যশোরের শার্শায় সাইফুল ইসলাম মুকুল (৪০) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। ২৭ বছর আগে তার বাবা আবদুল আজিজ গাইনকেও একইভাবে পিটিয়ে হত্যা করা হয়েছিল। দুটি হত্যার সঙ্গে একই পরিবারের লোকজন জড়িত। এ ঘটনায় পুলিশ স্থানীয় ইউপি মেম্বারসহ তিনজনকে আটক করেছে। স্থানীয়রা জানান, বুধবার রাত ১০টার দিকে উপজেলার কন্যাদাহ গ্রামে ১০-১২ জন সাইফুল ইসলাম মুকুল ও তার ভাই শরিফুল ইসলাম বকুলকে পিটিয়ে গুরুতর আহত করে। তাদের যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। মুকুলের অবস্থার অবনতি হলে ঢাকায় স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার মারা যান তিনি। তার মা ছায়রা বেগম বাদী হয়ে শার্শা থানায় একটি মামলা করেন। মূল অভিযুক্ত হাসান মেম্বার, তাজউদ্দিন ও কামরুজ্জামানকে শুক্রবার আটক করা হয়েছে বলে জানিয়েছেন শার্শা থানার ওসি শেখ মো. মনিরুজ্জামান।
 
                         
                                     
                                                             
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        