শনিবার, ৯ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা

পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের বন্দরের আমিন এলাকায় পানিতে ডুবে সামির ও তিশা নামে দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে। স্থানীয়দের দেওয়া খবরে নারায়ণগঞ্জ নৌ পুলিশ গতকাল সকালে তাদের লাশ উদ্ধার করে। নিহতরা অটোরিকশা চালক কামালের সন্তান। পরিবার নিয়ে আমিন এলাকায় ভাড়া থাকেন কামাল। নারায়ণগঞ্জ নৌ-থানার ওসি জানান, নদীর তীরে ওয়াকওয়ে নির্মাণের জন্য মাটি কাটায় সৃষ্ট ডোবার পানিতে নেমে গত বৃহস্পতিবার দুই শিশু নিখোঁজ হয়। শুক্রবার স্থানীয়রা তাদের লাশ ভাসতে দেখে থানায় খবর দেন।

সর্বশেষ খবর