মঙ্গলবার, ৩০ মে, ২০২৩ ০০:০০ টা

শান্তিরক্ষী দিবসে র‌্যালি আলোচনা

ময়মনসিংহ প্রতিনিধি

শান্তিরক্ষী দিবসে র‌্যালি আলোচনা

আন্তর্জাতিক শান্তিরক্ষী দিবস-২০২৩ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা হয়েছে ময়মনসিংহে। রেঞ্জ পুলিশের আয়োজনে গতকাল  ডিআইজি অফিসের সামনে অনুষ্ঠানের সূচনা করেন গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি। পরে র‌্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ করে টাউন হল প্রাঙ্গণে শেষ হয়।

টাউন হল তারেক স্মৃতি অডিটোরিয়ামে রেঞ্জ ডিআইজি দেবদাস ভট্টাচার্যের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সিটি মেয়র ইকরামুল হক টিটু, বিভাগীয় কমিশনার শফিকুর রেজা বিশ্বাস, ৭৭ পদাতিক ব্রিগেড ময়মনসিংহ সেনানিবাসের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হাফিজুর রহমান, জেলা প্রশাসক মোস্তাফিজার রহমান, পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা প্রমুখ। বক্তারা বলেন, বর্তমানে ১৪টি দেশে বাংলাদেশের ৭ হাজার ৪৩৬ জন শান্তিরক্ষী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে ও কার্যক্রমে নিয়োজিত আছেন। বিশ্ব শান্তি রক্ষায় বাংলাদেশের সেনা, নৌ, বিমান ও পুলিশ বাহিনীর সদস্যরা সদা প্রস্তুত বলেও মন্তব্য করেন তারা।

সর্বশেষ খবর