বৃহস্পতিবার, ২৪ আগস্ট, ২০২৩ ০০:০০ টা
সংক্ষিপ্ত

পুকুরে পড়ে দুই ভাইয়ের মৃত্যু

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের বন্দরে বাড়ির পাশে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। গতকাল বিকালে উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের জিওধরা গ্রামে এ ঘটনা ঘটে। মৃতরা হলো- জিওধরা গ্রামের কবীর মিয়ার ছেলে আবদুল আজিজ (৩) ও তার ছোট ভাই নুরুজ্জামান মিয়ার ছেলে আনাফ (৩)। স্থানীয় ইউপি চেয়ারম্যান জানান, বিকালে আবদুল আজিজ ও আনাফ খেলতে গিয়ে নিখোঁজ হয়। খোঁজাখুঁজির পরও তাদের পাওয়া যায়নি। পরে বিকালে সোয়া ৫টার দিকে বাড়ির পাশের একটি পুকুর পাড়ে জুতা দেখে নিচে নামলে এক শিশু লাশ ভাসতে দেখা যায়। পরে পুকুর থেকে অন্য শিশুর লাশও উদ্ধার করা হয়।

সর্বশেষ খবর