বৃহস্পতিবার, ৮ জুন, ২০২৩ ০০:০০ টা

হিজড়া সম্প্রদায়ের মানববন্ধন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের বারঘরিয়ায় বসবাসকারী হিজড়া (তৃতীয় লিঙ্গের) সম্প্রদায়কে বাধা প্রদান ও উপকারভোগীদের পুকুরে হস্তক্ষেপকারী রঞ্জু মেম্বার ও রোমানের শাস্তি দাবিতে মানববন্ধন হয়েছে। জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গতকাল হিজড়া সম্প্রদায়ের ব্যানারে ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন, হিজড়াদের গুরু মা ববিতা, এশা, প্রার্থনা, সুমনা, আরিফা প্রমুখ। তারা অভিযোগ করেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা হিজড়া সম্প্রদায়ের মানুষের বসবাসের জন্য জেলার বারঘরিয়ায় আশ্রয়ণ প্রকল্পে বাড়ি বরাদ্দ দিয়েছেন। কিন্তু প্রথম থেকে বাড়িগুলোতে নজর পড়ে রঞ্জু ও রোমানের। তারা হিজড়া সম্প্রদায়ের মানুষজনকে বিভিন্ন কাজে বাধা দেওয়াসহ পুকুর থেকে সুবিধা আদায়ের জন্য ষড়যন্ত্র করে আসছে।

সর্বশেষ খবর