রাজবাড়ীর পদ্মা নদীতে শুরু হয়েছে ভয়াবহ ভাঙন। সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের কয়েক গ্রামের বিপুল ফসলি জমি এক সপ্তাহে নদীতে বিলীন হয়েছে। হুমকির মুখে রয়েছে বতসবাড়িসহ বিভিন্ন স্থাপনা। মিজানপুর ইউনিয়নের কালিতলা এলাকায় গতকাল গিয়ে দেখা যায়, পদ্মায় তীব্র ভাঙনে নদী সংলগ্ন কৃষি জমি ভেসে যাচ্ছে। ভাঙনের কারণে কৃষকরা কাঁচা ধান কেটে নিচ্ছেন। এলাকাবাসীর অভিযোগ, পদ্মার ভাঙনে মিজানপুর ইউনিয়নের চর নারায়ণপুর পর্যন্ত প্রায় সাড়ে তিন কিলোমিটারজুড়ে ভাঙন রয়েছে। পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ভাঙন রোধে কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি। দ্রুত ভাঙন রোধ করা না গেলে নদী তীরবর্তী এলাকার সব ঘরবাড়ি বিলীন হবে যাবে। পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু তোলা বন্ধেরও দাবি জানিয়েছেন স্থানীয়রা। মিজানপুরের কালিতলা গ্রামের বাসিন্দা লুৎফর রহমান বলেন, বর্তমানে বড় বড় চাপ নিয়ে পদ্মা ভাঙছে। আমার প্রায় ৩০ শতাংশ জমি নদীতে বিলীন হয়েছে। ভাঙন রোধে প্রশাসনের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। অনেক নেতা ও সরকারি কর্মকর্তা আসেন নদীভাঙন পরিদর্শনে। তবে ভাঙন রোধে কার্যকর কোনো পদক্ষেপ নেননি কেউ। রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী বলেন, আমি শুক্রবার ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করেছি। ভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দিয়েছি। নদীভাঙনের কারণে অনেক কৃষিজমি হারিয়ে যাচ্ছে- জানান তিনি। রাজবাড়ী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবদুল্লাহ আল আমিন বলেন, এ জেলার পদ্মা নদীর ৫৬ কিলোমিটার ভাঙন কবলিত এলাকা। কয়েক দিন ধরে পদ্মায় ভাঙন শুরু হয়েছে। বর্তমানে তীব্র ভাঙন রয়েছে। জিও ব্যাগ ফেলে ভাঙন রোধের চেষ্টা চলছে।
শিরোনাম
- বাসের রেষারেষিতে জাবি শিক্ষার্থীর বাবার মৃত্যু, মৌমিতার ১০ বাস আটক
- লুট হওয়া অস্ত্রসহ ডাকাত গ্রেফতার
- কাপ্তাই হ্রদে পানি বৃদ্ধি পাওয়ায় বেড়েছে বিদ্যুৎ উৎপাদন
- রামপুরায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
- শিবচরে সরকারি হাসপাতালে রোগীদের খাবার দিতে বিলম্ব, স্বজনদের ক্ষোভ
- ডেমরায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী যুবক নিহত
- কারাগারে আবুল বারকাত
- চুরি-ডাকাতি ও চাঁদাবাজির প্রতিবাদে ঝিনাইদহে মানববন্ধন
- সাফে শ্রীলঙ্কাকে ৯ গোলে বিধ্বস্ত করলো বাংলাদেশ
- শিবচরে আড়িয়াল খাঁ নদের সেতুর কাছে ভাঙছে পাড়
- বিদেশি নারী ধর্ষণ: কে-পপ তারকার সাজা অর্ধেক করল আদাল
- আওয়ামী লীগ জাতীয় সংসদকে অপবিত্র করেছে : আলাল
- হিলি স্থলবন্দর দিয়ে আট মাস পর কাঁচামরিচ আমদানি শুরু
- এসএসসিতে গোপালগঞ্জে সেরা ‘রাবেয়া-আলী গার্লস স্কুল অ্যান্ড কলেজ’
- রাজবাড়ীতে ওজোপাডিকোর কর্মচারী গ্রেফতার
- উরি র্যাঙ্কিংয়ে ফের শীর্ষে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়
- শেরপুর সীমান্ত দিয়ে ভারত থেকে ১০ জনকে পুশইন
- টঙ্গীতে ছিনতাইকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন
- প্রথমবারের মতো সৌর শক্তি ইইউ’র বৃহত্তম একক শক্তির উৎসে পরিণত
- গাইবান্ধার দুই এমপিওভুক্ত বিদ্যালয়ে এসএসসিতে শতভাগ ফেল