রাজবাড়ীর পদ্মা নদীতে শুরু হয়েছে ভয়াবহ ভাঙন। সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের কয়েক গ্রামের বিপুল ফসলি জমি এক সপ্তাহে নদীতে বিলীন হয়েছে। হুমকির মুখে রয়েছে বতসবাড়িসহ বিভিন্ন স্থাপনা। মিজানপুর ইউনিয়নের কালিতলা এলাকায় গতকাল গিয়ে দেখা যায়, পদ্মায় তীব্র ভাঙনে নদী সংলগ্ন কৃষি জমি ভেসে যাচ্ছে। ভাঙনের কারণে কৃষকরা কাঁচা ধান কেটে নিচ্ছেন। এলাকাবাসীর অভিযোগ, পদ্মার ভাঙনে মিজানপুর ইউনিয়নের চর নারায়ণপুর পর্যন্ত প্রায় সাড়ে তিন কিলোমিটারজুড়ে ভাঙন রয়েছে। পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ভাঙন রোধে কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি। দ্রুত ভাঙন রোধ করা না গেলে নদী তীরবর্তী এলাকার সব ঘরবাড়ি বিলীন হবে যাবে। পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু তোলা বন্ধেরও দাবি জানিয়েছেন স্থানীয়রা। মিজানপুরের কালিতলা গ্রামের বাসিন্দা লুৎফর রহমান বলেন, বর্তমানে বড় বড় চাপ নিয়ে পদ্মা ভাঙছে। আমার প্রায় ৩০ শতাংশ জমি নদীতে বিলীন হয়েছে। ভাঙন রোধে প্রশাসনের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। অনেক নেতা ও সরকারি কর্মকর্তা আসেন নদীভাঙন পরিদর্শনে। তবে ভাঙন রোধে কার্যকর কোনো পদক্ষেপ নেননি কেউ। রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী বলেন, আমি শুক্রবার ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করেছি। ভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দিয়েছি। নদীভাঙনের কারণে অনেক কৃষিজমি হারিয়ে যাচ্ছে- জানান তিনি। রাজবাড়ী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবদুল্লাহ আল আমিন বলেন, এ জেলার পদ্মা নদীর ৫৬ কিলোমিটার ভাঙন কবলিত এলাকা। কয়েক দিন ধরে পদ্মায় ভাঙন শুরু হয়েছে। বর্তমানে তীব্র ভাঙন রয়েছে। জিও ব্যাগ ফেলে ভাঙন রোধের চেষ্টা চলছে।
শিরোনাম
- ঢাকায় ভূমিকম্পে জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রের সমবেদনা
- ভূমিকম্পে ঢাকায় ক্ষতিগ্রস্ত ভবনের তালিকা প্রকাশ
- নারায়ণগঞ্জ জেলায় ভূমিকম্পে শিশুর মৃত্যু, আহত ২৪
- যাত্রাবাড়ীতে নবীউল্লাহ নবীর গণসংযোগ
- রাজধানীতে পরিবার পরিকল্পনা কর্মীদের অবস্থান কর্মসূচি
- ‘তথ্য প্রমাণের ভিত্তিতে হাসিনার বিচার হয়েছে, তবে আপিলের সুযোগ আছে’
- বন্দর রক্ষায় হরতাল-অবরোধসহ কঠোর কর্মসূচির হুঁশিয়ারি
- পোস্টাল ভোটিং: দুই দিনে সাড়ে ৬ হাজার নিবন্ধন
- একসঙ্গে সহকারী অধ্যাপক হলেন ১৮৭০ শিক্ষক
- হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন সতর্কবার্তা
- ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদী জেলায় যে ক্ষয়ক্ষতি হয়েছে
- রাজশাহীতে বদ্ধ ঘর থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার
- ‘ঢাকার পুরনো ভবনগুলোর ৯০ শতাংশ বিল্ডিং কোড না মেনে নির্মিত’
- ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১০
- ধানের শীষে দেশের মানুষের আস্থা রয়েছে: দুলু
- ডেঙ্গুতে মৃত্যুহীন দিনে হাসপাতালে আরও ৪৩৬ জন
- যেভাবে স্মার্টফোনেই মিলবে ভূমিকম্পের সতর্কবার্তা
- এমন ভূমিকম্প আগে কখনও অনুভব করিনি : ফারুকী
- ভূমিকম্পে ক্ষয়ক্ষতি নিরূপণের নির্দেশনা
- ‘শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সশস্ত্র বাহিনীকে সর্বোচ্চ দক্ষতা-পেশাদারিত্ব দেখাতে হবে’
ভাঙন আতঙ্ক পদ্মাপাড়ে
দেবাশীষ বিশ্বাস, রাজবাড়ী
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর