শনিবার, ৩০ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

মহাসড়কে ইজিবাইকের রাজত্ব

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

মহাসড়কে ইজিবাইকের রাজত্ব

কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক দাপিয়ে বেড়াচ্ছে নিষিদ্ধ ব্যাটারিচালিত রিকশা ও ইজিবাইক। অনেক সময় উল্টো পথে চলে এসব যান। এতে প্রতিনিয়ত দেখা দিচ্ছে যানজট। ঘটছে দুর্ঘটনা।

এলাকাবাসী, পুলিশ ও বিভিন্ন পরিবহনের চালক সূত্রে জানা গেছে, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মৌচাক থেকে বোর্ডঘর বাজার পর্যন্ত ব্যাটারিচালিত রিকশা, অটোরিকশা ও ইজিবাইক রাজত্ব করছে। এসব বাহনের চালকরা দ্রুত গতিতে উল্টো পথে চলে। কোনো নিয়ম-নীতির তোয়াক্কা করেন না। হাইওয়ে পুলিশও এগুলো নিয়ন্ত্রণ করতে হিমশিম খাচ্ছে। মৌচাক, সফিপুর, চন্দ্রা পল্লীবিদ্যুৎ, কালিয়াকৈর বাজারসহ বিভিন্ন এলাকায় দেখা যায় শত শত ব্যাটারি অবৈধ যানবাহন। কালিয়াকৈর বাজার এলাকার ব্যাটারিচালিত রিকশাচালক জিয়া উদ্দিন বলেন, মহাসড়কে দ্রুত রিকশা চালানো যায় এবং যাত্রী বেশি থাকে। ফলে আয়-রোজগার বেশি হয়। এ জন্য মহাসড়কেই রিকশা চালাই। চন্দ্রা এলাকার ইজিবাইকচালক শরিফ মিয়া বলেন, আঞ্চলিক সড়কগুলোর বেশির ভাগই ভাঙাচোরা। এসব সড়কে চালালে ইজিবাইকের ক্ষতি হয়। এ ছাড়া যাত্রীও কম থাকে। যাত্রীদের জন্য দীর্ঘ সময় বসে থাকতে হয়। ফলে আয়-রোজগার একেবারেই কম হয়। মহাসড়কে যাত্রী বেশি থাকে, রোজগারও বেশি হয়। নাওজোড় হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাত হোসেন বলেন, মহাসড়কে এসব যানবাহন চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ। মহাসড়কে এলেই আমরা মামলা দিচ্ছি।

আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

সর্বশেষ খবর