পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. হাফিজা খাতুন বলেছেন, ‘স্মাট বাংলাদেশের সারথি হবে পাবিপ্রবির তরুণরা’। তিনি গতকাল পাবিপ্রবির ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে এসব কথা বলেন। গতকাল সকাল সাড়ে ১০টায় জাতীয় ও বিশ্ববিদ্যালয় পতাকা উত্তোলন এবং আনন্দ শোভাযাত্রার মধ্য দিয়ে এ আয়োজনের আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে বৃক্ষরোপণ শেষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয় উপাচার্য প্রফেসর ড. হাফিজা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আফতাব আলী শেখ। বিশেষ অতিথির বক্তব্য দেন, উপউপাচার্য প্রফেসর ড. এস এম মোস্তফা কামাল খান ও কোষাধ্যক্ষ ড. কে এম সালাহ উদ্দীন। প্রধান অতিথি অধ্যাপক ড. মো. আফতাব আলী খান বলেন, বিশ্ববিদ্যালয় বিজ্ঞান ও যুক্তিনির্ভর জ্ঞানচর্চার জায়গা। অল্প সময়ে এ বিশ্ববিদ্যালয়ের যে অগ্রযাত্রা আমি লক্ষ করেছি, তাতে এখানকার শিক্ষার্থীরা অবশ্যই স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে দারুণ ভূমিকা রাখবে। তিনি বলেন, কিছুদিন আগে গবেষণা বিষয়ক একটি চুক্তি হয়েছে এ পাবিপ্রবির সঙ্গে। বিজ্ঞানভিত্তিক গবেষণার ক্ষেত্রে এ বিশ্ববিদ্যালয়ের পাশে যেভাবে দাঁড়ানো সম্ভব, আমি তার সব চেষ্টা করব। আজকের ডিজিটাল দেশ বিজ্ঞাননির্ভর গবেষণার ফল। স্মার্ট বাংলাদেশও আমরা এভাবেই গড়ব। যার সারথী হবে তরুণ শিক্ষার্থীরা। এর বড় একটি অংশ হিসেবে যেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা থাকে। সে জন্য প্রত্যেক শিক্ষার্থীকে জ্ঞান-বিজ্ঞান চর্চা ও গবেষণার প্রতি অনুরাগ থাকতে হবে। নিজেদের আগে স্মার্ট হতে হবে। অনুষ্ঠানের সভাপতি ও বিশ্ববিদ্যালয় উপাচার্য প্রফেসর ড. হাফিজা খাতুন বলেন, অত্যন্ত প্রতিকূল অবস্থায় আমরা এ বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব নিয়েছি। প্রাপ্তির বিপরীতে গ্রাউন্ড ও অবকাঠামোগতসহ নানারকম অপ্রাপ্তিই বেশি ছিল। প্রতিষ্ঠার ১৫ বছর পর কিন্তু এগুলো অনেকটাই কাটিয়ে উঠছে বিশ্ববিদ্যালয়। সামনে এ ক্যাম্পাস মনোরম একটি ক্যাম্পাসে রূপ নেবে। উপাচার্য হাফিজা খাতুন বলেন, হোস্টেল, একাডেমিক ভবন নির্মাণসহ ক্যাম্পাস প্রশস্তকরণের মতো আমূল পরিবর্তন এসেছে বিশ্ববিদ্যালয়ে। কয়েক সপ্তাহ আগে আমরা পেপারলেস অফিস করেছি। শিক্ষার্থীদের আধুনিক শিক্ষার জোগান হিসেবে স্মার্ট ক্লাসরুম কার্যক্রম চালু হয়েছে। এর মাঝেও অপ্রাপ্তি বা অপূর্ণতা যাই থাকুক আমরা এগিয়ে যাচ্ছি এটাই গর্বের বিষয়। আর এ এগিয়ে যাওয়া হবে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের। অবশ্যই পাবিপ্রবির আলো রাঙাবে বিশ্বমঞ্চ। ১৫তম প্রতিষ্ঠা দিবসে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষকদের বেস্ট রিসার্চ অ্যাওয়ার্ড, মেধাবী শিক্ষার্থীদের ডিনস অ্যাওয়ার্ড ও শিক্ষার্থীদের আর্থিক অনুদান প্রদান করা হয়।
শিরোনাম
- বাগেরহাটে বিশ্বমানের ক্যান্সার হাসপাতাল পরিদর্শনে ২৫ বিসিএস কর্মকর্তা
- বাড়ি বাড়ি ভোটার হালনাগাদে ইসির ৭ সমন্বয় কমিটি
- ভারতীয় শ্রমিকদের ভিসা প্রক্রিয়া কঠোর করল সৌদি আরব
- জলাবদ্ধতা নিরসনে সমন্বিত পদক্ষেপ প্রয়োজন: চসিক মেয়র
- বিএনপি অফিসে হামলা: বরিশালের সাবেক উপজেলা চেয়ারম্যান কারাগারে
- ‘চূড়ান্ত পর্যায়ে’ গাজা যুদ্ধবিরতি আলোচনা
- বাউফলে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার
- ভ্যাট বাড়ানো সিদ্ধান্তে ফরেন চেম্বারের উদ্বেগ
- কাগজ দিয়ে বায়োডিগ্রেডেবল ব্যাটারি তৈরিতে সক্ষম গবেষকরা
- বিনিয়োগ সংস্থাগুলোকে এক ছাতার নিচে আনার নির্দেশ প্রধান উপদেষ্টার
- দল না পেয়ে পিএসএল বর্জনের ঘোষণা পাকিস্তানি উদীয়মান পেসারের
- বগুড়ায় দারিদ্র্যদের মাঝে শীতবস্ত্র বিতরণ
- অতিরিক্ত চুল পড়লে করণীয়
- চট্টগ্রামে ইউপি চেয়ারম্যান গ্রেফতার
- ভোটার হালনাগাদ নিয়ে ইসির বিশেষ নির্দেশনা
- রাশিয়ান হ্যাকারদের কবলে ১০ টেরাবাইটেরও বেশি তথ্য
- দশমিনায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
- নওগাঁয় দুই ভুয়া চিকিৎসক ও ক্লিনিক মালিকের জেল-জরিমানা
- ফেরার আশা এখনই ছাড়ছেন না স্মিথ
- দুদকের মামলায় সাবেক ডেপুটি গভর্নর এস কে সুর কারাগারে