জনগণের যাতায়াতের সুবিধার্থে এবং গ্রামীণ অবকাঠামো উন্নয়নে মানিকগঞ্জের ঘিওরে কালীগঙ্গা নদীর ওপরে ৩৬৫ মিটার দৈর্ঘ্যরে একটি সেতু নির্মাণ করা হয়। কিন্তু ভূমি অধিগ্রহণ জটিলতায় জনগণের কাজে আসছে না ৩৫ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা সেতুটি। দুই পাশের সংযোগ সড়কের অভাবে আড়াই বছর ধরে সেতুটি অব্যবহৃত পড়ে আছে। সেতুটি ব্যবহারযোগ্য হলে আশপাশের প্রায় ৫০টি গ্রামের কৃষক ও সাধারণ মানুষ উপকার পাবে। এখন এলাকার মানুষকে অনেক পথ ঘুরে জেলা শহরে যেতে হয়। উপজেলা এলজিইডি কার্যালয় সূত্রে জানা গেছে, ঘিওরের সিংজুরী ইউনিয়নের বৈকুণ্ঠপুরে কালীগঙ্গা নদীর ওপর ৩৬৫ মিটার দৈর্ঘ্যরে ওই সেতুর দরপত্র আহ্বান করা হয় ২০১৮ সালে। ২০২২ সালের ২৫ ফেব্রুয়ারি সেতুটির নির্মাণকাজ শেষ হয়। এরপর সংযোগ সড়ক নির্মাণসহ বিভিন্ন উন্নয়ন কাজের জন্য মেয়াদ বাড়ানো হয় ২০২৩ সালের ৯ মার্চ পর্যন্ত। প্রথমে সেতু নির্মাণ ব্যয় ৩০ কোটি টাকা ধার্য থাকলেও পরবর্তীতে সংযোগ সড়ক ও বিভিন্ন উন্নয়ন কাজের জন্য ৫ কোটি বাড়ানো হয়। এরপর সেতু ও সংযোগ সড়কসহ যাবতীয় উন্নয়নের কাজ ব্যয় ধরা হয় ৩৫ কোটি ৬০ লাখ ৪৫৪ হাজার টাকা। সেতু ও সংযোগ সড়ক নির্মাণের সময়ও বাড়ানো হয়। নির্মাণের আড়াই বছর পরও ব্যবহারের উপযোগী হয়নি সেতুটি। স্থানীয়রা জানান, ‘সেতুটি নির্মাণ দেখে ভেবেছিলাম, আমাদের দীর্ঘদিনের কষ্ট দূর হবে। কিন্তু দুই পাশের রাস্তা না থাকায় আমরা কেউ সেতুটি ব্যবহার করতে পারছি না। বর্ষাকালে আগের মতোই নৌকা ব্যবহার করতে হয়। তারা বলেন, দুই পাশে মাটি দিয়ে রাস্তাটি করা হলে সেতুটি ব্যবহার করা যাবে। সেতুটি ব্যবহারযোগ্য হলে আশপাশের প্রায় ৫০টি গ্রামের কৃষক ও সাধারণ মানুষ উপকার পাবে। সেতুটি ব্যবহারের উপযোগী না হওয়ায় এলাকার মানুষকে অনেক পথ ঘুরে জেলা শহরে যেতে হয়।’ ঠিকাদার প্রতিষ্ঠানের ম্যানেজার মাসুদ মিয়া জানান, সংযোগ সড়ক নির্মাণকাজ করতে গিয়ে কয়েকবার জমির মালিকদের বাধার মুখে পড়ে কাজ বন্ধ করতে হয়েছে। এখন সংযোগ সড়কের জায়গা বুঝে পেলেই আমরা কাজ শুরু করব। এ কাজ করতে আমাদের সময় লাগবে ৪-৫ মাস। ঘিওর উপজেলা প্রকৌশলী মোহাম্মদ আশরাফুল ইসলাম ভূঁইয়া জানান, ভূমি অধিগ্রহণের জন্য প্রশাসনের সঙ্গে আলোচনা হয়েছে। আশা করছি দ্রুতই ভূমি জটিলতা কেটে যাবে এবং সেতুর সংযোগ সড়ক নির্মাণকাজ শুরু হবে। মানিকগঞ্জ রেভিনিউ ডেপুটি কালেক্টর এল এ শাখার সিনিয়র সহকারী কমিশনার মামুনুর রশিদ জানান, সেতুর সংযোগ সড়ক নির্মাণের জন্য ৪.৯৬ শতাংশ ভূমি অধিগ্রহণের প্রক্রিয়া চলমান আছে। ইতোমধ্যে ভূমি মালিকদের ৭ ধারায় নোটিস করা হয়েছে। জেলা প্রশাসকের মাধ্যমে খুব দ্রুত ভূমি মালিকদের ক্ষতিপূরণ দেওয়া হবে।
শিরোনাম
- আমরা কোন রাজনীতির কথা ভাবছি
- রাজধানীতে বায়তুল মোকাররম মসজিদের সামনে বৈদ্যুতিক খুঁটিতে আগুন, পুড়ল দোকান
- ঢাকায় ভূমিকম্পে জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রের সমবেদনা
- ভূমিকম্পে ঢাকায় ক্ষতিগ্রস্ত ভবনের তালিকা প্রকাশ
- নারায়ণগঞ্জ জেলায় ভূমিকম্পে শিশুর মৃত্যু, আহত ২৪
- যাত্রাবাড়ীতে নবীউল্লাহ নবীর গণসংযোগ
- রাজধানীতে পরিবার পরিকল্পনা কর্মীদের অবস্থান কর্মসূচি
- ‘তথ্য প্রমাণের ভিত্তিতে হাসিনার বিচার হয়েছে, তবে আপিলের সুযোগ আছে’
- পোস্টাল ভোটিং: দুই দিনে সাড়ে ৬ হাজার নিবন্ধন
- একসঙ্গে সহকারী অধ্যাপক হলেন ১৮৭০ শিক্ষক
- হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন সতর্কবার্তা
- ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদী জেলায় যে ক্ষয়ক্ষতি হয়েছে
- রাজশাহীতে বদ্ধ ঘর থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার
- ‘ঢাকার পুরনো ভবনগুলোর ৯০ শতাংশ বিল্ডিং কোড না মেনে নির্মিত’
- ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১০
- ধানের শীষে দেশের মানুষের আস্থা রয়েছে: দুলু
- ডেঙ্গুতে মৃত্যুহীন দিনে হাসপাতালে আরও ৪৩৬ জন
- যেভাবে স্মার্টফোনেই মিলবে ভূমিকম্পের সতর্কবার্তা
- এমন ভূমিকম্প আগে কখনও অনুভব করিনি : ফারুকী
- ভূমিকম্পে ক্ষয়ক্ষতি নিরূপণের নির্দেশনা
পড়ে আছে ৩৫ কোটি টাকার সেতু
সংযোগ সড়ক নির্মাণ হয়নি আড়াই বছরেও
মানিকগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর