নারায়ণগঞ্জের রূপগঞ্জে যৌতুকের দাবিতে ফাতেমা (১৯) নামে এক গৃহবধূকে হত্যার দায়ে স্বামী আবদুর রহিমকে (২৮) মৃত্যুদন্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক নাজমুল হক শ্যামলের আদালত এ রায় ঘোষণা করেন। দন্ডপ্রাপ্ত আবদুর রহিম রূপগঞ্জের মাইলাব এলাকার আবদুর রউফের ছেলে। নিহত ফাতেমা হলেন রূপগঞ্জের সুরিয়াব এলাকার মোস্তফার মিয়ার মেয়ে।