টাঙ্গাইলের মির্জাপুরে ও সখীপুরে গত দুই রাতে ১১টি বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি হয়েছে। মির্জাপুর উপজেলার আনাইতারা ইউনিয়নের চরবিলসা ও দরিবহর গ্রামে বুধবার দিবাগত রাতে চুরি হয় সাতটি ট্রান্সফরমার। এতে চলতি মৌসুমে বোরো আবাদ নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। জানা যায়, গ্রাম দুটিতে বোরো আবাদের জন্য অগভীর নলকূপের কিছু প্রকল্প রয়েছে। প্রতিটি প্রকল্প বিদ্যুৎচালিত হওয়ায় একটি ট্রান্সফরমারের অধীনে একটি করে মিটার রয়েছে। বুধবার রাতে দুই গ্রামের সাতটি ট্রান্সফরমার চুরি হয়। সকালে জমির খোঁজ নিতে গিয়ে লোকজন চুরির বিষয়টি জানতে পারেন। যাদের প্রকল্পের ট্রান্সফরমার চুরি হয়েছে তারা হলেন- চরবিসা গ্রামের শরীফুল ইসলাম, বুদ্দু মিয়া, লাল মিয়া, ছানোয়ার হোসেন, মঙ্গল মিয়া এবং দরিবহর গ্রামের ময়নাল ও শরীফুল ইসলাম। চরবিলসা গ্রামের কৃষক শরীফুল ইসলাম বলেন, বোরো মৌসুম শুরুর আগ মুহূর্তে ট্রান্সফরমার চুরি হওয়ায় আবাদ নিয়ে শঙ্কায় রয়েছেন তারা। টাঙ্গাইল পল্লী বিদ্যুৎ সমিতির মির্জাপুর জোনাল অফিসের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) জসীম উদ্দিন বলেন, ঘটনাস্থলে লোক পাঠানো হয়েছে। কৃষকরা যাতে ক্ষতিগ্রস্ত না হন সেদিকে লক্ষ্য রেখে সমিতির নিয়মানুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। এদিকে সখীপুরে বৃহস্পতিবার রাতে ১১ কেভি লাইনের চারটি টান্সফরমার চুরি হয়েছে। কাকড়াজান ইউনিয়নের পলাশতলী এলাকায় বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে। গভীর নলকূপের জন্য ব্যবহৃত ওই ট্রান্সফরমার চুরি হওয়ায় বোরোর বীজতলা তৈরি নিয়ে শঙ্কায় পড়েছেন চাষিরা। সরেজমিন দেখা যায়, নিরাপত্তার জন্য লোহার খাঁচা দিয়ে আটকানো গভীর নলকূপের চারটি ট্রান্সফরমার রাতের আঁধারে কে বা কারা নিয়ে গেছে। পড়ে আছে শুধু টিনের বাক্স। সকালে এলাকার লোকজন স্থানীয় পল্লী বিদ্যুৎ অফিসে জানালে কর্তৃপক্ষ ঘটনাস্থল পরিদর্শন করেন। স্থানীয় আবু আশরাফ বলেন, বিএডিসি থেকে নবায়নকৃত গভীর নলকূপের ট্রান্সফরমার চুরি হওয়ায় কৃষকদের অনেক ক্ষতি হবে। এখন বোরোর বীজতলা তৈরির সময়। আমরা দ্রুত ট্রান্সফরমার চাই। পল্লী বিদ্যুতের সখীপুর উপজেলা ইনচার্জ আবদুল জলিল বলেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানিয়েছি। আশা করছি নতুন করে ট্রান্সফরমারের ব্যবস্থা হয়ে যাবে। সখীপুর থানার ওসি শেখ শাহিনুর রহমান বলেন, ট্রান্সফরমার চুরির বিষয়ে কেউ অভিযোগ করেনি।
শিরোনাম
- ভারতে পালানোর সময় শামীম ওসমানের সহযোগী আজিজ গ্রেফতার
- শাহজালালে অগ্নিকাণ্ড তদন্তে সহায়তায় ঢাকায় তুরস্কের বিশেষজ্ঞ দল
- মৌসুমের প্রথম এল ক্ল্যাসিকো জিতল রিয়াল
- ড্যাফোডিল ও সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ, গাড়িতে আগুন
- আবারও প্রেসিডেন্ট পদে প্রার্থী হওয়ার ইঙ্গিত দিলেন কমলা হ্যারিস
- ২৫ দিনে রেমিট্যান্স এলো ২৫ হাজার কোটি টাকা
- সোমবার ভোটকেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রকাশ : ইসি সচিব
- অবশেষে চীন-ভারত সরাসরি ফ্লাইট চালু
- মালয়েশিয়ায় ট্রাম্পবিরোধী বিক্ষোভ
- সৌদিতে সাত দিনে ২২ হাজারের বেশি প্রবাসী গ্রেফতার
- শ্রীলঙ্কার দুই বিমানবালাকে মারধরের অভিযোগে সৌদি যুবক গ্রেফতার
- অ্যাঞ্জেলিক এয়ার ফ্রেশনারের নতুন দুই ভ্যারিয়েন্ট উন্মোচন
- যুবকদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সৎ ও যোগ্য নেতৃত্ব নির্বাচিত করতে হবে : মাসুদ সাঈদী
- যুক্তরাষ্ট্র ও মালয়েশিয়ার নতুন বাণিজ্যচুক্তি সই
- আবারও পাকিস্তান প্রধানমন্ত্রী-সেনাপ্রধানের ভূয়সী প্রশংসা করলেন ট্রাম্প
- নতুন কমিটিকে অভিনন্দন জানিয়ে লক্ষ্মীপুরে ছাত্রদলের আনন্দ মিছিল
- বাগেরহাটে বিএনপির ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ
- বাকসু নির্বাচনের দাবিতে অনশনে এক শিক্ষার্থী
- গৃহশিক্ষকসহ স্কুলছাত্রকে এসিড নিক্ষেপ: দুই যুবকের যাবজ্জীবন
- ঝিনাইদহে পানিতে ডুবে শিশুর মৃত্যু
দুই রাতে ১১ ট্রান্সফরমার চুরি বোরো আবাদ নিয়ে শঙ্কা
টাঙ্গাইল ও সখীপুর প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর