দেশের বিভিন্ন এলাকায় গতকাল সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন এক নারীসহ সাতজন। এদিকে নীলফমারীতে দুর্ঘটনায় নিহতের পর বিক্ষুব্ধ এলাকাবাসী প্রায় ১ ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে। প্রতিনিধিদের পাঠানো খবর-
কুড়িগ্রাম : রাজারহাটে পিকআপ ভ্যান ও অটোরিকশার সংঘর্ষে নারীসহ দুজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছে শিশুসহ অটোরিকশার পাঁচ যাত্রী। নিহতরা হলেন অ?টো?রিকশার যাত্রী সিরাজুল ইসলাম (৪৫) ও সেলিনা বেগম (৩৫)। আহতদের উদ্ধার করে রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গতকাল দুপুরে রাজারহাট উপজেলার মিলের পাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নীলফামারী : ডোমারে বেপরোয়া গতির একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় নিহত হয়েছেন রাসেল ইসলাম (২৫) নামে এক মোটরসাইকেল আরোহী। দুপুরে নীলফামারী-ডোমার মহাসড়কের ধরনীগঞ্জ বাঁশের পুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় প্রায় ১ ঘণ্টা নীলফামারী-ডোমার মহাসড়ক অবরোধ করে রাখে বিক্ষোভ করেছে স্থানীয়রা। পরে পুলিশ ও স্থানীয় চেয়ারম্যানের অনুরোধে অবরোধ তুলে নেন তারা।
নাটোর : বড়াইগ্রামে নোহা মাইক্রোবাস ও প্রাইভেট কার সংঘর্ষে আবদুল করিম (৪৫) নামের এক ব্যবসায়ী নিহত ও পাঁচজন আহত হয়েছেন। সকালে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের মানিকপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ভালুকা (ময়মনসিংহ) : ভালুকায় রাস্তা পারাপারের সময় বাসচাপায় প্রান্ত ঘোষ নামে এক গার্মেন্ট কর্মী নিহত হয়েছেন। সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে উপজেলার মেহেরাবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
চকরিয়া (কক্সবাজার) : কক্সবাজারের পেকুয়ায় যাত্রীবাহী বাস ও অটোরিকশার সংঘর্ষে দুইযাত্রী নিহত ও একজন আহত হয়েছেন। বিকালে উপজেলার বারবাকিয়া ইউনিয়নের কাদিমাকাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন চট্টগ্রামের বাঁশখালী উপজেলার শেহাব উদ্দিন ও আনোয়ারার নুরুল আমিন।