নাটোরের সিংড়ার প্যানেল মেয়র-২ ও পৌর কাউন্সিলর মিজানুর রহমানের দুই হাত ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে দলের কর্মীদের বিরুদ্ধে। সিংড়া পৌর শহরের দমদমা স্লুইসগেট এলাকায় গত বুধবার রাতে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্র জানায়, পৌর যুবলীগ কর্মী বেলাল হোসেনের নেতৃত্বে ৮-১০ জন রড দিয়ে কাউন্সিলরের হাত-পা ও মাথায় এলোপাতাড়ি আঘাত করে পালিয়ে যায়।
সিংড়া থানার ওসি আবুল কালাম বলেন, এ ঘটনায় অভিযোগ পাইনি। পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আরিফুল ইসলাম বলেন, কাউন্সিলরের হাত-পা ও মাথায় আঘাত রয়েছে। মাথায় দেওয়া হয়েছে চারটি সেলাই। দুই হাতের চার জায়গায় ভেঙেছে। উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।