শনিবার, ৯ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

শিক্ষার্থীসহ প্রাণহানি ১০

প্রতিদিন ডেস্ক

শিক্ষার্থীসহ প্রাণহানি ১০

দেশের বিভিন্ন এলাকায় সড়ক দুর্ঘটনায় এক শিক্ষার্থীসহ ১০ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাত থেকে গতকাল বিকাল পর্যন্ত এসব দুর্ঘটনা ঘটে।

রংপুর : গঙ্গাচড়ার লক্ষ্মীটারী ইউনিয়নের মহিপুর ব্রিজের ওপর পাথরবোঝাই ট্রাক্টরের ধাক্কায় নিহত হয়েছেন মাকসুদার রহমান (৭৫) নামে এক বাইসাইকেল চালক। তার বাড়ি পশ্চিম মহিপুর গ্রামে। অপরদিকে কাউনিয়া উপজেলায় কিন্ডারগার্টেন সোসাইটির বৃত্তি পরীক্ষা দিয়ে ফেরার পথে দুই আটোরিকশার সংঘর্ষে আফসানা খাতুন (১২) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছে। গাইবান্ধা : গতকাল সন্ধ্যায় সুন্দরগঞ্জের রামজীবনে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সাজিদ মিয়া (১৮) ও জুয়েল রানা (১৮) নামে দুই বন্ধু নিহত হয়েছেন। তারা রংপুর শহরের তিনমাথা এলকার বাসিন্দা।  দিনাজপুর : বৃহস্পতিবার রাতে নবাবগঞ্জের ভাদুরিয়া বাজারে মহাসড়কের ওপর দাঁড়িয়ে থাকা একটি পণ্যবোঝাই ট্রাককে পেছনে ধাক্কা দেয় আরেকটি ট্রাক। এতে কদর আলী (৪০) নামে এক ট্রাকের হেলপার নিহত ও ছয়জন আহত হয়েছেন। অপরদিকে বৃহস্পতিবার সন্ধ্যায় বীরগঞ্জের পাঁচপীর এলাকায় ট্রাকের সঙ্গে পাগলু ও অটোচার্জারের ত্রিমুখী সংঘর্ষে ছয়জন আহত হয়েছেন। ময়মনসিংহ : বৃহস্পতিবার রাতে ফুলপুরে বাস উল্টে রফিকুল ইসলাম (৪৫) নামে এক ব্যক্তি নিহত ও ১৫ জন আহত হয়েছেন। লালমনিরহাট : কালীগঞ্জের কাকিনা কবিবাড়ী এলাকায় ট্রাক্টরের সঙ্গে অটোরিকশার সংঘর্ষে সোহাগ মিয়া (২৭) নামে এক যাত্রী নিহত ও ছয় যাত্রী আহত হয়েছেন। গোপালগঞ্জ : ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার ডুমদিয়ায় বৃহস্পতিবার রাতে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে মোস্তফা কামাল (৫৫) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। এতে আহত হয়েছে তার স্ত্রী ও দুই মেয়েসহ চারজন।   কুমিল্লা : গতকাল বিকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম উপজেলার আমানগন্ডায় প্রাইভেটকার চাপায় এক ব্যবসায়ী নিহত হয়েছেন।  নিহত দুলাল মিয়া (৫৮) চৌদ্দগ্রাম উপজেলার আমানগন্ডা উত্তরপাড়ার বাসিন্দা।     চকরিয়া (কক্সবাজার) : কক্সবাজারের চকরিয়া-মহেশখালী আঞ্চলিক মহাসড়কে ডাম্প ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে জাবেদ সিকদার (২৭) নামে এক যুবক নিহত হয়েছেন। গতকাল মহাসড়কের ইলিশিয়ায় এ দুর্ঘটনা ঘটে।

সর্বশেষ খবর