জনগণের যাতায়াতের সুবিধার্থে এবং গ্রামীণ অবকাঠামো উন্নয়নে মানিকগঞ্জের ঘিওরে কালীগঙ্গা নদীর ওপরে ৩৬৫ মিটার দৈর্ঘ্যরে একটি সেতু নির্মাণ করা হয়। কিন্তু ভূমি অধিগ্রহণ জটিলতায় জনগণের কাজে আসছে না ৩৫ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা সেতুটি। দুই পাশের সংযোগ সড়কের অভাবে আড়াই বছর ধরে সেতুটি অব্যবহৃত পড়ে আছে। সেতুটি ব্যবহারযোগ্য হলে আশপাশের প্রায় ৫০টি গ্রামের কৃষক ও সাধারণ মানুষ উপকার পাবে। এখন এলাকার মানুষকে অনেক পথ ঘুরে জেলা শহরে যেতে হয়। উপজেলা এলজিইডি কার্যালয় সূত্রে জানা গেছে, ঘিওরের সিংজুরী ইউনিয়নের বৈকুণ্ঠপুরে কালীগঙ্গা নদীর ওপর ৩৬৫ মিটার দৈর্ঘ্যরে ওই সেতুর দরপত্র আহ্বান করা হয় ২০১৮ সালে। ২০২২ সালের ২৫ ফেব্রুয়ারি সেতুটির নির্মাণকাজ শেষ হয়। এরপর সংযোগ সড়ক নির্মাণসহ বিভিন্ন উন্নয়ন কাজের জন্য মেয়াদ বাড়ানো হয় ২০২৩ সালের ৯ মার্চ পর্যন্ত। প্রথমে সেতু নির্মাণ ব্যয় ৩০ কোটি টাকা ধার্য থাকলেও পরবর্তীতে সংযোগ সড়ক ও বিভিন্ন উন্নয়ন কাজের জন্য ৫ কোটি বাড়ানো হয়। এরপর সেতু ও সংযোগ সড়কসহ যাবতীয় উন্নয়নের কাজ ব্যয় ধরা হয় ৩৫ কোটি ৬০ লাখ ৪৫৪ হাজার টাকা। সেতু ও সংযোগ সড়ক নির্মাণের সময়ও বাড়ানো হয়। নির্মাণের আড়াই বছর পরও ব্যবহারের উপযোগী হয়নি সেতুটি। স্থানীয়রা জানান, ‘সেতুটি নির্মাণ দেখে ভেবেছিলাম, আমাদের দীর্ঘদিনের কষ্ট দূর হবে। কিন্তু দুই পাশের রাস্তা না থাকায় আমরা কেউ সেতুটি ব্যবহার করতে পারছি না। বর্ষাকালে আগের মতোই নৌকা ব্যবহার করতে হয়। তারা বলেন, দুই পাশে মাটি দিয়ে রাস্তাটি করা হলে সেতুটি ব্যবহার করা যাবে। সেতুটি ব্যবহারযোগ্য হলে আশপাশের প্রায় ৫০টি গ্রামের কৃষক ও সাধারণ মানুষ উপকার পাবে। সেতুটি ব্যবহারের উপযোগী না হওয়ায় এলাকার মানুষকে অনেক পথ ঘুরে জেলা শহরে যেতে হয়।’ ঠিকাদার প্রতিষ্ঠানের ম্যানেজার মাসুদ মিয়া জানান, সংযোগ সড়ক নির্মাণকাজ করতে গিয়ে কয়েকবার জমির মালিকদের বাধার মুখে পড়ে কাজ বন্ধ করতে হয়েছে। এখন সংযোগ সড়কের জায়গা বুঝে পেলেই আমরা কাজ শুরু করব। এ কাজ করতে আমাদের সময় লাগবে ৪-৫ মাস। ঘিওর উপজেলা প্রকৌশলী মোহাম্মদ আশরাফুল ইসলাম ভূঁইয়া জানান, ভূমি অধিগ্রহণের জন্য প্রশাসনের সঙ্গে আলোচনা হয়েছে। আশা করছি দ্রুতই ভূমি জটিলতা কেটে যাবে এবং সেতুর সংযোগ সড়ক নির্মাণকাজ শুরু হবে। মানিকগঞ্জ রেভিনিউ ডেপুটি কালেক্টর এল এ শাখার সিনিয়র সহকারী কমিশনার মামুনুর রশিদ জানান, সেতুর সংযোগ সড়ক নির্মাণের জন্য ৪.