শনিবার, ১০ জুন, ২০২৩ ০০:০০ টা

বগুড়ায় পালিয়ে যাওয়া আসামি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বগুড়ার ধুনট থানা থেকে পালিয়ে যাওয়ার তিন দিন পর অটোভ্যান চুরি মামলার আসামি রবিউল হাসান সোহাগকে (২৮) গ্রেফতার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার বিকালে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার মেঘাই ঘাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সোহাগ মিয়া উপজেলার মেঘাই গ্রামের মহির উদ্দিনের ছেলে। জানা যায়, গত ৫ জুন স্থানীয় মরিচতলা বাজার এলাকা থেকে রবিউল হাসান সোহাগ, শাকিল ও মিনু মিয়া ধুনট উপজেলার মানিকপোটল গ্রামের আবদুস সোবহানের একটি অটোভ্যান চুরি করে। ওই দিন রাতে একই উপজেলার মথুরাপুর বাজার এলাকায় অটোভ্যানটি বিক্রি করতে গিয়ে স্থানীয়দের কাছে ধরা পড়ে। স্থানীয় লোকজন তাদের গণধোলাই দিয়ে পুলিশের কাছে সোপর্দ করে। এর আগে গত মঙ্গলবার সকালে ধুনট থানার প্রধান ফটকে পুলিশের হাত থেকে সোহাগ পালিয়ে যায়। এ ঘটনায় কর্তব্যে অবহেলার অভিযোগে গত বুধবার এক উপ-পরিদর্শকসহ তিনজনকে থানা থেকে প্রত্যাহার করা হয়।

 শহিদুল ইসলাম, কনস্টেবল মোত্তালিব ও শাহাদত হোসেনকে ধুনট থানা থেকে প্রত্যাহার করে বগুড়া পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে। ধুনট থানার তদন্ত কর্মকর্তা মনিরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে থানা থেকে পালিয়া যাওয়া আসামিকে গ্রেফতার করা হয়েছে। গতকাল থানা থেকে তাকে আদালতে পাঠানো হয়।

সর্বশেষ খবর