চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে জনগুরুত্বপূর্ণ সড়কের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই ভেঙে গেছে সোয়া কোটি টাকার সেতুর সংযোগ স্থান। জানা গেছে, উপজেলা এলজিইডির বাস্তবায়নে বাংলাদেশ ও বিশ্বব্যাংকের ১ কোটি ১৪ লাখ ৭৫ হাজার ৪০২ টাকা বরাদ্দে ২০২১ সালের ৩ অক্টোবর সেতু নির্মাণের কাজ শুরু হয় ভোলাহাট থেকে বড়গাছী জিসি (মহানন্দা নদীর তীর) পর্যন্ত। সেতুটির নির্মাণ কাজ শেষ হওয়ার কথা ছিল চলতি বছরের ২ এপ্রিল। কিন্তু ঠিকাদারি প্রতিষ্ঠান আরপিএমসির ঠিকাদার আবুল হোসেন ও সোহেল জেভি এখনো কাজ শেষ করতে পারেনি। তবে সেতুর খোয়া-বালুর পরিবর্তে দুই পাশে মাটি ভরাট করে কার্পেটিং রাস্তার কাজ শেষ করা হয়। এদিকে সেতুটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়ার শেষ মুহূর্তে গত ৩১ জুন রাতে বৃষ্টি হলে পানির তোড়ে ব্রিজের পূর্ব পাশের কার্পেটিং ভেঙে গেছে। এতে করে স্থানীয় লোকজন নির্মাণ কাজে অনিয়মের প্রশ্ন তুলেছেন। তারা অভিযোগ করে বলেন, সংশ্লিষ্ট দফতর ও ঠিকাদারের যোগসাজশে নিম্নমানের কাজ করায় সামান্য পানিতে সেতুর সংযোগ স্থল ভেঙে গেছে। স্থানীয়রা উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করে সেতুটির অনিয়ম খতিয়ে দেখার দাবি করেছেন। এদিকে স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য মো. সবুর আলী জানান, সঠিকভাবে ভরাট না করায় মাটি ধসে গেছে। অন্যদিকে গোহালবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. ইয়াসিন আলী শাহ জানান, ঠিকাদার সেতুটি হস্তান্তর করার আগেই ভরাট সঠিকভাবে না করার কারণে রাস্তাটি ভেঙে গেছে। উপজেলা এলজিইডি প্রকৌশলী মো. আছহাবুর রহমান বলেন, বৃষ্টির পানিতে রাস্তা ভেঙে যাওয়ার কথা শুনেছি। তবে কাজ এখনো চলমান থাকায় ভেঙে যাওয়াসহ অন্যান্য কাজ শুরু করা হবে।
শিরোনাম
- ফুয়াদের সুরে কনার গান
- অস্ট্রেলিয়ার এমপিদের সমর্থনে কৃতজ্ঞতা প্রকাশ তারেক রহমানের
- ২৬ বাংলাদেশি নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, চারজনের মৃত্যু
- কাতারের ক্লাব আল সাদে মানচিনি
- কাভিশ ব্যান্ডের সঙ্গে এক মঞ্চে শিরোনামহীন-মেঘদল
- যান্ত্রিক ত্রুটির কারণে গাজীপুরে চলন্ত বাসে আগুন!
- চীনা নাগরিকদের জাপান ভ্রমণ না করার আহ্বান
- পশ্চিমতীরের ইব্রাহিমি মসজিদ বন্ধ করে দিল ইসরায়েল
- হাসিনার প্লট দুর্নীতির এক মামলার শুনানি আজ
- জলবায়ু সঙ্কট মোকাবিলায় পদক্ষেপের দাবিতে ব্রাজিলে বিশাল মিছিল
- হরমুজ প্রণালীতে তেলবাহী ট্যাংকার আটক করেছে ইরান
- আরও এক বিচারপতির পদত্যাগ, বিচারবিভাগীয় ‘সঙ্কটের’ পথে পাকিস্তান!
- প্রবাসীরা প্রথমবারের মতো যে পদ্ধতিতে ভোট দেবেন
- সোভিয়েত যুগের মতো রাশিয়া আবারও বিশ্বে প্রভাববলয় গড়ে তুলছে
- সুষ্ঠু নির্বাচনে সেনাবাহিনীই ভরসা
- টিভিতে আজকের কোন খেলা কোথায় দেখবেন
- অনিশ্চয়তার ছায়ায় টালমাটাল অর্থনীতি
- রাজধানী ঢাকায় আজ কোথায় কোন কর্মসূচি
- লক্ষ্মীপুরে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা
- স্বর্ণের দাম কমেছে