পঞ্চগড়ের চাষিরা ঝুঁকেছেন পিঁয়াজ ও রসুন আবাদে। অনেক কৃষক পরিবারের চাহিদা মেটাতে বাড়ির আশপাশে ক্ষুদ্র পরিসরে চাষ করেছে পিঁয়াজ রসুন। অনেকে আবাদ করেছেন বাড়তি আয়ের জন্য। মুড়ি কাটা পিঁয়াজ তোলার মৌসুম চলছে। চারা পিঁয়াজ তোলা শুরু হবে কিছুদিন পরেই। এরই মধ্যে খেত থেকে শুরু হয়েছে পিঁয়াজ রসুন চুরি। এতে চাষিরা আতঙ্কে রয়েছেন। তারা জানান, কে বা কারা রাতের আঁধারে খেত থেকেই পিঁয়াজ রসুন চুরি করে নিয়ে যাচ্ছে। চাষিরা বলছেন, ইতোমধ্যে তিন থেকে চার কাঠা জমিতে লাগানো পিঁয়াজ তুলে নিয়েছে চোররা। এক কাঠা জমিতে ৮ থেকে ৯ মণ পিঁয়াজ হয়। ৮০ টাকা কেজি দরে বর্তমানে নতুন পিঁয়াজ বিক্রি হচ্ছে। এক কাঠা জমিতে ৩০-৩৫ হাজার টাকার পিঁয়াজ হয়। রসুনের দাম আরও বেশি। পিঁয়াজ চুরি হওয়ায় অনেকে সম্বল হারিয়েছেন। অনেক চাষি ধান বিক্রি করে পিঁয়াজ চাষ করেছেন। চুরি হওয়ায় এখন তাদের আসল টাকাও নেই। এ অবস্থায় অনেকে দিশাহারা হয়ে পড়েছেন। রাতে কেউ কেউ পাহারা দিলেও বাড়তি ব্যয় হওয়ায় পাহারাদার রাখতে পারছেন না অনেকে। প্রশাসন বা স্থানীয় জনপ্রতিনিধিরাও রয়েছেন অস্বস্থিতে। তেঁতুলিয়া উপজেলার কাটা পাড়া গ্রামের ভ্যানচালক নজিমুল ইসলাম জানান, পরিবারের চাহিদা মেটাতে চার কাঠায় এবার পিঁয়াজ আবাদ করেছি। আশা করেছিলাম, নিজেরা খেয়ে বাড়তি কিছু আয় করব। প্রায় ১৫-১৬ হাজার টাকা খরচ হয়ে গেছে। ভ্যান চালিয়ে যা আয় করেছি তা থেকে পিঁয়াজ খেতে ব্যয় করেছি। ফলন ভালো হয়েছিল। কয়েক দিন আগে ভোরে খেতে গিয়ে দেখি একটা পিঁয়াজের গাছও নেই। পাতাগুলো পড়ে আছে। কয়েক দিন পরই পিঁয়াজ তুলতাম। কাকে কী বলব। কে চুরি করল নিজেই জানি না। একই উপজেলার ভজনপুর ইউনিয়নের ডাক্তারপাড়ার মকবুল হোসেন জানান, এক বিঘা বর্গা নিয়ে আলু, রসুন, পিঁয়াজসহ কয়েক প্রকার ফসল আবাদ করেছি। পিঁয়াজ করেছি তিন কাঠায়। অন্তত ৩০ মণ ফলন পেতাম। শনিবার সকালে খেতে গিয়ে দেখি একটি পিঁয়াজও নেই। যা ব্যয় করেছি সব শেষ। পঞ্চগড় কৃষি সম্পসারণ অধিদফতরের সহকারী কৃষি কর্মকর্তা আনোয়ার সাদেক জানান, এ বছর পঞ্চগড়ে ৮৫২ হেক্টর জমিতে রসুন এবং ১ হাজার ৯০০ হেক্টরে পিঁয়াজ আবাদ হয়েছে। খেত থেকে পিঁয়াজ রসুন চুরি হয়ে যাচ্ছে খবর পেয়েছি। প্রশাসনকে বিষয়টি জানিয়েছি।
শিরোনাম
- রাবি শিক্ষার্থীদের ওপর দুর্বৃত্তদের হামলার প্রতিবাদে মহাসড়ক অবরোধ
- বিপিএল নিলামের নতুন তারিখ ঘোষণা
- স্বর্ণের দাম বেড়েছে
- বগুড়ায় তারেক রহমানের পক্ষে ভোট চেয়ে পথসভা ও গণসংযোগ
- গাজায় ৩ হাজার পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দিতে চায় ইইউ
- অজিত দোভালকে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানালেন খলিলুর রহমান
- শেখ হাসিনাকে বন্দী বিনিময় চুক্তির মাধ্যমে ফিরিয়ে রায় কার্যকর করতে হবে : দুলু
- সাইফের স্ট্যালিয়ন্সকে হারাল তাসকিনের নর্দান ওয়ারিয়র্স
- তা’মীরুল মিল্লাত মাদরাসার টঙ্গী শাখা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
- ৪২ বছর বয়সে বিশ্বকাপ খেলার সুযোগ পেলেন স্কটিশ গোলরক্ষক গর্ডন
- দেশে থেকেই কার্ড দিয়ে বিদেশি রুটের বিমানের টিকিট কেনা যাবে
- জিয়া পরিবার ফোবিয়ায় যারা ভোগেন, তাদের জনভিত্তি নেই : প্রিন্স
- বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে সমর্থন পুনর্ব্যক্ত করলো ডেনমার্ক
- গণভোট নিয়ে অধ্যাদেশ জারির পর করণীয় বিষয়ে পদক্ষেপ : সিইসি
- শান্তি প্রচেষ্টা জোরদারে আলোচনার জন্য তুরস্কে জেলেনস্কি
- সাংবাদিক খাসোগি হত্যাকাণ্ড নিয়ে সৌদি যুবরাজের পক্ষ নিলেন ট্রাম্প
- কিবরিয়া হত্যায় ৩০ হাজার টাকার চুক্তি হয় : র্যাব
- লাশ পোড়ানোর মামলায় ক্ষমা চেয়ে জবানবন্দি দিলেন রাজসাক্ষী আবজালুল
- শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সামরিক বাহিনীর সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন করলো বসুন্ধরা নিবাসী চবিয়ানরা