চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে জনগুরুত্বপূর্ণ সড়কের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই ভেঙে গেছে সোয়া কোটি টাকার সেতুর সংযোগ স্থান। জানা গেছে, উপজেলা এলজিইডির বাস্তবায়নে বাংলাদেশ ও বিশ্বব্যাংকের ১ কোটি ১৪ লাখ ৭৫ হাজার ৪০২ টাকা বরাদ্দে ২০২১ সালের ৩ অক্টোবর সেতু নির্মাণের কাজ শুরু হয় ভোলাহাট থেকে বড়গাছী জিসি (মহানন্দা নদীর তীর) পর্যন্ত। সেতুটির নির্মাণ কাজ শেষ হওয়ার কথা ছিল চলতি বছরের ২ এপ্রিল। কিন্তু ঠিকাদারি প্রতিষ্ঠান আরপিএমসির ঠিকাদার আবুল হোসেন ও সোহেল জেভি এখনো কাজ শেষ করতে পারেনি। তবে সেতুর খোয়া-বালুর পরিবর্তে দুই পাশে মাটি ভরাট করে কার্পেটিং রাস্তার কাজ শেষ করা হয়। এদিকে সেতুটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়ার শেষ মুহূর্তে গত ৩১ জুন রাতে বৃষ্টি হলে পানির তোড়ে ব্রিজের পূর্ব পাশের কার্পেটিং ভেঙে গেছে। এতে করে স্থানীয় লোকজন নির্মাণ কাজে অনিয়মের প্রশ্ন তুলেছেন। তারা অভিযোগ করে বলেন, সংশ্লিষ্ট দফতর ও ঠিকাদারের যোগসাজশে নিম্নমানের কাজ করায় সামান্য পানিতে সেতুর সংযোগ স্থল ভেঙে গেছে। স্থানীয়রা উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করে সেতুটির অনিয়ম খতিয়ে দেখার দাবি করেছেন। এদিকে স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য মো. সবুর আলী জানান, সঠিকভাবে ভরাট না করায় মাটি ধসে গেছে। অন্যদিকে গোহালবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. ইয়াসিন আলী শাহ জানান, ঠিকাদার সেতুটি হস্তান্তর করার আগেই ভরাট সঠিকভাবে না করার কারণে রাস্তাটি ভেঙে গেছে। উপজেলা এলজিইডি প্রকৌশলী মো. আছহাবুর রহমান বলেন, বৃষ্টির পানিতে রাস্তা ভেঙে যাওয়ার কথা শুনেছি। তবে কাজ এখনো চলমান থাকায় ভেঙে যাওয়াসহ অন্যান্য কাজ শুরু করা হবে।
শিরোনাম
- ‘ভুয়া মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে’
- যশোরে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
- বগুড়ার সাবেক এমপি ও বীর মুক্তিযোদ্ধা ফারুকের মৃত্যুবার্ষিকী আজ
- এখন কত সম্পত্তির মালিক কোহলি-আনুশকা?
- অস্ত্র ব্যবহার করতে পারবেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ৫৭৯ কর্মকর্তা
- ‘দেশের এক ইঞ্চি দখলের চেষ্টা করলে হাত ভেঙে দিতে দ্বিধাবোধ করবো না’
- স্বার্থান্ধতার কারণে দেশের রাজনীতি আজ লক্ষ্যচ্যুত : সেলিম উদ্দিন
- ‘পুষ্পা ২’ শো শেষে সিনেমা হল থেকে মরদেহ উদ্ধার
- পিরোজপুরে আরেক মামলায় তারেক রহমানকে অব্যাহতি
- নেত্রকোনায় পিআইডির সেমিনার অনুষ্ঠিত
- দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট কার্যালয়ে পুলিশি অভিযান
- শমী কায়সারের জামিন স্থগিত চেয়ে আবেদন রাষ্ট্রপক্ষের
- অবসরে গেলেন বিচারপতি জিয়াউল করিম
- কুলাউড়ায় প্রকল্পের টাকা ছাত্রলীগ নেতার পেটে, ফেরত দিতে চিঠি
- ১০ ট্রাক অস্ত্র মামলায় হাইকোর্টে খালাস চাইলেন লুৎফুজ্জামান বাবর
- ভাঙ্গায় আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেফতার
- ঐতিহ্যবাহী সাম্পানে আইসিসির চ্যাম্পিয়নস ট্রফি
- নানা কর্মসূচির মধ্য দিয়ে কুষ্টিয়া মুক্ত দিবস পালিত
- শীতকালেও সানস্ক্রিন : কতবার এবং কীভাবে ব্যবহার করবেন?
- নিজের তৈরী অণুজীব সার ব্যবহারে সফল কৃষক আজহারুল
প্রকাশ:
০০:০০,
বুধবার, ০৫ জুলাই, ২০২৩
নির্মাণ শেষ হয়নি ভেঙে গেছে সেতু
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর