শুক্রবার, ২ জুন, ২০২৩ ০০:০০ টা

ঝরে পড়া লিচু কুড়িয়ে স্বপ্ন পূরণের চেষ্টা

দিনাজপুর প্রতিনিধি

ঝরে পড়া লিচু কুড়িয়ে স্বপ্ন পূরণের চেষ্টা

বিক্রির জন্য সড়কের পাশে লিচুর পসরা

চলছে লিচুর ভরা মৌসুম। দিনাজপুরের বিভিন্ন বাগান থেকে পাকা লিচু সংগ্রহ করা হচ্ছে বিক্রির জন্য। বাগানমালিকরা ব্যস্ত লিচু দেশের বিভিন্ন স্থানে পাঠানোর কাজে। বাগানের ঝরে পড়া কিংবা বাছাইয়ে বাদ পড়া লিচু সংগ্রহ করে বিক্রির জন্য রাস্তার ধারে পসরা সাজিয়ে বসছে শিশু-কিশোররা। এ দৃশ্য এখন প্রতিদিন চোখে পড়ে দিনাজপুর সদর উপজেলার মাসিমপুর এবং উলিপুর সড়কের বাস্তুলি এলাকায়। সারিবদ্ধভাবে লিচু বোঝাই ঝুরি রেখে দাঁড়িয়ে বা বসে আছে বিভিন্ন বয়সের শিশু। পসরা দেখে মনে হবে এ যেন লিচু উৎসব। মাসিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী রহমান ও লিটন। তারা প্রতিদিনই স্কুল শেষে বিকালে অথবা সকালে লিচু কুড়িয়ে তা নিয়ে বসে রাস্তার ধারে। সারা দিনে বাগানে বাগানে ঘুরে ৩০০-৪০০ পিস লিচু কুড়িয়ে বিকালে বা পর দিন সকালে রাস্তার ধারে বিক্রি করে। প্রতিদিন ১০০-২০০ টাকা পায়। পঞ্চম শ্রেণির শাকিল হোসেন জানায়, স্কুলে যাওয়ার আগে সকালে লিচু সংগ্রহ করি। বিকালে রাস্তার ধারে বিক্রি করি। যে টাকা পাব তা দিয়ে আসছে ঈদে নতুন জামা কিনব। কেউ কেউ জানায়, এই লিচু বিক্রি করে তারা কলম, খাতা কিনবে।

লিচু কিনতে আসা মোটরবাইকচালক আলী আকবর জানায়, নিম্নআয়ের মানুষরাই এখানকার বেশির ভাগ ক্রেতা। অনেক ভালো লিচু কম দামে কিনতে পাওয়া যায়। পথচারীরাও এখান থেকে লিচু কিনে নেন। বাগানে কিংবা বাজারে ১০০ বেদানা লিচু বিক্রি হচ্ছে ৫০০-৮০০ টাকা। এখানে ঝড়ে পড়া ও বাছাইয়ে বাদ পড়া ১০০ বেদানা লিচু পাওয়া যায় ২০০-২৫০ টাকায়।

সর্বশেষ খবর