পঞ্চগড়ের চাষিরা ঝুঁকেছেন পিঁয়াজ ও রসুন আবাদে। অনেক কৃষক পরিবারের চাহিদা মেটাতে বাড়ির আশপাশে ক্ষুদ্র পরিসরে চাষ করেছে পিঁয়াজ রসুন। অনেকে আবাদ করেছেন বাড়তি আয়ের জন্য। মুড়ি কাটা পিঁয়াজ তোলার মৌসুম চলছে। চারা পিঁয়াজ তোলা শুরু হবে কিছুদিন পরেই। এরই মধ্যে খেত থেকে শুরু হয়েছে পিঁয়াজ রসুন চুরি। এতে চাষিরা আতঙ্কে রয়েছেন। তারা জানান, কে বা কারা রাতের আঁধারে খেত থেকেই পিঁয়াজ রসুন চুরি করে নিয়ে যাচ্ছে। চাষিরা বলছেন, ইতোমধ্যে তিন থেকে চার কাঠা জমিতে লাগানো পিঁয়াজ তুলে নিয়েছে চোররা। এক কাঠা জমিতে ৮ থেকে ৯ মণ পিঁয়াজ হয়। ৮০ টাকা কেজি দরে বর্তমানে নতুন পিঁয়াজ বিক্রি হচ্ছে। এক কাঠা জমিতে ৩০-৩৫ হাজার টাকার পিঁয়াজ হয়। রসুনের দাম আরও বেশি। পিঁয়াজ চুরি হওয়ায় অনেকে সম্বল হারিয়েছেন। অনেক চাষি ধান বিক্রি করে পিঁয়াজ চাষ করেছেন। চুরি হওয়ায় এখন তাদের আসল টাকাও নেই। এ অবস্থায় অনেকে দিশাহারা হয়ে পড়েছেন। রাতে কেউ কেউ পাহারা দিলেও বাড়তি ব্যয় হওয়ায় পাহারাদার রাখতে পারছেন না অনেকে। প্রশাসন বা স্থানীয় জনপ্রতিনিধিরাও রয়েছেন অস্বস্থিতে। তেঁতুলিয়া উপজেলার কাটা পাড়া গ্রামের ভ্যানচালক নজিমুল ইসলাম জানান, পরিবারের চাহিদা মেটাতে চার কাঠায় এবার পিঁয়াজ আবাদ করেছি। আশা করেছিলাম, নিজেরা খেয়ে বাড়তি কিছু আয় করব। প্রায় ১৫-১৬ হাজার টাকা খরচ হয়ে গেছে। ভ্যান চালিয়ে যা আয় করেছি তা থেকে পিঁয়াজ খেতে ব্যয় করেছি। ফলন ভালো হয়েছিল। কয়েক দিন আগে ভোরে খেতে গিয়ে দেখি একটা পিঁয়াজের গাছও নেই। পাতাগুলো পড়ে আছে। কয়েক দিন পরই পিঁয়াজ তুলতাম। কাকে কী বলব। কে চুরি করল নিজেই জানি না। একই উপজেলার ভজনপুর ইউনিয়নের ডাক্তারপাড়ার মকবুল হোসেন জানান, এক বিঘা বর্গা নিয়ে আলু, রসুন, পিঁয়াজসহ কয়েক প্রকার ফসল আবাদ করেছি। পিঁয়াজ করেছি তিন কাঠায়। অন্তত ৩০ মণ ফলন পেতাম। শনিবার সকালে খেতে গিয়ে দেখি একটি পিঁয়াজও নেই। যা ব্যয় করেছি সব শেষ। পঞ্চগড় কৃষি সম্পসারণ অধিদফতরের সহকারী কৃষি কর্মকর্তা আনোয়ার সাদেক জানান, এ বছর পঞ্চগড়ে ৮৫২ হেক্টর জমিতে রসুন এবং ১ হাজার ৯০০ হেক্টরে পিঁয়াজ আবাদ হয়েছে। খেত থেকে পিঁয়াজ রসুন চুরি হয়ে যাচ্ছে খবর পেয়েছি। প্রশাসনকে বিষয়টি জানিয়েছি।
শিরোনাম
- অবশেষে চীন-ভারত সরাসরি ফ্লাইট চালু
- মালয়েশিয়ায় ট্রাম্পবিরোধী বিক্ষোভ
- সৌদিতে সাত দিনে ২২ হাজারের বেশি প্রবাসী গ্রেফতার
- শ্রীলঙ্কার দুই বিমানবালাকে মারধরের অভিযোগে সৌদি যুবক গ্রেফতার
- অ্যাঞ্জেলিক এয়ার ফ্রেশনারের নতুন দুই ভ্যারিয়েন্ট উন্মোচন
- যুবকদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সৎ ও যোগ্য নেতৃত্ব নির্বাচিত করতে হবে : মাসুদ সাঈদী
- যুক্তরাষ্ট্র ও মালয়েশিয়ার নতুন বাণিজ্যচুক্তি সই
- আবারও পাকিস্তান প্রধানমন্ত্রী-সেনাপ্রধানের ভূয়সী প্রশংসা করলেন ট্রাম্প
- নতুন কমিটিকে অভিনন্দন জানিয়ে লক্ষ্মীপুরে ছাত্রদলের আনন্দ মিছিল
- বাগেরহাটে বিএনপির ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ
- বাকসু নির্বাচনের দাবিতে অনশনে এক শিক্ষার্থী
- গৃহশিক্ষকসহ স্কুলছাত্রকে এসিড নিক্ষেপ: দুই যুবকের যাবজ্জীবন
- ঝিনাইদহে পানিতে ডুবে শিশুর মৃত্যু
- নির্বাচন ছাড়া সংস্কার বাস্তবায়ন হবে না : জোনায়েদ সাকি
- সুন্দরবনে আগ্নেয়াস্ত্রসহ বনদস্যু বাহিনীর প্রধান আটক
- বগুড়ায় পৌর কর্মচারীদের মানববন্ধন
- ইরাকে তেলের খনিতে অগ্নিকাণ্ডে নিহত ২
- বাউবির এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.৩৪ শতাংশ
- ইলিশ নিয়ে তীরে ফিরছেন জেলেরা
- বিস্ফোরক মামলায় মির্জা ফখরুলসহ ১৬৩ জনকে অব্যাহতি
খেত থেকেই চুরি পিঁয়াজ রসুন
পঞ্চগড় প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর