ফতুল্লার তল্লায় বাইতুস সালাত জামে মসজিদে বিস্ফোরণে ৩৪ জন নিহতের ঘটনার তিন বছর পূর্ণ হচ্ছে আজ। তবে তিন বছরেও শেষ হয়নি চাঞ্চল্যকর মামলাটির বিচার কাজ। জানা গেছে, ২০২০ সালের ৪ সেপ্টেম্বর তল্লায় বাইতুস সালাত জামে মসজিদে এশার নামাজ পড়ছিলেন মুসল্লিরা। এ সময় জমে থাকা গ্যাস থেকে এ বিস্ফোরণ ঘটে। এতে ৩৪ জন মারা যান। এ ঘটনায় মামলা হয়েছে। ২০২০ সালের ৩১ ডিসেম্বর ২৯ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করে সিআইডি। নারায়ণগঞ্জ জেলা জজ আদালতের পিপি অ্যাডভোকেট মনিরুজ্জামান বুলবুল জানান, মামলাটি এখন বিচারাধীন রয়েছে।