পানির অভাবে পাট জাগ দিতে না পারায় বিপাকে পড়েছেন রাজবাড়ীর পাটচাষিরা। চলতি মৌসুমে পাট কাটা শুরু হয়েছে। তবে জেলার অধিকাংশ খাল, বিল ও জলাশয়ে তেমন পানি নেই। যে পরিমাণ পানি রয়েছে, তা পাট পচানোর জন্য যথেষ্ঠ নয়। অনেকটা বাধ্য হয়ে পাটচাষিরা পাট কেটে খেত থেকে ঘোড়ার গাড়িতে করে দূরের জলাশয়ে নিয়ে যাচ্ছেন। অনেকেই তাদের পুকুরের মাছ বিক্রি করে পাট জাগ দেওয়ার ব্যবস্থা করছেন। এতে উৎপাদন খরচ বৃদ্ধি পাচ্ছে। কৃষি সম্প্রসারণ অধিদফতরের তথ্যমতে জেলার চলতি মৌসুমে ৫০ হাজার হেক্টর জমিতে উচ্চ ফলনশীল পাটের আবাদ হয়েছে। গত বছরের চেয়ে প্রায় ২ হাজার হেক্টর জমিতে অতিরিক্ত পাটচাষ হয়েছে। পাটের ফলন ভালো হবে বলে আশা কৃষি বিভাগের। গতকাল সকালে রাজবাড়ী সদরের মূলঘর ও বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের বিভিন্ন মাঠে গিয়ে দেখা যায়, কৃষক খেত থেকে পাট কাটা শুরু করেছেন। তবে সেভাবে পাট কাটা শুরু করেননি কৃষক। বৃষ্টির পানির জন্য অপেক্ষা তাদের। কৃষকদের কাটা পাটখেত থেকে রাস্তায় নিয়ে আসছেন। সেখান থেকে ঘোড়ার গাড়িতে করে বিভিন্ন পুকুরে পাট জাগ দিচ্ছেন। বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের পাটচাষি প্রাণেশ বিশ্বাস। তিনি বলেন, আমি এ বছর ৫ বিঘা জমিতে পাটচাষ করেছি। পানির অপেক্ষায় থেকে পাট কাটা শুরু করেছি। এক বিঘা জমির পাট কেটে বাড়ির পুকুরে জাগ দিয়েছি। আমার আর জাগ দেওয়ার জায়গা নেই। বৃষ্টির জন্য অপেক্ষা করছি। আমার পাট মারা যাওয়া শুরু হয়েছে। আমি বিপাকের মধ্যে রয়েছি। সদর উপজেলার মূলঘর ইউনিয়নের কৃষক কাসেদ শেখ। তিনি বলেন, তিন বছর ধরে রাজবাড়ীর পাটচাষিরা বিপাকের মধ্যে রয়েছে। আমি পাট কাটা শুরু করেছি। আমার ৫ বিঘা জমিতে পাট চাষ করা হয়েছে। জমি থেকে ঘোড়ার গাড়িতে করে পাট হড়াই নদীতে নিয়ে যাচ্ছি। আমার উৎপাদন খরচ ২৫ শতাংশ (এক পাখি) জমিতে প্রায় ১ হাজার ৩০০ টাকার মতো বেড়ে যাচ্ছে। মূলঘর ইউনিয়নের আরেক কৃষক সহাদেব বিশ্বাস বলেন, জলবায়ু পরিবর্তন হয়েছে। আগে সঠিক সময়ে বৃষ্টি হতো। পাট কেটে সরাসরি বিলের পানিতে জাগ দেওয়া যেত। গত তিন বছর পাট জাগ দেওয়া নিয়ে খুব ঝামেলা হচ্ছে। পাট চাষের জন্য রেমন রেডিং পদ্ধতি কোনো কাজে আসেনি। কৃষি বিভাগ দীর্ঘদিনে এই পদ্ধতি চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছেন। এই পদ্ধতি কোনো কাজে আসেনি। বর্তমানে কৃষক অন্যের পুকুর লিজ নিয়ে পাট জাগ দিচ্ছেন। খরচ বেড়ে যাচ্ছে অনেক টাকা। গত বছরের থেকে এই বছর মণপতি পাটের দাম ৫০০ থেকে ৬০০ টাকা কম। বর্তমানে ২ হাজার ৬০০ টাকা প্রতি মণ পাট বিক্রি হচ্ছে।
শিরোনাম
- কুড়িগ্রামে বিএনপি নেতা হুমায়ুন কবীরের বহিস্কারাদেশ প্রত্যাহার
- বগুড়ায় পুণ্ড্র ইউনিভার্সিটিতে সেমিনার অনুষ্ঠিত
- বঙ্গোপসাগরে ট্রলারসহ ২৪ জেলেকে উদ্ধার করল নৌবাহিনী
- দিনাজপুরে বিএনপি'র সম্ভাব্য প্রার্থীর মনোনয়ন বাতিল দাবিতে বিক্ষোভ
- সরকারি মেডিকেলে ভর্তিতে আসন কমল
- বগুড়ায় পুন্ড্র বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন
- ১১তম গ্রেড বাস্তবায়নের আশ্বাসে প্রাথমিক শিক্ষকদের আন্দোলন প্রত্যাহার
- বগুড়ায় ‘রাষ্ট্র সংস্কারের নবযাত্রা ও আজকের বাংলাদেশ’ শীর্ষক সভা
- ইউক্রেনের পূর্বাঞ্চলে আরও তিনটি গ্রাম দখল রাশিয়ার
- যেসব চুক্তি করতে ভারতে আসছেন পুতিন
- খাদ্য সংকটে লাখো বাংলাদেশিসহ ৪ কোটি আমেরিকান!
- সিদ্ধিরগঞ্জে বিএনপি প্রার্থীর গণসংযোগ ও লিফলেট বিতরণ
- সাবেক মেয়র আইভীকে শ্যোন অ্যারেস্ট
- দ্বিতীয় বিয়ে করলেই সাত বছরের দণ্ড, আসামে মন্ত্রিসভায় বিল পাস
- স্কুলে ভর্তি লটারিতে, আবেদন শুরু ২১ নভেম্বর
- নাইজেরিয়ায় দুই গোষ্ঠীর সংঘর্ষে নিহত অন্তত ২০০
- পুলিশ পরিচয়ে প্রতারণা, টাকা হাতিয়ে নিচ্ছে চক্র
- আশুলিয়ায় ছিনতাইকারী চক্রের ৬ সদস্য গ্রেফতার
- গাজায় সেনা পাঠাবে না আরব আমিরাত
- বাগেরহাটের চারটি সংসদীয় আসন বহাল রেখে হাইকোর্টের রায়
পানির অভাবে বিপাকে রাজবাড়ীর পাটচাষিরা
দেবাশীষ বিশ্বাস, রাজবাড়ী
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর