পঞ্চগড়ের চাষিরা ঝুঁকেছেন পিঁয়াজ ও রসুন আবাদে। অনেক কৃষক পরিবারের চাহিদা মেটাতে বাড়ির আশপাশে ক্ষুদ্র পরিসরে চাষ করেছে পিঁয়াজ রসুন। অনেকে আবাদ করেছেন বাড়তি আয়ের জন্য। মুড়ি কাটা পিঁয়াজ তোলার মৌসুম চলছে। চারা পিঁয়াজ তোলা শুরু হবে কিছুদিন পরেই। এরই মধ্যে খেত থেকে শুরু হয়েছে পিঁয়াজ রসুন চুরি। এতে চাষিরা আতঙ্কে রয়েছেন। তারা জানান, কে বা কারা রাতের আঁধারে খেত থেকেই পিঁয়াজ রসুন চুরি করে নিয়ে যাচ্ছে। চাষিরা বলছেন, ইতোমধ্যে তিন থেকে চার কাঠা জমিতে লাগানো পিঁয়াজ তুলে নিয়েছে চোররা। এক কাঠা জমিতে ৮ থেকে ৯ মণ পিঁয়াজ হয়। ৮০ টাকা কেজি দরে বর্তমানে নতুন পিঁয়াজ বিক্রি হচ্ছে। এক কাঠা জমিতে ৩০-৩৫ হাজার টাকার পিঁয়াজ হয়। রসুনের দাম আরও বেশি। পিঁয়াজ চুরি হওয়ায় অনেকে সম্বল হারিয়েছেন। অনেক চাষি ধান বিক্রি করে পিঁয়াজ চাষ করেছেন। চুরি হওয়ায় এখন তাদের আসল টাকাও নেই। এ অবস্থায় অনেকে দিশাহারা হয়ে পড়েছেন। রাতে কেউ কেউ পাহারা দিলেও বাড়তি ব্যয় হওয়ায় পাহারাদার রাখতে পারছেন না অনেকে। প্রশাসন বা স্থানীয় জনপ্রতিনিধিরাও রয়েছেন অস্বস্থিতে। তেঁতুলিয়া উপজেলার কাটা পাড়া গ্রামের ভ্যানচালক নজিমুল ইসলাম জানান, পরিবারের চাহিদা মেটাতে চার কাঠায় এবার পিঁয়াজ আবাদ করেছি। আশা করেছিলাম, নিজেরা খেয়ে বাড়তি কিছু আয় করব। প্রায় ১৫-১৬ হাজার টাকা খরচ হয়ে গেছে। ভ্যান চালিয়ে যা আয় করেছি তা থেকে পিঁয়াজ খেতে ব্যয় করেছি। ফলন ভালো হয়েছিল। কয়েক দিন আগে ভোরে খেতে গিয়ে দেখি একটা পিঁয়াজের গাছও নেই। পাতাগুলো পড়ে আছে। কয়েক দিন পরই পিঁয়াজ তুলতাম। কাকে কী বলব। কে চুরি করল নিজেই জানি না। একই উপজেলার ভজনপুর ইউনিয়নের ডাক্তারপাড়ার মকবুল হোসেন জানান, এক বিঘা বর্গা নিয়ে আলু, রসুন, পিঁয়াজসহ কয়েক প্রকার ফসল আবাদ করেছি। পিঁয়াজ করেছি তিন কাঠায়। অন্তত ৩০ মণ ফলন পেতাম। শনিবার সকালে খেতে গিয়ে দেখি একটি পিঁয়াজও নেই। যা ব্যয় করেছি সব শেষ। পঞ্চগড় কৃষি সম্পসারণ অধিদফতরের সহকারী কৃষি কর্মকর্তা আনোয়ার সাদেক জানান, এ বছর পঞ্চগড়ে ৮৫২ হেক্টর জমিতে রসুন এবং ১ হাজার ৯০০ হেক্টরে পিঁয়াজ আবাদ হয়েছে। খেত থেকে পিঁয়াজ রসুন চুরি হয়ে যাচ্ছে খবর পেয়েছি। প্রশাসনকে বিষয়টি জানিয়েছি।
শিরোনাম
- সাড়ে ৯ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল স্বাভাবিক
- নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে খালেদা জিয়া
- সাদিয়া আয়মানের অভিনয়ে মুগ্ধ অনিরুদ্ধ রায়
- গাইবান্ধা কারাগারে অসুস্থ হয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু
- আদাবরের শীর্ষ ছিনতাইকারী ‘চোরা রুবেল’ গ্রেপ্তার
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
- শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দিতে বিভাগীয় শহরে বাস দিল জবি
- ভূমিকম্প অনিশ্চিত তাই বিদ্যালয় বন্ধের সুযোগ নেই: প্রাথমিক শিক্ষা উপদেষ্টা
- ঢাকা মেডিকেলে একাডেমিক কার্যক্রম আগামী ২৯ নভেম্বর পর্যন্ত বন্ধ
- বাগেরহাটে ৩ বান্ধবীকে শ্লীলতাহানি ও একজনকে ধর্ষণের অভিযোগে মামলা
- হাসিনা-কামালকে ফেরাতে ভারতকে চিঠি দেওয়া হয়েছে : পররাষ্ট্র উপদেষ্টা
- পুণ্ড্র ইউনিভার্সিটিতে বিবিএ কার্নিভাল-৩ অনুষ্ঠিত
- নভেম্বরের ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৩ কোটি ডলার
- ফ্যাসিজম সহ্য করা হবে না, নিজেরাও ফ্যাসিষ্ট হবো না: তানিয়া রব
- বন্ধ কারখানা চালুর দাবিতে শ্রমিকদের মানববন্ধন
- ৮১ দেশি পর্যবেক্ষকের সঙ্গে ইসির সংলাপ ২৫ নভেম্বর
- ‘ফ্যামিলি ম্যান থ্রি’: মনোজ নয়, জয়দীপের সিজন?
- টিকটক ইউজারদের জন্য চালু হলো টাইম অ্যান্ড ওয়েল-বিয়িং ফিচার
- পটুয়াখালীতে হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন
- বাংলাদেশের কাল ব্রুনাই চ্যালেঞ্জ