দীর্ঘদিন সংস্কার না হওয়ায় ভেঙে পড়েছে ঠাকুরগাঁও সদর উপজেলার কিং ঢোলারডাংগী সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন। বাধ্য হয়ে খোলা আকাশের নিচে পাঠদান চলছে শিক্ষার্থীদের। রোদ-বৃষ্টির সঙ্গে তাল মিলিয়ে ক্লাস করতে গিয়ে পড়াশোনায় মন দিতে পারছে না শিক্ষার্থীরা। শিক্ষক-শিক্ষার্থীদের দাবি একটি নতুন ভবনের। উপজেলা শিক্ষা অধিদফতর বলছে, দ্রুত সময়ে দেওয়া হবে ভবন। সরেজমিনে জানা যায়, ১৯৯৫-৯৬ অর্থবছরে ঠাকুরগাঁও সদর উপজেলার নারগুন ইউনিয়নে নির্মিত হয় কিং ঢোলারডাংগী সরকারি প্রাথমিক বিদ্যালয়। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় ২০২০ সালে বিদ্যালয় ভবনটি পরিত্যক্ত ঘোষণা করা হয়। এরপর থেকে টিনের ছাপরা তুলে চলছিল পাঠদান। সেটাও ঝড়ে উড়ে যায় এক মাস আগে। তখন থেকে শিক্ষার্থীদের ঠাঁই হয় খোলা আকাশের নিচে গাছতলায়। বর্তমানে বিদ্যালয়ে শিশু থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ১১০ শিক্ষার্থী রয়েছে। বিদ্যালয় সূত্রে জানা যায়, ১৯৯৫-৯৬ অর্থবছের একতলা পাকা ভবনে চারটি কক্ষ নির্মাণ করা হয়। এর মধ্যে তিনটিতে পাঠদান করা হতো। দীর্ঘদিন সংস্কার না করায় ভবনের ছাদ, বিম, কলামসহ বিভিন্ন স্থানে বড় বড় ফাটল ধরে। কোথাও পলেস্তারা খসে পড়েছে। বিকল্প ব্যবস্থা না থাকায় এর একটি কক্ষে ঝুকি নিয়েই দাপ্তরিক কাজ করছেন শিক্ষকরা। চতুর্থ শ্রেণির শিক্ষার্থী মালিয়া আক্তার জানায়, এক দিনে কয়েকবার বেঞ্চ নিয়ে ছায়ায় গিয়ে বসতে হয়। এতে কষ্ট হয়। অনেক সময় হাত-পায়ে ব্যথা পাই। শিক্ষিকা খন্দকার জাকিয়া সুলতনা বলেন, পাঠদান কার্যক্রম চালিয়ে যাওয়ার সময় যখন আমাদের ওপর রোদ এসে পড়ে, তখন ছায়া খুঁজে বেঞ্চ সরিয়ে নিতে হয়। এভাবে ঘণ্টায় কমপক্ষে দুই-তিনবার বেঞ্চ টানাহেঁচড়া করতে হয়। আর বৃষ্টির সময় বন্ধ হয়ে যায় ক্লাস। প্রধান শিক্ষক মকবুল হোসেন জানান, বিদ্যালয় ভবনের কক্ষগুলো খুবই ঝুঁকিপূর্ণ। ভবনটি ১৯৯৫-৯৬ অর্থবছরে নির্মাণ করা হয়েছে। ২৫ বছর পার হলেও কোনো সংস্কার হয়নি। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েছি। ঠাকুরগাঁও সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা রুনা লায়লা বলেন, ওই বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণের জন্য প্রস্তাব পাঠানো হয়েছে।
শিরোনাম
- হাসনাতের ঘোষণার পর শাহবাগ অবরোধ
- কানাডায় হামের প্রাদুর্ভাব
- সিরাজগঞ্জে হামলায় বৈষম্যবিরোধীর ৩ প্রতিনিধি আহত
- তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে, বৃষ্টির সম্ভাবনা কবে জানাল আবহাওয়া অফিস
- পাকিস্তানের ঋণ সহায়তা আজ পর্যালোচনা করবে আইএমএফ
- শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল সোমবার
- যৌক্তিক সময়ে নির্বাচনের রোডম্যাপ দিন : ডা. জাহিদ
- সাতক্ষীরার সীমান্তে গ্রামবাসীদের মধ্যে আতঙ্ক, সতর্ক বিজিবি
- ‘জুলাই স্পিরিটের’ সাথে প্রতারণাকারীরা আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হবে : শিবির সভাপতি
- আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে যা জানাল সরকার
- গণহত্যাকারী আওয়ামী লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত লড়াই চলবে: সারজিস
- আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে গণসমাবেশে ছাত্রজনতার ঢল
- বিলবাওকে গোলবন্যায় ভাসিয়ে ফাইনালে ম্যানইউ
- সীমান্তে যুদ্ধাবস্থা: অনির্দিষ্টকালের জন্য স্থগিত আইপিএল
- ভারতের ৭৭ ড্রোন ভূপাতিতের দাবি পাকিস্তানের
- পাকিস্তান-শাসিত কাশ্মীরে হামলায় নবজাতকসহ নিহত ৫
- শ্রীলঙ্কায় সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৬
- যমুনার সামনেই জুমা পড়লেন আন্দোলনকারীরা
- যে কারণে গভীর পর্যবেক্ষণে ভারত-পাকিস্তানের যুদ্ধবিমান, রয়টার্সের বিশ্লেষণ
- আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ, তৈরি হচ্ছে মঞ্চ
আকাশের নিচে পাঠদান
ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর

পাকিস্তানের পাল্টা হামলায় সম্পূর্ণ ‘ব্ল্যাকআউট’ জম্মুতে পরপর বিস্ফোরণ, দাবি ভারতের
১৮ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

যে কারণে গভীর পর্যবেক্ষণে ভারত-পাকিস্তানের যুদ্ধবিমান, রয়টার্সের বিশ্লেষণ
৪ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম