আশুগঞ্জে উদ্বোধনের পরই দুই পক্ষের সংঘর্ষে পণ্ড হয়ে গেছে বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক অনূর্ধ্ব-১৭)। সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। ঘটনার পর টুর্নামেন্টের সব খেলা স্থগিত করেছে কর্তৃপক্ষ। আশুগঞ্জের ইউএনও শ্যামল চন্দ্র বসাক জানান, আইনশৃঙ্খলার অবনতির আশঙ্কায় টুর্নামেন্ট স্থগিত করা হয়েছে। উভয়পক্ষকে নিয়ে মিটিয়ে দেওয়া হয়েছে বিরোধ। আশুগঞ্জ থানার ওসি নাহিদ আহমেদ জানান, পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। জানা যায়, শুক্রবার উপজেলা তাপবিদ্যুৎ কেন্দ্র মাঠে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনূর্ধ্ব-১৭) উদ্বোধন করা হয়। ইউএনও শ্যামল চন্দ্র বসাকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান জিয়াউল করিম খান সাজু। উদ্বোধনী দিনে চরচারতলা বনাম দুর্গাপুর ইউনিয়ন এবং আশুগঞ্জ সদর বনাম শরীফপুর ইউনিয়নের মধ্যে দুটি ম্যাচ হওয়ার কথা ছিল। উদ্বোধনের পর খেলা শুরুর আগেই চরচারতলা ও দুর্গাপুরের খেলোয়াড় নির্বাচন নিয়ে বিরোধ বাধে। একপর্যায়ে উপজেলা চেয়ারম্যান, ইউএনও ও পুলিশের সামনেই সংঘর্ষে জড়ায় তারা।