মঙ্গলবার, ১০ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা

রেললাইনে বিকল ট্রাকে ট্রেনের ধাক্কায় নিহত ১

ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহে রেলক্রসিংয়ের ওপর বিকল হয়ে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে ট্রেনের ধাক্কায় এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন ট্রেনের একাধিক যাত্রী। এ ঘটনায় প্রায় দেড় ঘণ্টা ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ ছিল। গতকাল সন্ধ্যায় কেওয়াটখালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, ময়মনসিংহ থেকে ঢাকাগামী রেললাইনের কেওয়াটখালী বাইপাস এলাকায় রেলক্রসিংয়ের ওপর গতকাল সন্ধ্যায় একটি ট্রাক বিকল হয়ে যায়। কিছুক্ষণ পর দেওয়ানগঞ্জ উপজেলা থেকে আসা ঢাকাগামী মহুয়া এক্সপ্রেস ট্রেনটি দাঁড়িয়ে থাকা ট্রাকটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই অজ্ঞাতপরিচয় ওই ব্যক্তি নিহত হন। আহত হন ওই ট্রেনের কয়েকজন যাত্রী। স্থানীয়রা আহত দুজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। ময়মনসিংহ রেলওয়ে স্টেশনের তত্ত্বাবধায়ক নাজমুল হক খান বিষয়টি নিশ্চিত করেছেন।

সর্বশেষ খবর