সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ ও হাসপাতালে যন্ত্রপাতি ক্রয়ে ব্যাপক অনিয়ম-দুর্নীতির অভিযোগ উঠেছে। রোগীদের উন্নত চিকিৎসায় ব্যবহৃত ম্যাগনেটিক রেজোন্যান্স ইমেজিং (এমআরআই) নামের মেশিনটি কিনতে সরকারি ১৮ কোটি টাকা আগাম পরিশোধের পর ১৪ মাসে মেলেনি যন্ত্রটি। ঠিকাদার মাহফুজ হুদা সৈকত মালিকাধীন ‘গ্রিনট্রেড’কে বিধি-বহির্ভূতভাবে আগাম দেওয়ার পর ঠিকাদারি প্রতিষ্ঠান মালিক টাকা নিয়ে লাপাত্তা হয়েছে। সিরাজগঞ্জের হিসাবরক্ষণ অফিসের চেকের মাধ্যমে গত বছরের জুনে ওই টাকা হাতিয়ে চম্পট দেন ঠিকাদার সৈকত। এ ছাড়া স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীন প্রধান হিসাব নিয়ন্ত্রক শাখার যোগসাজশে মেডিকেল কলেজ ও হাসপাতালের সরকারি বরাদ্দের আরও প্রায় ২৫ কোটি টাকা লোপাট করা হয় ‘সমন্বিত বাজেট ও হিসাব সংরক্ষণ ব্যবস্থা’ থেকে। অন্যদিকে হাসপাতালের বহু টাকা মূল্যের চিকিৎসা যন্ত্রপাতি ব্যবহার না করায় নষ্ট হয়ে পড়ে আছে। এমনকি চিকিৎসকদের প্রশিক্ষণের টাকারও আত্মসাতের ঘটনা ঘটেছে। অভিযোগ উঠেছে, শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের ওই যন্ত্র কেনাসহ সব অনিয়মে ঠিকাদার মাহফুজকে অনৈতিকভাবে সহযোগিতা করেছেন পিডি ডা. কৃষ্ণ কুমার পাল। জানা যায়, ২০১৫ সালে ৮৮২ কোটি ৫০ লাখ টাকা ব্যয়ে ৩০ দশমিক ৯০ একর জমির ওপর সিরাজগঞ্জ শহরের পাশেই শিয়ালকোল এলাকয় শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ এবং ৫০০ শয্যার হাসপাতাল নির্মাণ শুরু হয়। ২০২১ সালের ২ আগস্ট ঢাকা থেকে ভার্চুয়াল পদ্ধতিতে স্বাস্থ্যমন্ত্রী ডা. জাহিদ মালিক নবনির্মিত ৫০০ শয্যাবিশিষ্ট এ হাসপাতালের পূর্ণাঙ্গ কার্যক্রম শুরুর আগেই বহির্বিভাগে চিকিৎসাসেবা উদ্বোধন করেন। এরই মধ্যে চিকিৎসাসেবার যন্ত্রপাতি ক্রয়ের জন্য ঠিকাদারি প্রতিষ্ঠানকে অনুমোদন দেওয়া হয়। ঠিকাদারি প্রতিষ্ঠান নানা অনিয়মে জড়িয়ে পড়ে। রোগীদের উন্নত চিকিৎসার জন্য ১৮ কোটি টাকার ম্যাগনেটিক রেজোন্যান্স ইমেজিং ঠিকাদারি প্রতিষ্ঠানকে প্রদান করা হলেও ১৪ মাসে মেলেনি মেশিনটি। যন্ত্র সরবরাহ দূরের কথা, ১৪ মাসে ঠিকাদার মাহফুজকে খুঁজে পায়নি কেউই। অর্থলোপাটের হোতা মহসিন-মাহফুজ লাপাত্তা হলেও হিসাব নিয়ন্ত্রক শাখার কর্মকর্তা আফজাল-উল-বাশার, তৈয়বা আকতার, সিফাত-আরা-সাফিনা, অধ্যক্ষ সুরাইয়া আকতার ও মোহাম্মদ মহসিন মিজি সাময়িক বরখাস্ত হন। হাসপাতালের পরিচালক ডা. সায়ফুল ফেরদৌস মুহা. খায়রুল আতাতুর্ক জানান, এমআরআই যন্ত্র এখনো পাওয়া যায়নি। দুদক বিষয়টি তদন্ত করছে। যন্ত্রটি সিরাজগঞ্জ না আসায় উন্নত চিকিৎসা প্রাপ্তিতে বঞ্ছিত হচ্ছেন দূর-দূরান্তের সেবাপ্রত্যাশী রোগীরা।
শিরোনাম
- কলাপাড়ায় খাল দখলমুক্ত করতে মাঠে নামলো প্রশাসন
- স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণে দ্রুত সমন্বিত পদক্ষেপের আহ্বান প্রধান উপদেষ্টার
- রামপুরায় রিকশাচালকের রহস্যজনক মৃত্যু
- আওয়ামী লীগের সাবেক এমপিসহ রাজধানীতে গ্রেপ্তার ৭
- গরমে শরীর ঠাণ্ডা রাখবে যে খাবার
- হিটস্ট্রোকের ঝুঁকি এড়াতে করণীয়
- টেস্ট অবসর নিয়ে অনড় কোহলি, চাপে বিসিসিআই
- আওয়ামী লীগ নিষিদ্ধকরণ প্রক্রিয়া যেন দ্রুত হয়: এ্যানি
- তীব্র গরমে অতিষ্ঠ বেনাপোলের জনজীবন
- নেত্রকোনায় নিষিদ্ধ ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্রেফতার
- ‘আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় খুশি ছাত্র-জনতা’
- শ্রীলঙ্কায় তীর্থযাত্রীদের বাস খাদে, নিহত ২১
- ২৫ মে পেট্রোল পাম্প ও ট্যাংকলরি মালিকদের কর্মবিরতি
- অভয়নগরে বসুন্ধরা শুভসংঘের ফ্রি মেডিক্যাল ক্যাম্প
- ‘আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়া দেশের জন্য যুগান্তকারী সিদ্ধান্ত’
- আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণায় জয়পুরহাটে আনন্দ মিছিল
- গরমে শরীরচর্চায় খেয়াল রাখবেন যেসব বিষয়
- শ্রীপুরে ছুরিকাঘাতে আহতে যুবকের মৃত্যু, তিন বাড়িতে আগুন
- বছরের সর্বোচ্চ তাপমাত্রায় পুড়ছে ঢাকা, জনজীবন দুর্বিষহ
- গরমে প্রাণ জুড়াবে আনারসের পানীয়