এক সময় লালমনিরহাটে ধরলা নদী তীরবর্তী মোগলহাট স্থলবন্দর দিয়ে ভারতের সঙ্গে সরাসরি রেল যোগাযোগ ছিল। ৮৮ সালের বন্যায় বন্দরের ভারত সীমান্তে রেল সেতুটি ক্ষতিগ্রস্ত হলে বন্ধ হয় ট্রেন চলাচল। এরপর ধীরে ধীরে বন্ধ হয় এ বন্দরের সব কার্যক্রম। এখন এ পথে যাতায়াতকারী ও ব্যবসায়ীদের প্রায় ১০০ কিলোমিটার ঘুরে ভারত-বাংলাদেশ চলাচল করতে হচ্ছে। এতে বেড়েছে ব্যয় ও ভোগান্তি। বন্দরের কার্যক্রম পুনরায় চালুর দাবি তোলেন ব্যবসায়ী ও স্থানীয়রা। বন্দর কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট ব্যক্তিরা পুনরায় চালুর আশ্বাস দিলেও বাস্তবায়ন হয়নি। ব্যবসায়ী ও স্থানীয়রা জানান, মোগলহাট বন্দরে শুল্ক স্টেশন এবং চেকপোস্ট পুনরায় চালু হলে এ অঞ্চলের অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি বাংলাদেশের সঙ্গে ভারত ও ভুটানের বাণিজ্যের প্রসার ঘটবে। সৃষ্টি হবে কর্মসংস্থান। আশরাফুল আলম নামে স্থানীয় এক বাসিন্দা বলেন, এখানে কাস্টমস ইমিগ্রেশন ছিল। মোগলহাট দিয়ে ভারতে ট্রেনও চলত। তখন ব্যবসায়ীদের পদচারণে মুখর ছিল এ অঞ্চলে। বর্তমানে সবই বন্ধ। স্থানীয় আহসান হাবিব রাজু বলেন, শুনেছি পোর্টটি আবার চালু হবে। দুই বছর আগে লালমনিরহাট শহর থেকে মোগলহাট পোর্ট এলাকার ধরলা নদী পর্যন্ত সড়কের উন্নয়ন কাজ করা হয়েছে। পোর্ট চালুর বিষয়টি এখনো আশ্বাসেই সীমাবদ্ধ। লালমনিরহাট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক আবদুল খালেক বাবু বলেন, মোগলহাট বন্দর বন্ধ হওয়ায় প্রায় ১০০ কিলোমিটার ঘুরে ভারতে যাতায়াত করতে হচ্ছে ব্যবসায়ীদের। পোর্টটি আবার চালু হলে ব্যবসায়ীদের ব্যয় কমবে। এ ছাড়া এই অঞ্চলের অর্থনৈতিক উন্নয়ন ঘটবে। এ অঞ্চলের অর্থনৈতিক উন্নয়ন ও ব্যবসায়ীদের কথা চিন্তা করে দ্রুত মোগলহাট পোর্ট চালুর দাবি জানান এই ব্যবসায়ী নেতা। মোগলহাট বন্দরের কার্যক্রম পুনরায় চালুর বিষয়ে লালমনিরহাট জেলা প্রশাসক বলেন, পরীক্ষা-নিরীক্ষা চলছে। আশা করছি খুব শিগগিরই অগ্রগতি দেখতে পাব। লালমনিরহাটের অর্থনীতি এগিয়ে নিতে মোগলাহাট বন্দরের সব কার্যক্রম দ্রুত চালু করা উচিত বলে মনে করেন জেলা কাস্টমস এক্সাইজ ও ভ্যাট সার্কেলের রাজস্ব কর্মকর্তা সুকান্ত দাস। তিনি বলেন, ৮৮ সালের বন্যায় ধরলা নদীর ওপর রেল সেতু ক্ষতিগ্রস্ত হলে দুই দেশের যোগাযোগ বন্ধ হয়। পরে ধীরে ধীরে বন্ধ হয়ে যায় কাস্টমসসহ বন্দরের সব কার্যক্রম।
শিরোনাম
- হাসনাতের ঘোষণার পর শাহবাগ অবরোধ
- কানাডায় হামের প্রাদুর্ভাব
- সিরাজগঞ্জে হামলায় বৈষম্যবিরোধীর ৩ প্রতিনিধি আহত
- তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে, বৃষ্টির সম্ভাবনা কবে জানাল আবহাওয়া অফিস
- পাকিস্তানের ঋণ সহায়তা আজ পর্যালোচনা করবে আইএমএফ
- শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল সোমবার
- যৌক্তিক সময়ে নির্বাচনের রোডম্যাপ দিন : ডা. জাহিদ
- সাতক্ষীরার সীমান্তে গ্রামবাসীদের মধ্যে আতঙ্ক, সতর্ক বিজিবি
- ‘জুলাই স্পিরিটের’ সাথে প্রতারণাকারীরা আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হবে : শিবির সভাপতি
- আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে যা জানাল সরকার
- গণহত্যাকারী আওয়ামী লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত লড়াই চলবে: সারজিস
- আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে গণসমাবেশে ছাত্রজনতার ঢল
- বিলবাওকে গোলবন্যায় ভাসিয়ে ফাইনালে ম্যানইউ
- সীমান্তে যুদ্ধাবস্থা: অনির্দিষ্টকালের জন্য স্থগিত আইপিএল
- ভারতের ৭৭ ড্রোন ভূপাতিতের দাবি পাকিস্তানের
- পাকিস্তান-শাসিত কাশ্মীরে হামলায় নবজাতকসহ নিহত ৫
- শ্রীলঙ্কায় সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৬
- যমুনার সামনেই জুমা পড়লেন আন্দোলনকারীরা
- যে কারণে গভীর পর্যবেক্ষণে ভারত-পাকিস্তানের যুদ্ধবিমান, রয়টার্সের বিশ্লেষণ
- আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ, তৈরি হচ্ছে মঞ্চ
তিন দশক বন্ধ মোগলহাট বন্দর
লালমনিরহাট প্রতিনিধি
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর

পাকিস্তানের পাল্টা হামলায় সম্পূর্ণ ‘ব্ল্যাকআউট’ জম্মুতে পরপর বিস্ফোরণ, দাবি ভারতের
১৮ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

যে কারণে গভীর পর্যবেক্ষণে ভারত-পাকিস্তানের যুদ্ধবিমান, রয়টার্সের বিশ্লেষণ
৪ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম