নারায়ণগঞ্জের ফতুল্লায় কমলাপুরগামী একটি ট্রেনের সঙ্গে সিমেন্টবোঝাই ভটভটির সংঘর্ষ হয়েছে। দুর্ঘটনায় ভটভটি চালকের একটি পা বিচ্ছিন্ন হয়ে গেছে। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেছে স্থানীয়রা। এ ছাড়া ট্রেনের তেলের ট্যাংকি ফেটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। গতকাল বিকালে দাপা শিহাচরে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ফতুল্লার শাহজাহান রোলিং মিলের সামনে একটি রেলক্রসিং রয়েছে। বিকাল সাড়ে ৩টার দিকে একটি ভটভটি ওই লাইনের ওপর উঠে থেমে যায়। এ সময় একটি চলন্ত ট্রেনের সঙ্গে ওই ভটভটিকে ধাক্কা লাগে। এতে চালকসহ ভটভটি অনেক দূরে ছিটকে পড়ে এবং ট্রেনের তেলের ট্যাংকি ফেটে যায়। দুর্ঘটনায় চালকের একটি পা বিচ্ছিন্ন হয়ে গেছে। আহত চালকের নাম পরিচয় জানা সম্ভব হয়নি। চাষাঢ়া রেলস্টেশন মাস্টার সামসুল মোহাম্মদ খাজা সুজন জানান, ট্রেনটি ফতুল্লা রেলস্টেশনে রাখা হয়েছে। নারায়ণগঞ্জ রেল পুলিশের আইসি নূর মোহাম্মদ জানান, যে স্থানে দুর্ঘটনা ঘটেছে সেটি অবৈধ রেলক্রসিং।