রাজবাড়ীর পদ্মা নদীতে শুরু হয়েছে ভয়াবহ ভাঙন। সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের কয়েক গ্রামের বিপুল ফসলি জমি এক সপ্তাহে নদীতে বিলীন হয়েছে। হুমকির মুখে রয়েছে বতসবাড়িসহ বিভিন্ন স্থাপনা। মিজানপুর ইউনিয়নের কালিতলা এলাকায় গতকাল গিয়ে দেখা যায়, পদ্মায় তীব্র ভাঙনে নদী সংলগ্ন কৃষি জমি ভেসে যাচ্ছে। ভাঙনের কারণে কৃষকরা কাঁচা ধান কেটে নিচ্ছেন। এলাকাবাসীর অভিযোগ, পদ্মার ভাঙনে মিজানপুর ইউনিয়নের চর নারায়ণপুর পর্যন্ত প্রায় সাড়ে তিন কিলোমিটারজুড়ে ভাঙন রয়েছে। পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ভাঙন রোধে কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি। দ্রুত ভাঙন রোধ করা না গেলে নদী তীরবর্তী এলাকার সব ঘরবাড়ি বিলীন হবে যাবে। পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু তোলা বন্ধেরও দাবি জানিয়েছেন স্থানীয়রা। মিজানপুরের কালিতলা গ্রামের বাসিন্দা লুৎফর রহমান বলেন, বর্তমানে বড় বড় চাপ নিয়ে পদ্মা ভাঙছে। আমার প্রায় ৩০ শতাংশ জমি নদীতে বিলীন হয়েছে। ভাঙন রোধে প্রশাসনের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। অনেক নেতা ও সরকারি কর্মকর্তা আসেন নদীভাঙন পরিদর্শনে। তবে ভাঙন রোধে কার্যকর কোনো পদক্ষেপ নেননি কেউ। রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী বলেন, আমি শুক্রবার ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করেছি। ভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দিয়েছি। নদীভাঙনের কারণে অনেক কৃষিজমি হারিয়ে যাচ্ছে- জানান তিনি। রাজবাড়ী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবদুল্লাহ আল আমিন বলেন, এ জেলার পদ্মা নদীর ৫৬ কিলোমিটার ভাঙন কবলিত এলাকা। কয়েক দিন ধরে পদ্মায় ভাঙন শুরু হয়েছে। বর্তমানে তীব্র ভাঙন রয়েছে। জিও ব্যাগ ফেলে ভাঙন রোধের চেষ্টা চলছে।
শিরোনাম
- বিসিএস পরীক্ষার্থীদের জন্য জবির বিশেষ পরিবহন সেবা
- ঢাকার ইন্দিরা রোড থেকে গাজীপুরের আওয়ামী লীগ নেতা গ্রেফতার
- যৌথ বাহিনীর অভিযানে সারা দেশে আটক ২৯ জন
- জয়ের পরই বাবার মৃত্যুর খবর পেলেন লঙ্কান ক্রিকেটার
- বাংলাদেশ ও চীন হাতে হাত রেখে এগিয়ে যাবে : প্রধান উপদেষ্টা
- বাংলাদেশকে নিয়ে শেষ চারে শ্রীলঙ্কা
- সরকারি প্রতিষ্ঠানে প্রশিক্ষণ ভাতা পুনর্নির্ধারণ
- রাবিতে পোষ্য কোটা পুনর্বহাল, উপাচার্যের বাসভবন ঘেরাও
- নেপালকে ৪ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ
- ইসলামি দলগুলোর ঐক্য নিয়ে যে বার্তা দিলেন হেফাজত আমির
- সিলেটে ব্যাটারিচালিত রিকশা চলবে না : পুলিশ কমিশনার
- যে সকল ভারতীয়দের ভিসা দেবে না যুক্তরাষ্ট্র
- ৯১ রানে ৬ উইকেট হারিয়ে চাপে আফগানিস্তান
- জুলাই বিপ্লব পরবর্তীতে র্যাবের কার্যক্রম প্রশংসিত হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
- সার সংকটে ঝিনাইদহের কৃষক, উৎপাদন খরচ বাড়ার শঙ্কা
- ঐকমত্য কমিশনের আলোচনার মাধ্যমে রাজনৈতিক মতভিন্নতার শান্তিপূর্ণ সমাধান হবে : প্রেস সচিব
- লিবিয়ায় মাফিয়াদের গুলিতে নিহত মাদারীপুরের যুবক
- ট্রাম্পের সঙ্গে আমার কোনও সম্পর্ক নেই: ব্রাজিল প্রেসিডেন্ট
- ফিকি লিডারশিপ একাডেমি চালুর উদ্যোগ
- জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হতে পারেন তাকাইচি
ভাঙন আতঙ্ক পদ্মাপাড়ে
দেবাশীষ বিশ্বাস, রাজবাড়ী
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর