সোমবার, ৫ জুন, ২০২৩ ০০:০০ টা

৭ জুন থেকে চালু হচ্ছে ম্যাংগো স্পেশাল ট্রেন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ থেকে কম খরচে ঢাকায় আম পরিবহনের জন্য ৭ জুন থেকে চালু হচ্ছে ম্যাংগো স্পেশাল ট্রেন। ওই দিন বিকালে চাঁপাইনবাবগঞ্জ রেলওয়ে স্টেশন থেকে বিশেষ এই ট্রেনের কার্যক্রম উদ্বোধন করা হবে। চাঁপাইনবাবগঞ্জ রেলওয়ের স্টেশন মাস্টার ওবাইদুল্লাহ বিষয়টি নিশ্চিত করে জানান, চাঁপাইনবাবগঞ্জের রহনপুর রেলওয়ে স্টেশন থেকে ৭ জুন বিকাল ৪টায় ম্যাংগো ট্রেনটি যাত্রা শুরু করে আরও ১৪টি রেলস্টেশনে থামবে এবং ওই স্টেশন থেকে আম নিয়ে ট্রেনটি রাত ১টা ১৫ মিনিটে ঢাকায় পৌঁছবে। জানা গেছে, জেলার রহনপুর থেকে বিকাল ৪টায় ম্যাংগো ট্রেনটি ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে। নাচোল স্টেশনে পৌঁছবে বিকাল ৪টা ২০ মিনিটে, নিজামপুরে রেলওয়ে স্টেশনে ৪টা ৪০ মিনিটে, আমনুরা জংশনে বিকাল ৫টায়, চাঁপাইনবাবগঞ্জ রেলওয়ে স্টেশনে সন্ধ্যা ৬টায় আমনুরা বাইপাস ও কাঁকানহাটে সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে। এসব স্টেশন থেকে ঢাকায় আম পরিবহনে ব্যবসায়ী ও চাষিদের খরচ হবে প্রতি কেজিতে ১ টাকা ৩২ পয়সা। এ ছাড়া রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে ৭টা ৩০ মিনিটে ট্রেনটি ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে। ৭টা ৫৩ মিনিটে সরদহ রোড, রাত ৮টা ১৫ মিনিটে আড়ানি এবং ট্রেনটি আবদুলপুরে পৌঁছবে রাত ৮টা ৩৫ মিনিটে।

সর্বশেষ খবর