রাজবাড়ীর পদ্মা নদীতে শুরু হয়েছে ভয়াবহ ভাঙন। সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের কয়েক গ্রামের বিপুল ফসলি জমি এক সপ্তাহে নদীতে বিলীন হয়েছে। হুমকির মুখে রয়েছে বতসবাড়িসহ বিভিন্ন স্থাপনা। মিজানপুর ইউনিয়নের কালিতলা এলাকায় গতকাল গিয়ে দেখা যায়, পদ্মায় তীব্র ভাঙনে নদী সংলগ্ন কৃষি জমি ভেসে যাচ্ছে। ভাঙনের কারণে কৃষকরা কাঁচা ধান কেটে নিচ্ছেন। এলাকাবাসীর অভিযোগ, পদ্মার ভাঙনে মিজানপুর ইউনিয়নের চর নারায়ণপুর পর্যন্ত প্রায় সাড়ে তিন কিলোমিটারজুড়ে ভাঙন রয়েছে। পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ভাঙন রোধে কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি। দ্রুত ভাঙন রোধ করা না গেলে নদী তীরবর্তী এলাকার সব ঘরবাড়ি বিলীন হবে যাবে। পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু তোলা বন্ধেরও দাবি জানিয়েছেন স্থানীয়রা। মিজানপুরের কালিতলা গ্রামের বাসিন্দা লুৎফর রহমান বলেন, বর্তমানে বড় বড় চাপ নিয়ে পদ্মা ভাঙছে। আমার প্রায় ৩০ শতাংশ জমি নদীতে বিলীন হয়েছে। ভাঙন রোধে প্রশাসনের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। অনেক নেতা ও সরকারি কর্মকর্তা আসেন নদীভাঙন পরিদর্শনে। তবে ভাঙন রোধে কার্যকর কোনো পদক্ষেপ নেননি কেউ। রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী বলেন, আমি শুক্রবার ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করেছি। ভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দিয়েছি। নদীভাঙনের কারণে অনেক কৃষিজমি হারিয়ে যাচ্ছে- জানান তিনি। রাজবাড়ী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবদুল্লাহ আল আমিন বলেন, এ জেলার পদ্মা নদীর ৫৬ কিলোমিটার ভাঙন কবলিত এলাকা। কয়েক দিন ধরে পদ্মায় ভাঙন শুরু হয়েছে। বর্তমানে তীব্র ভাঙন রয়েছে। জিও ব্যাগ ফেলে ভাঙন রোধের চেষ্টা চলছে।
শিরোনাম
- যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমানো নিয়ে আলোচনা হয়েছে : পররাষ্ট্রসচিব
- সন্তানের বিশাল ‘বাহিনী’ বানাতে চান ইলন মাস্ক, শুক্রাণু পাঠালেন জাপানি নারীকেও
- শুক্রবার কাফনের কাপড় বেঁধে গণমিছিল করবে পলিটেকনিক শিক্ষার্থীরা
- সীমান্তে অব্যাহত বাংলাদেশি হত্যায় এনসিপির তীব্র নিন্দা ও প্রতিবাদ
- ট্রাম্পের শুল্ক বহাল থাকলে জুনে ফোর্ড গাড়ির দাম বাড়তে পারে
- মিথ্যা ধর্ষণের মামলার বাদীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
- ইউনাইটেড হাসপাতালের ১২ কোটি টাকার শেয়ার আত্মসাৎ
- কুমিল্লায় বিসিক বৈশাখী মেলায় নারী উদ্যোক্তাদের পণ্যে ক্রেতাদের আগ্রহ
- স্বামীর জুয়ার আসক্তি, পঞ্চগড়ে বিষপানে মা-ছেলের মৃত্যু
- পুতিনকে চিঠি লিখলেন ইরানের সর্বোচ্চ নেতা
- যুক্তরাষ্ট্রে শিক্ষার্থী ভিসা বাতিলে বাড়ছে উদ্বেগ
- ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’ আসছে, জানালেন অমি
- রণবীরকে বিয়ে না করার অন্যতম কারণ জানালেন ক্যাটরিনা
- সিলেট টেস্টের টিকিটের দাম জানালো বিসিবি
- লেজার ক্ষেপণাস্ত্রে বড় সাফল্য ইরানের
- ভারত থেকে আরও ৫০ হাজার টন চাল কিনবে সরকার
- আল আকসা চত্বরে হাজারো ইহুদি
- ভারতে মুসলিমদের ‘পূর্ণ নিরাপত্তা’ নিশ্চিত করার আহ্বান বাংলাদেশের
- শিক্ষার্থীদের ভিসা বাতিল করায় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা
- প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হিসেবে কাতার যাচ্ছেন চার নারী ক্রীড়াবিদ
ভাঙন আতঙ্ক পদ্মাপাড়ে
দেবাশীষ বিশ্বাস, রাজবাড়ী
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর