পঞ্চগড়ের চাষিরা ঝুঁকেছেন পিঁয়াজ ও রসুন আবাদে। অনেক কৃষক পরিবারের চাহিদা মেটাতে বাড়ির আশপাশে ক্ষুদ্র পরিসরে চাষ করেছে পিঁয়াজ রসুন। অনেকে আবাদ করেছেন বাড়তি আয়ের জন্য। মুড়ি কাটা পিঁয়াজ তোলার মৌসুম চলছে। চারা পিঁয়াজ তোলা শুরু হবে কিছুদিন পরেই। এরই মধ্যে খেত থেকে শুরু হয়েছে পিঁয়াজ রসুন চুরি। এতে চাষিরা আতঙ্কে রয়েছেন। তারা জানান, কে বা কারা রাতের আঁধারে খেত থেকেই পিঁয়াজ রসুন চুরি করে নিয়ে যাচ্ছে। চাষিরা বলছেন, ইতোমধ্যে তিন থেকে চার কাঠা জমিতে লাগানো পিঁয়াজ তুলে নিয়েছে চোররা। এক কাঠা জমিতে ৮ থেকে ৯ মণ পিঁয়াজ হয়। ৮০ টাকা কেজি দরে বর্তমানে নতুন পিঁয়াজ বিক্রি হচ্ছে। এক কাঠা জমিতে ৩০-৩৫ হাজার টাকার পিঁয়াজ হয়। রসুনের দাম আরও বেশি। পিঁয়াজ চুরি হওয়ায় অনেকে সম্বল হারিয়েছেন। অনেক চাষি ধান বিক্রি করে পিঁয়াজ চাষ করেছেন। চুরি হওয়ায় এখন তাদের আসল টাকাও নেই। এ অবস্থায় অনেকে দিশাহারা হয়ে পড়েছেন। রাতে কেউ কেউ পাহারা দিলেও বাড়তি ব্যয় হওয়ায় পাহারাদার রাখতে পারছেন না অনেকে। প্রশাসন বা স্থানীয় জনপ্রতিনিধিরাও রয়েছেন অস্বস্থিতে। তেঁতুলিয়া উপজেলার কাটা পাড়া গ্রামের ভ্যানচালক নজিমুল ইসলাম জানান, পরিবারের চাহিদা মেটাতে চার কাঠায় এবার পিঁয়াজ আবাদ করেছি। আশা করেছিলাম, নিজেরা খেয়ে বাড়তি কিছু আয় করব। প্রায় ১৫-১৬ হাজার টাকা খরচ হয়ে গেছে। ভ্যান চালিয়ে যা আয় করেছি তা থেকে পিঁয়াজ খেতে ব্যয় করেছি। ফলন ভালো হয়েছিল। কয়েক দিন আগে ভোরে খেতে গিয়ে দেখি একটা পিঁয়াজের গাছও নেই। পাতাগুলো পড়ে আছে। কয়েক দিন পরই পিঁয়াজ তুলতাম। কাকে কী বলব। কে চুরি করল নিজেই জানি না। একই উপজেলার ভজনপুর ইউনিয়নের ডাক্তারপাড়ার মকবুল হোসেন জানান, এক বিঘা বর্গা নিয়ে আলু, রসুন, পিঁয়াজসহ কয়েক প্রকার ফসল আবাদ করেছি। পিঁয়াজ করেছি তিন কাঠায়। অন্তত ৩০ মণ ফলন পেতাম। শনিবার সকালে খেতে গিয়ে দেখি একটি পিঁয়াজও নেই। যা ব্যয় করেছি সব শেষ। পঞ্চগড় কৃষি সম্পসারণ অধিদফতরের সহকারী কৃষি কর্মকর্তা আনোয়ার সাদেক জানান, এ বছর পঞ্চগড়ে ৮৫২ হেক্টর জমিতে রসুন এবং ১ হাজার ৯০০ হেক্টরে পিঁয়াজ আবাদ হয়েছে। খেত থেকে পিঁয়াজ রসুন চুরি হয়ে যাচ্ছে খবর পেয়েছি। প্রশাসনকে বিষয়টি জানিয়েছি।
শিরোনাম
- ইসির ৯ কর্মকর্তাকে বদলি-পদায়ন
- জাতির গর্বিত প্রতিষ্ঠান সশস্ত্র বাহিনী: তারেক রহমান
- জাতিসংঘের কপ-৩০ জলবায়ু সম্মেলন ভেন্যুতে ভয়াবহ আগুন
- দেশের বাজারে কমলো স্বর্ণের দাম
- তরুণরাই গড়বে সুন্দর বাংলাদেশ: ইসরাফিল খসরু
- রুশ গোয়েন্দা জাহাজ থেকে লেজার নিক্ষেপ, যুক্তরাজ্যের কড়া হুঁশিয়ারি
- নেত্রকোনায় ভুয়া এমবিবিএস ডাক্তার আটক, ৭ দিনের কারাদণ্ড
- ফটিকছড়ি প্রেস ক্লাবের নতুন কার্যালয় উদ্বোধন
- সীমান্তে কোটি টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি
- তারেক রহমান প্রধানমন্ত্রী হলে নারীর নিরাপত্তা উন্নত হবে: শামা ওবায়েদ
- গাজায় ইসরায়েলের হামলায় কাতারের নিন্দা
- ভারতীয় বিমান চলাচলে নিষেধাজ্ঞার মেয়াদ আবারও বাড়ালো পাকিস্তান
- আফগান সীমান্তে পাকিস্তানের অভিযান, নিহত ৩০
- ঢাকার যে আসনের প্রার্থী হতে মনোনয়ন কিনলেন রিকশাচালক সুজন
- রাশিয়া-যুক্তরাষ্ট্র মিলে তৈরি করছে শান্তিচুক্তির খসড়া, বিপাকে ইউক্রেন
- চবিতে চীনের অর্থায়নে কনফুসিয়াস সেন্টার স্থাপনের চূড়ান্ত সিদ্ধান্ত
- বেগম রোকেয়ার সুলতানা’স ড্রিমের বাংলা নাট্যরূপ মঞ্চস্থ করল আইইউবি থিয়েটার
- ‘সড়ক দুর্ঘটনায় নিহতদের ৩২ শতাংশই ৫-২৯ বছর বয়সী’
- টঙ্গীতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
- চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত
খেত থেকেই চুরি পিঁয়াজ রসুন
পঞ্চগড় প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর