‘আইন মেনে সড়কে চলি, নিরাপদে ঘরে ফিরি’ স্লোগানে চুয়াডাঙ্গায় পেশাগত গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ কর্মশালা হয়েছে। চুয়াডাঙ্গা আদর্শ উচ্চবিদ্যালয়ের সভাকক্ষে গতকাল এ কর্মশালায় জেলা বিআরটিএ সহকারী পরিচালক আতিয়ার রহমান সভাপতিত্ব করেন। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর সাদাত হোসেন।