টাঙ্গাইলের মির্জাপুরে ও সখীপুরে গত দুই রাতে ১১টি বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি হয়েছে। মির্জাপুর উপজেলার আনাইতারা ইউনিয়নের চরবিলসা ও দরিবহর গ্রামে বুধবার দিবাগত রাতে চুরি হয় সাতটি ট্রান্সফরমার। এতে চলতি মৌসুমে বোরো আবাদ নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। জানা যায়, গ্রাম দুটিতে বোরো আবাদের জন্য অগভীর নলকূপের কিছু প্রকল্প রয়েছে। প্রতিটি প্রকল্প বিদ্যুৎচালিত হওয়ায় একটি ট্রান্সফরমারের অধীনে একটি করে মিটার রয়েছে। বুধবার রাতে দুই গ্রামের সাতটি ট্রান্সফরমার চুরি হয়। সকালে জমির খোঁজ নিতে গিয়ে লোকজন চুরির বিষয়টি জানতে পারেন। যাদের প্রকল্পের ট্রান্সফরমার চুরি হয়েছে তারা হলেন- চরবিসা গ্রামের শরীফুল ইসলাম, বুদ্দু মিয়া, লাল মিয়া, ছানোয়ার হোসেন, মঙ্গল মিয়া এবং দরিবহর গ্রামের ময়নাল ও শরীফুল ইসলাম। চরবিলসা গ্রামের কৃষক শরীফুল ইসলাম বলেন, বোরো মৌসুম শুরুর আগ মুহূর্তে ট্রান্সফরমার চুরি হওয়ায় আবাদ নিয়ে শঙ্কায় রয়েছেন তারা। টাঙ্গাইল পল্লী বিদ্যুৎ সমিতির মির্জাপুর জোনাল অফিসের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) জসীম উদ্দিন বলেন, ঘটনাস্থলে লোক পাঠানো হয়েছে। কৃষকরা যাতে ক্ষতিগ্রস্ত না হন সেদিকে লক্ষ্য রেখে সমিতির নিয়মানুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। এদিকে সখীপুরে বৃহস্পতিবার রাতে ১১ কেভি লাইনের চারটি টান্সফরমার চুরি হয়েছে। কাকড়াজান ইউনিয়নের পলাশতলী এলাকায় বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে। গভীর নলকূপের জন্য ব্যবহৃত ওই ট্রান্সফরমার চুরি হওয়ায় বোরোর বীজতলা তৈরি নিয়ে শঙ্কায় পড়েছেন চাষিরা। সরেজমিন দেখা যায়, নিরাপত্তার জন্য লোহার খাঁচা দিয়ে আটকানো গভীর নলকূপের চারটি ট্রান্সফরমার রাতের আঁধারে কে বা কারা নিয়ে গেছে। পড়ে আছে শুধু টিনের বাক্স। সকালে এলাকার লোকজন স্থানীয় পল্লী বিদ্যুৎ অফিসে জানালে কর্তৃপক্ষ ঘটনাস্থল পরিদর্শন করেন। স্থানীয় আবু আশরাফ বলেন, বিএডিসি থেকে নবায়নকৃত গভীর নলকূপের ট্রান্সফরমার চুরি হওয়ায় কৃষকদের অনেক ক্ষতি হবে। এখন বোরোর বীজতলা তৈরির সময়। আমরা দ্রুত ট্রান্সফরমার চাই। পল্লী বিদ্যুতের সখীপুর উপজেলা ইনচার্জ আবদুল জলিল বলেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানিয়েছি। আশা করছি নতুন করে ট্রান্সফরমারের ব্যবস্থা হয়ে যাবে। সখীপুর থানার ওসি শেখ শাহিনুর রহমান বলেন, ট্রান্সফরমার চুরির বিষয়ে কেউ অভিযোগ করেনি।
শিরোনাম
- সাফে শ্রীলঙ্কাকে ৯ গোলে বিধ্বস্ত করলো বাংলাদেশ
- শিবচরে আড়িয়াল খাঁ নদের সেতুর কাছে ভাঙছে পাড়
- বিদেশি নারী ধর্ষণ: কে-পপ তারকার সাজা অর্ধেক করল আদাল
- আওয়ামী লীগ জাতীয় সংসদকে অপবিত্র করেছে : আলাল
- হিলি স্থলবন্দর দিয়ে আট মাস পর কাঁচামরিচ আমদানি শুরু
- এসএসসিতে গোপালগঞ্জে সেরা ‘রাবেয়া-আলী গার্লস স্কুল অ্যান্ড কলেজ’
- রাজবাড়ীতে ওজোপাডিকোর কর্মচারী গ্রেফতার
- উরি র্যাঙ্কিংয়ে ফের শীর্ষে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়
- শেরপুর সীমান্ত দিয়ে ভারত থেকে ১০ জনকে পুশইন
- টঙ্গীতে ছিনতাইকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন
- প্রথমবারের মতো সৌর শক্তি ইইউ’র বৃহত্তম একক শক্তির উৎসে পরিণত
- গাইবান্ধার দুই এমপিওভুক্ত বিদ্যালয়ে এসএসসিতে শতভাগ ফেল
- খুলনায় বাসার সামনে যুবদল নেতাকে গুলি করে হত্যা
- ভালুকায় দাখিল পরীক্ষায় শীর্ষ অবস্থানে দারুননাজাত মডেল মাদ্রাসা
- থিম্পুতে চলছে এসপিবিএ ভুটান আর্টক্যাম্প ২০২৫
- মুন্সীগঞ্জে এতিম শিক্ষার্থী ও ছিন্নমূল মানুষের মাঝে আহার বিতরণ বসুন্ধরা শুভসংঘের
- পি-২২: পাহাড়ে ঘুরে বেড়ানো সিংহ হয়ে উঠল পরিবেশ আন্দোলনের মুখ
- শাবিপ্রবিতে আয়োজিত হচ্ছে ‘রেইজ ফর জাস্টিস’ ম্যারাথন, চলছে রেজিস্ট্রেশন
- ডিমের বাজারে স্বস্তির হাওয়া, বেড়েছে বিক্রি
- ৫ বলে ৫ উইকেট, ক্রিকেটে নতুন বিশ্বরেকর্ড গড়লেন ক্যাম্ফার
দুই রাতে ১১ ট্রান্সফরমার চুরি বোরো আবাদ নিয়ে শঙ্কা
টাঙ্গাইল ও সখীপুর প্রতিনিধি
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর