নীলফামারীর সৈয়দপুরে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়া পিস্তল ও গুলি ১৬ দিন পর উদ্ধার হয়েছে। কুন্দল পশ্চিমপাড়ার একটি ঝোপে গতকাল রাতে গুলিভর্তি অবস্থায় পিস্তলটি উদ্ধার করে পুলিশ। গণমাধ্যম কর্মীদের গতকাল বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ সুপার মোকবুল হোসেন। ১৮ জুলাই কোটা সংস্কার আন্দোলন চলাকালে পাঁচমাথা মোড়ে এএসআই রেজাউল হককে রক্তাক্ত করে তার কাছে থাকা পিস্তল ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা।