোর (আন্তবিভাগ) উদ্বোধন করেন তৎকালীন সংসদ সদস্য ও বর্তমান স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম। করোকালীন অক্সিজেন সংকটে রোগীদের সুবিধার্থে ২০২১ সালের ৩০ জুলাই নিজস্ব অর্থায়নে সেন্ট্রাল অক্সিজেন প্লান্টও উদ্বোধন করেন তিনি। ৩ লক্ষাধিক জনপদের এ উপজেলায় হাসপাতালটি এ অঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবার একমাত্র ভরসা। হাসপাতালটিতে স্বাস্থ্যসেবার মান বৃদ্ধি পেলেও প্রয়োজনীয় শয্যা না থাকার পাশাপাশি নানা সমস্যায় রোগীরা পূর্ণাঙ্গ সেবাবঞ্চিত। ভিত্তিপ্রস্তর স্থাপনের প্রায় দেড় যুগ পার হলেও মামলা জটিলতায় নির্মাণ হয়নি স্বাস্থ্য কমপ্লেক্সটির অগ্রভাগের সীমানা প্রাচীর। ফলে রাতের বেলা অরক্ষিত থাকে গোটা হাসপাতাল এলাকা। পর্যাপ্ত নিরাপত্তা সংকট উল্লেখ করে নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন কর্মকর্তা রাতের বেলা নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেন। তাছাড়া স্বাস্থ্য কমপ্লেক্সটিতে নেই প্রয়োজনীয় সারঞ্জামাদি। জনবল সংকটে ব্যাহত হচ্ছে স্বাস্থ্যসেবা কার্যক্রম। এদিকে, জলাঞ্চলখ্যাত মনোহরগঞ্জ উপজেলার মানুষের শতভাগ স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে স্থানীয় সরকারমন্ত্রী ইতোমধ্যে স্বাস্থ্য কমপ্লেক্সটি ৩১ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নীত করার বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন।
শিরোনাম
- তাইপেকে হারিয়ে টানা দ্বিতীয় শিরোপা ঘরে তুললো ভারত
- খাগড়াছড়িতে সুশীল সমাজের নেতৃবৃন্দের সাথে নতুন ডিসির মতবিনিময়
- কুয়ালালামপুরে অভিযানে বাংলাদেশিসহ আটক ১২৪ অভিবাসী
- সবুজে মোড়া বরজ, তবুও হতাশা কাটছে না পান চাষিদের
- শ্রম আইন সংশোধনকে স্বাগত জানালো যুক্তরাষ্ট্র
- গোপালগঞ্জে চেয়ারম্যানদের নিয়ে ২ দিনব্যাপী গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ
- সালমান এফ রহমান ও তার স্বার্থ সংশ্লিষ্টদের ১২ একর জমি জব্দ
- রাজধানীতে ঝুঁকিপূর্ণ ৩০০ ভবন চিহ্নিত : রাজউক চেয়ারম্যান
- তাপস ও তার সন্তানদের ২১টি ব্যাংক হিসাব অবরুদ্ধ
- যুক্তরাষ্ট্র-কানাডাসহ ১৬ দেশে মধ্যরাত থেকে ভোটার নিবন্ধন শুরু
- ‘পুলিশ ও সিভিল প্রশাসন প্রজাতন্ত্রের কর্মচারী, ব্যক্তিগত নয়’
- চট্টগ্রামে হত্যা মামলার আসামি গ্রেপ্তার
- সাবেক এলজিআরডি মন্ত্রীর এপিএস ফুয়াদের সম্পত্তি ক্রোক
- দিনাজপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী’র মাঝে ছাগল ও গৃহ নির্মাণ উপকরণ বিতরণ
- ভোলার প্রবীণ সাংবাদিক এম হাবিবুর রহমান আর নেই
- সাত দফা দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় পরিবহন শ্রমিকদের মানববন্ধন
- নৌবাহিনীর নবীন নাবিকদের শিক্ষা সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত
- আইসিইউতে ৪১ শতাংশ রোগীর দেহে অ্যান্টিবায়োটিক কাজ করছে না: আইইডিসিআর
- ক্ষমতায় এলে গণমাধ্যম সংস্কারে অগ্রাধিকার দেবে বিএনপি : ফখরুল
- রাবির ২ শিক্ষককে সাময়িক বহিষ্কার
খুঁড়িয়ে চলছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স
ফারুক আল শারাহ, লাকসাম
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর