কিশোরী ধর্ষণের অভিযোগে ইসমাইল হোসেন (৩৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে হালুয়াঘাট থানা পুলিশ। ইসমাইল ফানি ভিডিওর কনটেন্ট ক্রিয়েটর। মঙ্গলবার তাকে গ্রেফতার করে পুলিশ। হালুয়াঘাট থানার উপ-পুলিশ পরিদর্শক সাইদুজ্জামান এ তথ্য জানান। ওই কিশোরীকে ডাক্তারি পরীক্ষার জন্য ময়মনসিংহে পাঠানো হয়েছে বলে জানান মামলার তদন্তকারী কর্মকর্তা মো. শরীফুল ইসলাম।
এ ঘটনায় কিশোরীর মা বাদী হয়ে হালুয়াঘাট থানায় মামলা করেছেন। গতকাল ইসমাইলকে আদালতে প্রেরণ করা হয়।
ভিকটিমের পরিবার সাংবাদিকদের জানান, তারা জীবিকার তাগিদে প্রতিবেশীর বাড়িতে গৃহপরিচারিকার কাজ করেন। এ সুযোগে বিয়ের মিথ্যা প্রলোভনে ইসমাইলের মেয়েকে ধর্ষণ করেছে।