বাগেরহাটের শরণখোলায় বলেশ্বর নদে ভয়াবহ ভাঙন শুরু হয়েছে। ইতোমধ্যে ৫০০ ফুট রিং বেড়িবাঁধ নদে বিলীন হয়ে গেছে। বুধবার থেকে উপজেলার সাউথখালী ইউনিয়নের গাবতলা আশার আলো মসজিদসংলগ্ন মূল বাঁধের পাশের রিং বেড়িবাঁধে ভাঙন শুরু হয়। ভয়াবহ ভাঙনে রিংবাঁধের বহিরাংশের কমপক্ষে ৬ বিঘা জমি গাছপালাসহ বিলীন হয়ে যায়। এতে রিংবাঁধ এবং মূল বাঁধের মাঝখানে বসবাসকারী পরিবারগুলো এখন আতঙ্কের মধ্যে রয়েছে। সরেজমিন দেখা যায়, ভাঙনকবলিত এলাকার মানুষের চোখেমুখে আতঙ্কের ছাপ। বাঁধের পাশের দোকানপাট সরিয়ে নেওয়া হচ্ছে। সেখানকার লোকজন জানান, বুধবার দুপুরে গাবতলা আশার আলো মসজিদ থেকে ডিএস-৭ স্লুইস গেট পর্যন্ত রিংবাঁধের প্রায় ৪০০ ফুট এলাকা বলেশ্বরে বিলীন হয়ে গেছে। এর আগে সকাল ৬টার দিকে ওই রিংবাঁধের সামনের প্রায় ৬ বিঘা জমি নদে বিলীন হয়ে গেছে। স্থানীয় ইউপি সদস্য মো. জাকির হোসেন হাওলাদার বলেন, নদী শাসন না করে বাঁধ নির্মাণ করায় ভাঙন সৃষ্টি হয়েছে। ভাঙনে বাঁধের বাইরের বিঘার পর বিঘা জমি বিলীন হয়ে গেছে। এখন মূল বাঁধ ভাঙছে। দুই বাঁধের মাঝখানের পরিবারগুলো ঝুঁকির মধ্যে পড়েছে। সাউথখালী ইউপি চেয়ারম্যান মো. ইমরান হোসেন রাজিব বলেন, তার ইউনিয়নের গাবতলা, বগী, তাফালবাড়ীসহ বলেশ্বর তীরের ১০-১২টি পয়েন্ট ভাঙন ঝুঁকিতে রয়েছে। এসব এলাকায় দ্রুত নদী শাসন করা না হলে এই বাঁধ শরণখোলাবাসীর কোনো কাজে আসবে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বাগেরহাটের নির্বাহী প্রকৌশলী মো. মাসুম বিল্লাহ বলেন, ভাঙনের খবর শুনেছি। সিইআইপি কর্তৃপক্ষ আমাদের কাছে এখন পর্যন্ত বাঁধ হস্তান্তর করেনি। বিষয়টি তাদের অবহিত করা হয়েছে।
শিরোনাম
- শেকৃবিতে পুনর্জন্ম কৃষি নিয়ে গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত
- মাটিরাঙ্গায় ইমাম–ওলামাদের নিয়ে বিএনপির মতবিনিময় সভা
- বগুড়ায় গ্রামীণ ব্যাংকের শাখা থেকে ৩ ককটেল উদ্ধার
- তারুণ্যের উৎসবে বারি’র প্রযুক্তি প্রদর্শনী ও কর্মশালা
- রংপুর বিভাগের ৫৩ ‘জুলাই যোদ্ধার’ গেজেট বাতিল
- সাগরপথে মানবপাচারের প্রস্তুতিকালে আটক ৪
- হাসিনা-রেহানা ও টিউলিপের বিরুদ্ধে মামলার সাক্ষ্যগ্রহণ সমাপ্ত
- উত্তর কুয়েতে ৭,৭০০ বছরের প্রাচীন ভাটির সন্ধান
- দুই লাখ ২০ হাজার টন সার কিনবে সরকার
- তরুণ প্রজন্ম দেশকে উদ্যোক্তা বান্ধব রাষ্ট্রে পরিণত করবে : প্রাথমিক উপদেষ্টা
- ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে চার জনের মৃত্যু, হাসপাতালে ৯২০
- কান্নার শব্দে ধান ক্ষেত থেকে উদ্ধার হলো ২ দিনের নবজাতক
- ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন: স্বরাষ্ট্র উপদেষ্টা
- ৫ ব্যাংক একীভূত করার সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে রিট
- ঢাকায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের আরও ৫ নেতাকর্মী গ্রেপ্তার
- মোহাম্মদপুরে বিশেষ অভিযানে গ্রেপ্তার ২০
- পরিবারসহ কাজী জাফরের আয়কর নথি সিআইডিকে দেওয়ার নির্দেশ
- ন্যূনতম ২০ জন শ্রমিকেই করা যাবে ট্রেড ইউনিয়ন, গেজেট প্রকাশ
- সারাদেশে পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ১৬৪৯ জন
- চীনে অবস্থানরত নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ জাপানের
বলেশ্বর নদে ভাঙন আতঙ্ক
৫০০ ফুট রিংবাঁধ বিলীন, ঝুঁকিতে বহু পরিবার
Not defined
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর