বাগেরহাটের শরণখোলায় বলেশ্বর নদে ভয়াবহ ভাঙন শুরু হয়েছে। ইতোমধ্যে ৫০০ ফুট রিং বেড়িবাঁধ নদে বিলীন হয়ে গেছে। বুধবার থেকে উপজেলার সাউথখালী ইউনিয়নের গাবতলা আশার আলো মসজিদসংলগ্ন মূল বাঁধের পাশের রিং বেড়িবাঁধে ভাঙন শুরু হয়। ভয়াবহ ভাঙনে রিংবাঁধের বহিরাংশের কমপক্ষে ৬ বিঘা জমি গাছপালাসহ বিলীন হয়ে যায়। এতে রিংবাঁধ এবং মূল বাঁধের মাঝখানে বসবাসকারী পরিবারগুলো এখন আতঙ্কের মধ্যে রয়েছে। সরেজমিন দেখা যায়, ভাঙনকবলিত এলাকার মানুষের চোখেমুখে আতঙ্কের ছাপ। বাঁধের পাশের দোকানপাট সরিয়ে নেওয়া হচ্ছে। সেখানকার লোকজন জানান, বুধবার দুপুরে গাবতলা আশার আলো মসজিদ থেকে ডিএস-৭ স্লুইস গেট পর্যন্ত রিংবাঁধের প্রায় ৪০০ ফুট এলাকা বলেশ্বরে বিলীন হয়ে গেছে। এর আগে সকাল ৬টার দিকে ওই রিংবাঁধের সামনের প্রায় ৬ বিঘা জমি নদে বিলীন হয়ে গেছে। স্থানীয় ইউপি সদস্য মো. জাকির হোসেন হাওলাদার বলেন, নদী শাসন না করে বাঁধ নির্মাণ করায় ভাঙন সৃষ্টি হয়েছে। ভাঙনে বাঁধের বাইরের বিঘার পর বিঘা জমি বিলীন হয়ে গেছে। এখন মূল বাঁধ ভাঙছে। দুই বাঁধের মাঝখানের পরিবারগুলো ঝুঁকির মধ্যে পড়েছে। সাউথখালী ইউপি চেয়ারম্যান মো. ইমরান হোসেন রাজিব বলেন, তার ইউনিয়নের গাবতলা, বগী, তাফালবাড়ীসহ বলেশ্বর তীরের ১০-১২টি পয়েন্ট ভাঙন ঝুঁকিতে রয়েছে। এসব এলাকায় দ্রুত নদী শাসন করা না হলে এই বাঁধ শরণখোলাবাসীর কোনো কাজে আসবে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বাগেরহাটের নির্বাহী প্রকৌশলী মো. মাসুম বিল্লাহ বলেন, ভাঙনের খবর শুনেছি। সিইআইপি কর্তৃপক্ষ আমাদের কাছে এখন পর্যন্ত বাঁধ হস্তান্তর করেনি। বিষয়টি তাদের অবহিত করা হয়েছে।
শিরোনাম
- খুলনায় ১০৩ কেজি হরিণের মাংসসহ একজন আটক
- তিন ট্রিলিয়ন ডলারের ক্লাবে অ্যালফাবেট
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (১৬ সেপ্টেম্বর)
- লড়াই করলো হংকং, কষ্টার্জিত জয় পেল শ্রীলঙ্কা
- ডাকসুর ভোট ম্যানুয়ালি গণনার জন্য লিখিত আবেদন উমামার
- বঙ্গোপসাগরে নৌবাহিনীর অভিযানে ১১ পাচারকারী আটক
- ডিএমপির বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাদের পুরস্কৃত
- জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ বৃদ্ধি করে প্রজ্ঞাপন
- গোপালগঞ্জে ভুয়া ডাক্তার আটক, ৩ মাসের কারাদণ্ড
- চমেক হাসপাতালে একসঙ্গে ৪ শিশুর জন্ম
- বিয়ের প্রলোভনে তরুণীদের চীনে পাচারের চেষ্টা, চীনা নাগরিকসহ আটক ২
- টাঙ্গাইলে যৌনপল্লী থেকে যুবলীগ নেতা গ্রেপ্তার
- হামাস নেতাদের ওপর আরও হামলার ইঙ্গিত নেতানিয়াহুর
- জাকসু নির্বাচনে নানা অনিয়মের তদন্ত চায় বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক
- তিন মাসে কোটিপতি বেড়েছে ৬ হাজার
- গাজামুখী ত্রাণবহরে যোগ দিচ্ছে গ্রিসের দুই জাহাজ
- জাতীয় নির্বাচনে সর্বোচ্চ নিরপেক্ষতা দেখাতে পুলিশের প্রতি আহ্বান ডিএমপি কমিশনারের
- আসাদুজ্জামান নূরের ফ্ল্যাট-জমি জব্দ, অবরুদ্ধ ব্যাংক হিসাব
- ৩ জেলার ডিসিকে প্রত্যাহার
- প্রেমিকাকে ধর্ষণের অভিযোগে কৃষক গ্রেপ্তার
বলেশ্বর নদে ভাঙন আতঙ্ক
৫০০ ফুট রিংবাঁধ বিলীন, ঝুঁকিতে বহু পরিবার
Not defined
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর