পটুয়াখালীর কলাপাড়ায় সুমী আক্তার (১৯) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার লালুয়া ইউনিয়নের হাসনাপাড়া গ্রামে স্বামীর বাড়িতে ওই গৃহবধূ গলায় ফাঁস নেয় বলে জানা গেছে। এ ঘটনায় স্বামী ইব্রাহিম (২৫) ও দেবর সাইদুল প্যাদাকে (২০) আটক করেছে পুলিশ। এ ঘটনায় ওই গৃহবধূর বড় ভাই পলাশ হাওলাদার আত্মহত্যার প্ররোচনার অভিযোগ এনে তিনজনের নাম উল্লেখ করে কলাপাড়া থানায় একটি মামলা করেছেন। কলাপাড়া থানার ওসি আলী আহম্মদ জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। দুজনকে আটক করা হয়েছে।