চট্টগ্রামে রেলওয়ে কর্মচারীদের পেনশনের ১৫ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। অভিযানে ১১ লাখ ৩০ হাজার টাকা উদ্ধার করা হয়। গ্রেফতাররা হলেন- নুরুল হক সজিব, মহিউদ্দিন বেল্লাল ও রায়হান। ডিবির (বন্দর ও পশ্চিম) জোনের উপকমিশনার আলী হোসেন জানান, গত ১৮ সেপ্টেম্বর রেলওয়ে কর্মচারী রুহুল আমিন ব্যাংক থেকে পেনশনের টাকা তুলে নিয়ে যাচ্ছিলেন। পথে দুর্বৃত্তরা টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে সিএনজি করে পালিয়ে যায়।