৯৬ শতাংশ ভূমি অধিগ্রহণের প্রক্রিয়া চলমান আছে। ইতোমধ্যে ভূমি মালিকদের ৭ ধারায় নোটিস করা হয়েছে। জেলা প্রশাসকের মাধ্যমে খুব দ্রুত ভূমি মালিকদের ক্ষতিপূরণ দেওয়া হবে।
শিরোনাম
- ফিলিস্তিনপন্থী নেতা মাহমুদ খলিলকে আলজেরিয়া অথবা সিরিয়াতে প্রত্যাবর্তনের নির্দেশ
- একই সঙ্গে কুরআনের হাফেজ হলেন দুই ভাই
- ফ্রান্সে পেশাজীবী সংগঠনগুলোর ধর্মঘট, চাপে ম্যাক্রো
- ব্রাহ্মণবাড়িয়ায় সাংবাদিক শফিকুর রহমানের স্মরণে শোকসভা
- নির্বাচন কমিশনের হাতেই থাকছে জাতীয় পরিচয়পত্র
- এমপিওভুক্ত শিক্ষকদের জন্য সুখবর, বাড়ছে বাড়িভাড়া, চিকিৎসা ও উৎসব ভাতা
- কলাপাড়ায় মুক্তিযোদ্ধা মেমোরিয়াল ডিগ্রী কলেজে নবীনবরন অনুষ্ঠিত
- মাদারীপুরের ডাসারে পুকুরে ডুবে দুই ভাই নিহত
- মাদারীপুরে দাফনের দেড় মাস পর ঠিকাদারের মরদেহ উত্তোলন
- রূপগঞ্জে শুরু হলো তিন দিনব্যাপী আইন শিক্ষার্থীদের বুট ক্যাম্প
- ফ্লোরিডায় তিন খুনের দায়ে এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর
- চট্টগ্রামে তিন শতাধিক মানুষ পেল চিকিৎসা ও ওষুধ
- ইভ্যালির রাসেল-শামীমার ৩ বছরের কারাদণ্ড
- দুই মাসের মধ্যে ট্রাম্পের ২৫ শতাংশ জরিমানা শুল্ক থেকে মুক্তির আশা ভারতের
- পিআর পদ্ধতির কথা বলে নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করা হচ্ছে: সুলতান সালাউদ্দিন টুকু
- টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মাঝে অনুদানের চেক বিতরণ
- নওগাঁয় ভুয়া ৪ পুলিশ সদস্যসহ গ্রেফতার ৬
- আখাউড়া স্থলবন্দর দিয়ে আগরতলায় গেল ১,১৯২ কেজি ইলিশ
- তেঁতুলিয়ায় পানিবন্দি ২০ পরিবারের জলাবদ্ধতা নিরসনে বিএনপির উদ্যোগ
- যুক্তরাষ্ট্র যাচ্ছেন সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী
পড়ে আছে ৩৫ কোটি টাকার সেতু
সংযোগ সড়ক নির্মাণ হয়নি আড়াই বছরেও
মানিকগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর

ফিলিস্তিনপন্থী নেতা মাহমুদ খলিলকে আলজেরিয়া অথবা সিরিয়াতে প্রত্যাবর্তনের নির্দেশ
এই মাত্র | পূর্ব-পশ্চিম

জুলাই সনদের আইনিভিত্তি ব্যতীত নির্বাচন শহীদের রক্তের সাথে বেঈমানি: রাশেদ প্রধান
৩ মিনিট আগে | রাজনীতি