দীর্ঘদিন সংস্কার না হওয়ায় ভেঙে পড়েছে ঠাকুরগাঁও সদর উপজেলার কিং ঢোলারডাংগী সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন। বাধ্য হয়ে খোলা আকাশের নিচে পাঠদান চলছে শিক্ষার্থীদের। রোদ-বৃষ্টির সঙ্গে তাল মিলিয়ে ক্লাস করতে গিয়ে পড়াশোনায় মন দিতে পারছে না শিক্ষার্থীরা। শিক্ষক-শিক্ষার্থীদের দাবি একটি নতুন ভবনের। উপজেলা শিক্ষা অধিদফতর বলছে, দ্রুত সময়ে দেওয়া হবে ভবন। সরেজমিনে জানা যায়, ১৯৯৫-৯৬ অর্থবছরে ঠাকুরগাঁও সদর উপজেলার নারগুন ইউনিয়নে নির্মিত হয় কিং ঢোলারডাংগী সরকারি প্রাথমিক বিদ্যালয়। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় ২০২০ সালে বিদ্যালয় ভবনটি পরিত্যক্ত ঘোষণা করা হয়। এরপর থেকে টিনের ছাপরা তুলে চলছিল পাঠদান। সেটাও ঝড়ে উড়ে যায় এক মাস আগে। তখন থেকে শিক্ষার্থীদের ঠাঁই হয় খোলা আকাশের নিচে গাছতলায়। বর্তমানে বিদ্যালয়ে শিশু থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ১১০ শিক্ষার্থী রয়েছে। বিদ্যালয় সূত্রে জানা যায়, ১৯৯৫-৯৬ অর্থবছের একতলা পাকা ভবনে চারটি কক্ষ নির্মাণ করা হয়। এর মধ্যে তিনটিতে পাঠদান করা হতো। দীর্ঘদিন সংস্কার না করায় ভবনের ছাদ, বিম, কলামসহ বিভিন্ন স্থানে বড় বড় ফাটল ধরে। কোথাও পলেস্তারা খসে পড়েছে। বিকল্প ব্যবস্থা না থাকায় এর একটি কক্ষে ঝুকি নিয়েই দাপ্তরিক কাজ করছেন শিক্ষকরা। চতুর্থ শ্রেণির শিক্ষার্থী মালিয়া আক্তার জানায়, এক দিনে কয়েকবার বেঞ্চ নিয়ে ছায়ায় গিয়ে বসতে হয়। এতে কষ্ট হয়। অনেক সময় হাত-পায়ে ব্যথা পাই। শিক্ষিকা খন্দকার জাকিয়া সুলতনা বলেন, পাঠদান কার্যক্রম চালিয়ে যাওয়ার সময় যখন আমাদের ওপর রোদ এসে পড়ে, তখন ছায়া খুঁজে বেঞ্চ সরিয়ে নিতে হয়। এভাবে ঘণ্টায় কমপক্ষে দুই-তিনবার বেঞ্চ টানাহেঁচড়া করতে হয়। আর বৃষ্টির সময় বন্ধ হয়ে যায় ক্লাস। প্রধান শিক্ষক মকবুল হোসেন জানান, বিদ্যালয় ভবনের কক্ষগুলো খুবই ঝুঁকিপূর্ণ। ভবনটি ১৯৯৫-৯৬ অর্থবছরে নির্মাণ করা হয়েছে। ২৫ বছর পার হলেও কোনো সংস্কার হয়নি। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েছি। ঠাকুরগাঁও সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা রুনা লায়লা বলেন, ওই বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণের জন্য প্রস্তাব পাঠানো হয়েছে।
শিরোনাম
- আকুর বিল পরিশোধের পর রিজার্ভ ৩১ বিলিয়ন ডলারে নামল
- ইসরায়েলে ভূগর্ভস্থ গোপন কারাগার, বন্দী ফিলিস্তিনিরা
- আজ শহীদ নূর হোসেন দিবস
- গাজার সুড়ঙ্গে আটকে থাকা ২০০ ফিলিস্তিনির নিরাপদ প্রত্যাবাসনের চেষ্টা তুরস্কের
- টিভিতে আজকের কোন খেলা কোথায় দেখবেন
- রাজধানী ঢাকায় আজ কোথায় কোন কর্মসূচি
- দিল্লিতে ভয়াবহ বায়ুদূষণ, ঢাকার বাতাস 'খুব অস্বাস্থ্যকর'
- রাবির রেজিস্ট্রারের সঙ্গে জিএস আম্মারের বাগবিতণ্ডার ভিডিও ভাইরাল
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (১০ নভেম্বর)
- বিবিসিতে পক্ষপাতের অভিযোগে মহাপরিচালক ও বার্তাপ্রধানের পদত্যাগ
- আরও ১৪ জেলায় নতুন ডিসি
- ওবায়দুল কাদের ও মডেল মেঘলার ফোনালাপ ফাঁস
- মেয়ের জন্মকে স্মরণীয় রাখতে ২০০ পরিবারে ফলজ চারা উপহার
- বিএনপির সহনশীলতাকে দুর্বলতা ভাববেন না: মফিকুল হাসান তৃপ্তি
- ‘টেকসই উন্নয়নে তারুণ্য শক্তিকে মানবসম্পদে রূপ দিতে হবে’
- নারায়ণগঞ্জ-১ আসনে বিএনপি প্রার্থী দিপু’র গণমিছিল
- সিদ্ধিরগঞ্জে তরুণীকে ‘সংঘবদ্ধ ধর্ষণে’র অভিযোগে মামলা
- জিয়াউর রহমান দেশ থেকে বাকশাল দূর করেছিলেন: মঈন খান
- চুয়াডাঙ্গায় বিএনপি প্রার্থী শরীফুজ্জামানের গণসংযোগ
- সিংড়ায় উপজেলা আওয়ামী লীগ সভাপতি গ্রেপ্তার
আকাশের নিচে পাঠদান
ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর
খাদ্যকে অস্ত্র হিসেবে ব্যবহার করতে পারে, এমন দেশ থেকে আমদানিনির্ভরতা কমবে : প্রেস সচিব
২৩ ঘণ্টা আগে | জাতীয়
মরিচের গুঁড়া ছুড়ে স্বর্ণালংকার চুরির চেষ্টা নারীর, খেয়ে বসলেন ২৫ সেকেন্ডে ২০ চড়
২২ ঘণ্টা আগে | পাঁচফোড়ন