বৃহস্পতিবার, ১১ জুলাই, ২০২৪ ০০:০০ টা

ধর্ষণের অভিযোগে গ্রেফতার

হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি

কিশোরী ধর্ষণের অভিযোগে ইসমাইল হোসেন (৩৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে হালুয়াঘাট থানা পুলিশ। ইসমাইল ফানি ভিডিওর কনটেন্ট ক্রিয়েটর। মঙ্গলবার তাকে গ্রেফতার করে পুলিশ। হালুয়াঘাট থানার উপ-পুলিশ পরিদর্শক সাইদুজ্জামান এ তথ্য জানান। ওই কিশোরীকে ডাক্তারি পরীক্ষার জন্য ময়মনসিংহে পাঠানো হয়েছে বলে জানান মামলার তদন্তকারী কর্মকর্তা মো. শরীফুল ইসলাম।

এ ঘটনায় কিশোরীর মা বাদী হয়ে হালুয়াঘাট থানায় মামলা করেছেন। গতকাল ইসমাইলকে আদালতে প্রেরণ করা হয়।

ভিকটিমের পরিবার সাংবাদিকদের জানান, তারা জীবিকার তাগিদে প্রতিবেশীর বাড়িতে গৃহপরিচারিকার কাজ করেন। এ সুযোগে বিয়ের মিথ্যা প্রলোভনে ইসমাইলের মেয়েকে ধর্ষণ করেছে।

সর্বশেষ খবর